/indian-express-bangla/media/media_files/2025/06/08/bmFdiPnv2GEzix6NKjlv.jpg)
Best Inverters: নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য ইনভার্টারের চাহিদা বাড়ছে।
Best Inverter: পুজোর আগে উৎসবের আনন্দে ভেসে যায় প্রতিটি বাঙালি পরিবার। আলো, সাজসজ্জা, আড্ডা আর টিভি-তে বিশেষ অনুষ্ঠান—সবকিছু মিলিয়ে আনন্দের কোনও কমতি থাকে না। কিন্তু হঠাৎ লোডশেডিং আনন্দে ভাটা ফেলে। এই সমস্যার সহজ সমাধান হল এক নির্ভরযোগ্য Inverter।
বর্তমান বাজারে এমন অনেক ইনভার্টার আছে যেগুলো ৮,০০০ টাকার মধ্যেই পাওয়া যায়। এগুলো শুধু ভালো ব্যাকআপই দেয় না। ফিচার বেশ স্মার্ট এবং ব্যবহার করাও সহজ। বাড়ি হোক অথবা অফিস, জরুরি সময়ে এই সব ইনভার্টারের জুড়ি মেলা ভার। চলুন দেখে নেওয়া যাক এমন সেরা ৬টি ইনভার্টার কোনগুলো, যা আপনার পুজোকে করবে আরও আলোকময়।
আরও পড়ুন- সেরার সেরা, নজরকাড়া! কোন ৫ সেরা বাইক এবারের পুজোয় বাজার কাঁপাবে?
১. লুমিনাস জেলিও+ ১১০০- এতে রয়েছে ৯০০ভিএ/১২ভি পিওর সাইন ওয়েভ আউটপুট। সংবেদনশীল ডিভাইস যেমন টিভি, কমপিউটার চালানোর জন্য এই ইনভার্টারের জুড়িমেলা ভার। এতে আছে স্মার্ট এলসিডি ডিসপ্লে ব্যাটারি। যা ইনভার্টারটির স্ট্যাটাস বুঝিয়ে দেয়। এটি সহজে ইনস্টলেশন করা যায় এবং ব্যবহার করা যায়।
আরও পড়ুন- পুজোর স্টক রেডি! সস্তার ফ্যামিলি কারে ধামাকা অফারে পান সেরা মাইলেজ
২. ভি-গার্ড প্রাইম ১১৫০- এতে রয়েছে ১০০০ভিএ/১২ভি পিওর সাইন ওয়েভ প্রযুক্তি। এই ইনভার্টার দিয়ে আলো, পাখা, টিভি এমনকী ফ্রিজও চালানো যায়। ইনভার্টারটি বিভিন্ন ধরনের ব্যাটারির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর তিন বছরের ওয়ারেন্টি রয়েছে।
আরও পড়ুন- উৎসবের মরসুমে স্মার্টফোনে ধামাকা অফার! বছরের সেরা ডিল, তৈরি তো?
৩. মাইক্রোটেক স্মার্ট হাইব্রিড ১২৭৫- এতে রয়েছে ডিজিটাল ও সাইন ওয়েভ প্রযুক্তির সমন্বয়। এর ইন্টেলিজেন্ট ব্যাটারি গ্র্যাভিটি ম্যানেজমেন্ট, দীর্ঘ ব্যাকআপ এবং দক্ষ চার্জিং ব্যবস্থা বেশ জনপ্রিয় এবং টেকসই।
আরও পড়ুন- ফ্রিজে চুম্বকের ব্যবহার সত্যিই হুহু করে কমায় বিদ্যুৎ বিল? ৯০% মানুষেরই উত্তরটা অজানা!
৪. ভি-গার্ড স্মার্ট প্রো ১২০০- IoT প্রযুক্তি যুক্ত, স্মার্টফোনে নিয়ন্ত্রণযোগ্য। এর দ্রুত চার্জিং সুবিধা আধুনিক ফিচারপ্রেমীদের জন্য আদর্শ।
৫. লুমিনাস ইকো ওয়াট নিও ১০৫০- ৯০০ভিএ/১২ভি স্কোয়ার ওয়েভ ইনভার্টার। ল্যাপটপ, টিভি, ফ্যান, ছোট ফ্রিজ চালাতে এই ইনভার্টারের পারফরম্যান্স দুর্দান্ত। এটি রক্ষণাবেক্ষণের জন্য তেমন হ্যাপা পোহাতে হয় না। ফলে দীর্ঘদিন টেকে।
৬. মাইক্রোটেক সুপার পাওয়ার ১১০০- এর রয়েছে ৯৫০ভিএ/১২ভি ক্ষমতা। রয়েছে দ্রুত চার্জিং সুবিধা-সহ ডিজিটাল প্রযুক্তি। সামনের এলইডি ডিসপ্লেতে ব্যাটারি স্ট্যাটাস দেখা যায়। বিভিন্ন ধরনের ব্যাটারির সঙ্গে এটি ব্যবহার করা যেতে পারে।
কেন এই ইনভার্টারগুলো কিনবেন?
এই ইনভার্টারগুলো কেনার কারণ হল, এটা বাজেট ফ্রেন্ডলি (৮,০০০ টাকার মধ্যে)। ফিচার বেশ স্মার্ট (IoT, LCD Display ইত্যাদি)। এর ব্যাকআপ বেশ নির্ভরযোগ্য। ইনস্টলেশন বেশ সহজ। পাশাপাশি রয়েছে ব্র্যান্ডেড ওয়ারেন্টি।
মোদ্দা কথা, এবারের দুর্গাপুজোয় (Durga Puja 2025) লোডশেডিং আপনার আনন্দ নষ্ট করুক তা তো চাইবেন না। তাই এখনই বাজেট অনুযায়ী একটি ভালো ইনভার্টার কিনে ফেলুন। উৎসবের দিনগুলো তাতে ভালো কাটবে। অবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগে মুখে হাসি ধরা থাকবে।