Best Smartphones: মাত্র ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন চাই? দেখে নিন এই ৫টি মডেল

Best Smartphones: ২০,০০০ টাকার কমে বাজেট‑ফ্রেন্ডলি স্মার্টফোন চান? দেখুন Nothing CMF Phone 2 Pro, Realme P3 এবং Tecno Pova Curve 5G-র মত সেরা ৫টি মডেল।

Best Smartphones: ২০,০০০ টাকার কমে বাজেট‑ফ্রেন্ডলি স্মার্টফোন চান? দেখুন Nothing CMF Phone 2 Pro, Realme P3 এবং Tecno Pova Curve 5G-র মত সেরা ৫টি মডেল।

author-image
IE Bangla Tech Desk
New Update
Best Smartphones

Best Smartphones: ২০ হাজার টাকার কমে দুর্দান্ত স্মার্টফোন

Best Smartphones: আজকের দিনে কম দামের মধ্যে ভালো স্মার্টফোনের চাহিদা আকাশছোঁয়া। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এখন এমন অনেক স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে, যেগুলির দাম ২০ হাজার টাকারও কম, পারফরম্যান্স দুর্দান্ত, ক্যামেরার মান বেশ ভালো এবং ব্যাটারি দীর্ঘক্ষণ চলবে। আপনি যদি এই মুহূর্তে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন এবং বাজেট ২০,০০০ টাকার মধ্যে থাকে, তাহলে আপনার জন্য রইল বাজারে বর্তমানে চালু ৫টি স্মার্টফোনের তালিকা।

Advertisment

এই তালিকায় রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড Nothing, Realme, OnePlus, Oppo এবং Tecno-এর নতুন ফোন যেগুলোর ফিচার এবং মানের কাছে দাম কিছুই না। আসুন দেখে নেওয়া যাক কোন কোন ফোন রয়েছে এই তালিকায় এবং কোন ফোন আপনার জন্য সেরা হতে পারে।

আরও পড়ুন- সারা বছরের রিচার্জ একসঙ্গে! বিরাট প্ল্যান ভোডাফোন আইডিয়ার

১. CMF Phone 2 Pro by Nothing

  • মূল্য শুরু: ১৮,৯৯৯ টাকা থেকে

  • ডিসপ্লে: ৬.৭৭-ইঞ্চি Full HD+ AMOLED, ১২০Hz রিফ্রেশ রেট

  • চিপসেট: MediaTek Dimensity 7300 Pro

  • ক্যামেরা: ৫০MP + ৫০MP + ৮MP ট্রিপল রিয়ার ক্যামেরা, ১৬MP সেলফি ক্যাম

  • স্টোরেজ: ৮GB RAM + ১২৮GB/২৫৬GB UFS 2.2 স্টোরেজ

  • ব্যাটারি ও চার্জিং: ৫০০০mAh, ৩৩W ফাস্ট চার্জিং

  • বিশেষত্ব: ইউনিক ডিজাইন, হালকা ও মসৃণ বডি, Nothing OS ইন্টারফেস

Nothing‑এর সাবব্র্যান্ড CMF নিয়ে এসেছে একটি প্রিমিয়াম ডিজাইন এবং টেকসই স্মার্টফোন। যেগুলো দেখতে ইউনিক, পাশাপাশি অনেক ফিচার আছে। 

আরও পড়ুন- জিওর তিন মাসের এই প্ল্যানে সবকিছুই ফ্রি! তিন মাসে আপনি 'রাজা'

২. OnePlus Nord CE 4 Lite

  • মূল্য শুরু: ১৯,৯৯৯ টাকা থেকে

  • ডিসপ্লে: ৬.৬৭-ইঞ্চি Full HD+ AMOLED, ১২০Hz রিফ্রেশ রেট

  • প্রসেসর: Qualcomm Snapdragon 695

  • ক্যামেরা: ৫০MP + ২MP রিয়ার ক্যামেরা, ১৬MP ফ্রন্ট ক্যামেরা

  • ব্যাটারি ও চার্জিং: ৫০০০mAh ব্যাটারি, ৮০W SUPERVOOC ফাস্ট চার্জিং

  • স্টোরেজ: ৮GB RAM + ১২৮GB

OnePlus‑এর এই মডেলটি তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়। বিশাল AMOLED ডিসপ্লে, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং দ্রুত চার্জিং এই ফোনের প্রধান ইউএসপি।

আরও পড়ুন- তুমুল চর্চায় Jio-এর নয়া রিচার্জ প্ল্যান, প্রবল চাপে Airtel-BSNL

৩. Realme P3

  • মূল্য শুরু: ১৬,৯৯৯ টাকা থেকে

  • ডিসপ্লে: ৬.৬৭-ইঞ্চি Full HD+ AMOLED

  • প্রসেসর: Snapdragon 6 Gen 4

  • ক্যামেরা: ৫০MP + ২MP রিয়ার ক্যামেরা, ১৬MP সেলফি

  • ব্যাটারি ও চার্জিং: ৬০০০mAh, ৪৫W SUPERVOOC চার্জিং

  • স্টোরেজ: ৬GB + ১২৮GB

Realme P3 ফোনটি যাঁরা দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করেন এবং একবার চার্জে সারা দিন চালাতে চান, তাঁদের জন্য পারফেক্ট। এর বিশাল ব্যাটারি ও ভালো পারফরম্যান্স এই ফোনকে অন্যদের চেয়ে আলাদা করে চিনিয়ে দিতে বাধ্য।

আরও পড়ুন- তুমুল চর্চায় Jio-এর নয়া রিচার্জ প্ল্যান, প্রবল চাপে Airtel-BSNL

৪. Oppo K13

  • মূল্য: ১৭,৯৯৯ টাকা থেকে শুরু

  • ডিসপ্লে: ৬.৬৭-ইঞ্চি Full HD+ AMOLED

  • চিপসেট: Snapdragon 6 Gen 4

  • ক্যামেরা: ৫০MP + ২MP রিয়ার ক্যামেরা, ১৬MP সেলফি

  • ব্যাটারি ও চার্জিং: ৭০০০mAh, ৮০W SUPERVOOC

  • স্টোরেজ: ৮GB RAM + ১২৮GB

যাঁরা ব্যাটারি ব্যাকআপকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন, তাঁদের জন্য Oppo K13 একটি আদর্শ ফোন। ৭০০০mAh ব্যাটারি পুরো দু'দিন ধরে চলতে পারে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বেশি সময় কাটানো ব্যবহারকারীদের জন্য এই ফোন সবচেয়ে ভালো।

৫. Tecno Pova Curve 5G

  • মূল্য শুরু: ১৫,৯৯৯ টাকা থেকে

  • ডিসপ্লে: ৬.৭৮-ইঞ্চি Full HD+ কার্ভড AMOLED, ১৪৪Hz

  • চিপসেট: MediaTek Dimensity 7300 Ultimate

  • ক্যামেরা: ৬৪MP + ২MP রিয়ার, ১৩MP ফ্রন্ট

  • ব্যাটারি ও চার্জিং: ৫৫০০mAh, ৪৫W ফাস্ট চার্জিং

  • স্টোরেজ: ৬GB + ১২৮GB

Tecno Pova Curve 5G বিশেষভাবে ডিজাইনপ্রেমীদের জন্য তৈরি। কার্ভড AMOLED স্ক্রিন ও ১৪৪Hz রিফ্রেশ রেট এই দামে খুব কম ফোনই পাওয়া যায়। মিডিয়া কনজাম্পশন ও গেমিং‑এর জন্য এই ফোন দুর্দান্ত।

কোন ফোনের কী বিশেষত্ব?

মডেল নাম প্রধান ফিচার পারফেক্ট ফর
CMF Phone 2 Pro ইউনিক ডিজাইন + ভালো পারফরম্যান্স স্টাইলিশ ইউজার
OnePlus Nord CE 4 Lite সলিড বিল্ড + দ্রুত চার্জিং ছাত্র-ছাত্রী ও অফিস ইউজার
Realme P3 লম্বা ব্যাটারি + ভাল ডিসপ্লে হেভি ইউজার
Oppo K13 ৭০০০mAh ব্যাটারি + ৮০W চার্জিং পাওয়ার ইউজার
Tecno Pova Curve কার্ভড ডিসপ্লে + গেমিং ফ্রেন্ডলি মিডিয়া ও গেমার

আজকের দিনে কম বাজেটের মধ্যেই দুর্দান্ত স্মার্টফোন পাওয়া যাচ্ছে, এটা অত্যন্ত খুশির খবর। ওপরের তালিকাটি আপনাকে সঠিক সিদ্ধান্তে নিতে সাহায্য করবে। এই তালিকা থেকেই পেয়ে যাবেন প্রয়োজন অনুযায়ী দুর্দান্ত স্মার্টফোন। 

best Smartphones