Jio Vs Airtel Vs Vi 90 Days Plan: তুমুল চর্চায় Jio-এর নয়া রিচার্জ প্ল্যান, প্রবল চাপে Airtel-BSNL

Jio Vs Airtel Vs Vi 90 Days Plan: জিও-এর এই নয়া রিচার্জ প্ল্যান এয়ারটেল, ভিআই এবং বিএসএনএলকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলেছে। এই প্ল্যানটি প্রতিদিন ২ জিবি ডেটা এবং বিনামূল্যে জিও সিনেমা সাবস্ক্রিপশন অফার করে

Jio Vs Airtel Vs Vi 90 Days Plan: জিও-এর এই নয়া রিচার্জ প্ল্যান এয়ারটেল, ভিআই এবং বিএসএনএলকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলেছে। এই প্ল্যানটি প্রতিদিন ২ জিবি ডেটা এবং বিনামূল্যে জিও সিনেমা সাবস্ক্রিপশন অফার করে

author-image
IE Bangla Tech Desk
New Update
Jio 949 recharge plan, Jio vs Airtel, Vi recharge comparison, BSNL 5G plan, Jio Cinema free, Jio OTT recharge, 84 days Jio plan, Jio new recharge 2025, budget 5G recharge, Jio recharge offer

রিলায়েন্স জিও দেশের শীর্ষ টেলিকম সংস্থা।

Jio Vs Airtel Vs Vi 90 Days Plan: এয়ারটেল-ভিআই-বিএসএনএলকে চাপে ফেলেছে জিও, নয়া রিচার্জ প্ল্যানে তুমুল শোরগোল 

Advertisment

বর্ষায় সাপের উপদ্রব থেকে মুহূর্তে মিলবে সুরক্ষা,ঘরোয়া এই টোটকায় মুসকিল আসান

রিলায়েন্স জিও দেশের শীর্ষ টেলিকম সংস্থা। সংস্থা নতুন ৯৪৯ টাকা মূল্যের একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যার ভ্যালিডিটি ৮৪ দিন। এই প্ল্যানে প্রতিদিন আপনি আনলিমিটেড কল, প্রতিদিন ২ জিবি ডেটা এবং বিনামূল্যে জিও সিনেমা সাবস্ক্রিপশন অফার করে। জিও-এর এই নয়া রিচার্জ প্ল্যান এয়ারটেল, ভিআই এবং বিএসএনএলকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলেছে।

Advertisment

ভিভো থেকে গুগল পিক্সেল! অগাস্টেই বড় চমক! লঞ্চ হবে একের পর এক অসাধারণ স্মার্টফোন

রিলায়েন্স জিও ভারতীয় টেলিকম বাজারে রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে। কোম্পানিটি ৯৪৯-এ ৮৪ দিনের বৈধতার একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে। এই রিচার্জ প্ল্যানে ইউজাররা পাচ্ছেন সীমাহীন কলিং, প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, সীমাহীন ৫জি অ্যাক্সেস, বিনামূল্যে এসএমএস এবং ফ্রি ন্যাশানাল রোমিং, একই সঙ্গে পেয়ে যান জিও সিনেমার বিনামূল্যে সাবস্ক্রিপশন। এই প্ল্যানটি কেবল এয়ারটেল, ভিআই এবং বিএসএনএলের মতো প্রতিযোগীদের তুলনায় বেশি বৈশিষ্ট্যই অফার করে না, বরং দামের দিক থেকেও সাশ্রয়ী।

বাজেট ১৫ হাজার? মিলবে মনপসন্দ ল্যাপটপ, ফিচারে মন ভরে যাবে, পারফরমেন্সেও সেরা

টেলিকম বাজারের অন্যান্য সংস্থার কথা বলতে গেলে, Airtel-এর ৮৪ দিনের প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম ৯৯৯টাকা। যার মধ্যে OTT সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত নয়। Vi-এর একই রেঞ্জের একটি প্ল্যান রয়েছে যার দাম ৯৬৯টাকা। কিন্তু এতে ৫জি ডেটা সুবিধা নেই। অন্যদিকে, BSNL এখনও ৫জি পরিষেবার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে এবং এই রেঞ্জের প্ল্যানের দাম ৯৯৭ টাকা।

অন্ধকারে ঢেকে যাবে পুরো পৃথিবী! আগামী ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর গ্রহণ

ওটিটি প্রেমীদের জন্য বিশেষ পরিকল্পনা (জিও রিচার্জ প্ল্যান ওটিটি সুবিধা)
জিওর এই প্ল্যানটি বিশেষভাবে OTT প্রেমী, দীর্ঘমেয়াদী ডেটা ব্যবহারকারী এবং বাজেট-বান্ধব ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। OTT কন্টেন্ট স্ট্রিমিং এবং হাই-স্পিড ব্রাউজিংয়ের বৈশিষ্ট্য সহ, এই প্ল্যানটি ডিজিটাল ইন্ডিয়ার ধারণাকে এগিয়ে নিয়ে যায়।

৩০ জুলাই কী এমন হতে চলেছে? মহাকাশে ফের দাপট ভারতের? জানলে চমকে যাবেন

( অঞ্চল এবং ব্যবহারকারীর প্রোফাইলের উপর নির্ভর করে অফারের প্রাপ্যতা পরিবর্তিত হতে পারে। রিচার্জ করার আগে দয়া করে নিশ্চিত হয়ে তবে রিচার্জ করুন।)

jio Jio-Airtel-Vi Jio-airtel-Vi-BSNL Jio airtel vi