Annual Recharge Plan: সারা বছরের রিচার্জ একসঙ্গে! বিরাট প্ল্যান ভোডাফোন আইডিয়ার

Annual Recharge Plan: Vodafone Idea-র ১,৯৯৯ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যানে মিলবে ৩৬৫ দিনের ভ্যালিডিটি। একবার রিচার্জেই সারা বছরের জন্য নিশ্চিন্ত।

Annual Recharge Plan: Vodafone Idea-র ১,৯৯৯ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যানে মিলবে ৩৬৫ দিনের ভ্যালিডিটি। একবার রিচার্জেই সারা বছরের জন্য নিশ্চিন্ত।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vodafone Idea

Annual Recharge Plan: ভোডাফোন আইডিয়ার বার্ষিক প্ল্যান জেনে নিন।

Annual Recharge Plan: ভারতের অন্যতম বৃহৎ টেলিকম কোম্পানি Vodafone Idea (Vi) গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এমন একটি বার্ষিক রিচার্জ প্ল্যান, যেখানে একবার রিচার্জ করলেই আর গোটা বছরে রিচার্জ করার কথা ভাবতে হবে না। আপনি যদি প্রতিমাসে রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি চান, তাহলে Vi-র এই ১,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি হতে পারে আপনার জন্য উপযুক্ত সমাধান।

Advertisment

আরও পড়ুন- জিওর তিন মাসের এই প্ল্যানে সবকিছুই ফ্রি! তিন মাসে আপনি 'রাজা'

এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা পাবেন— ৩৬৫ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড ভয়েস কলিং, এককালীন ২৪ জিবি ডেটা, এককালীন ৩,৬০০ SMS। এই প্ল্যান ভারতজুড়ে সমস্ত সার্কেলে পাওয়া যাবে। Vi-র এই ১,৯৯৯ টাকার বার্ষিক প্ল্যানটি যাঁরা শুধুমাত্র সিম একটিভ রাখতে চান, যাঁরা কম ডেটা ব্যবহার করেন, যাঁরা মাসে মাসে রিচার্জ করতে চান না, বয়স্ক ব্যক্তি বা শুধুমাত্র কলের জন্য যাঁরা সিম ব্যবহার করেন, তাঁদের জন্য বিশেষভাবে উপযোগী। যাঁরা বছরভর কলিংয়ের সুবিধা পেতে চান এবং নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন না, এই প্ল্যান তাঁদের জন্য আদর্শ।

Advertisment

আরও পড়ুন- ভিভো থেকে গুগল পিক্সেল! অগাস্টেই বড় চমক! লঞ্চ হবে একের পর এক অসাধারণ স্মার্টফোন

এবং

আরও পড়ুন- তুমুল চর্চায় Jio-এর নয়া রিচার্জ প্ল্যান, প্রবল চাপে Airtel-BSNL

Vi ১,৯৯৯ প্ল্যান বনাম অন্যান্য বার্ষিক প্ল্যান

ফিচার Vi ১,৯৯৯ টাকার
 বার্ষিক প্ল্যান
অন্যান্য মাসিক প্ল্যান
ভ্যালিডিটি ৩৬৫ দিন ২৮-৩০ দিন
কলিং আনলিমিটেড সীমিত বা আনলিমিটেড
ডেটা ২৪GB (এককালীন) প্রতিদিন ১GB/২GB
SMS ৩৬০০ সীমিত বা প্রতিদিন
রিচার্জ ফ্রিকোয়েন্সি বছরে ১ বার প্রতি মাসে ১ বার

আরও পড়ুন- অন্ধকারে ঢেকে যাবে পুরো পৃথিবী! আগামী ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর গ্রহণ

যদি আপনি একজন কম ডেটা ব্যবহারকারী হন এবং শুধুমাত্র ভয়েস কল এবং অকেশনাল এসএমএস (occasional SMS)-এর জন্য আপনার সিমটি ব্যবহার করেন, তাহলে ভিআই (Vi)-র ১,৯৯৯ রিচার্জ প্ল্যানটি নিঃসন্দেহে একটি 'সেট ইট অ্যান্ড ফরগেট ইট' (set-it-and-forget-it) টাইপ অফার। এতে একবার রিচার্জ করে পুরো বছর নিশ্চিন্তে থাকা যায়। এটি ভিআই (Vi) গ্রাহকদের জন্য একটি বাজেট-ফ্রেন্ডলি ও ঝামেলাহীন অফার। যেখানে বারবার রিচার্জের চিন্তা নেই। অপ্রয়োজনীয় খরচের ঝামেলা নেই।

  

plan recharge Annual