Free OTT: জিওর তিন মাসের এই প্ল্যানে সবকিছুই ফ্রি! তিন মাসে আপনি 'রাজা'

Free OTT: জিও আনল ৮৪ দিনের দুর্দান্ত প্ল্যান, যার মূল্য ১,০২৯ টাকা। থাকছে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ফ্রি এসএমএস, অ্যামাজন প্রাইম ভিডিও, জিওটিভি সহ আরও ওটিটির সুবিধা।

Free OTT: জিও আনল ৮৪ দিনের দুর্দান্ত প্ল্যান, যার মূল্য ১,০২৯ টাকা। থাকছে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ফ্রি এসএমএস, অ্যামাজন প্রাইম ভিডিও, জিওটিভি সহ আরও ওটিটির সুবিধা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Free OTT

Free OTT: জিও-র নতুন রিচার্জ প্ল্যান।

Free OTT: এবার বাজারে প্রায় তিন মাসের ভ্যালিডিটি-সহ একটি প্ল্যান নিয়ে এল জিও। এই প্ল্যান ওটিটি প্ল্যাটফর্ম ছাড়াও অনেক সুবিধা দিচ্ছে। ৮৪ দিনের এই প্ল্যানে বেশ কিছু সুবিধা মিলবে গ্রাহকদের। বর্তমানে দেশজুড়ে জিওর ৪৬ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। তাঁদের কথা মাথায় রেখে এই প্ল্যানে আনলিমিটেড কলিং, হাইস্পিড ডেটা এবং ওটিটির সুবিধা দেওয়া হচ্ছে। 

Advertisment

আরও পড়ুন- তুমুল চর্চায় Jio-এর নয়া রিচার্জ প্ল্যান, প্রবল চাপে Airtel-BSNL

দাম নেওয়া হবে ১,০২৯ টাকা। গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা-সহ মোট ১৬৮ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং সারা দেশে বিনামূল্যে রোমিংয়ের সুবিধা পাবেন। এর সঙ্গে প্রতিদিন ১০০টি এসএমএস করার সুবিধাও বিনামূল্যে দেওয়া হবে। সঙ্গে থাকছে অ্যামাজন প্রাইম ভিডিও, জিওটিভি এবং জিওক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুবিধাও। এছাড়াও যে গ্রাহকদের ৫জি স্মার্টফোন আছে এবং যারা জিওর ৫জি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, তারা অতিরিক্ত চার্জ ছাড়াই আনলিমিটেড ৫জি ডেটা পাবেন। 

Advertisment

আরও পড়ুন- অন্ধকারে ঢেকে যাবে পুরো পৃথিবী! আগামী ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর গ্রহণ

আরও একটি ৮৪ দিনের প্ল্যান

আরও পড়ুন- ৩০ জুলাই কী এমন হতে চলেছে? মহাকাশে ফের দাপট ভারতের? জানলে চমকে যাবেন

এর পাশাপাশি, জিও ১,০২৮ টাকায় আরও একটি ৮৪ দিনের প্ল্যানেরও অফার করছে। এতেও কিন্তু, অনেক সুবিধা দেওয়া আছে। যেমন, দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ফ্রি রোমিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস এর মত সুবিধা এখানেও পাওয়া যাচ্ছে। তবে এই প্ল্যানে, অ্যামাজন প্রাইমের বদলে ব্যবহারকারীদের সুইগির প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন- ভিভো থেকে গুগল পিক্সেল! অগাস্টেই বড় চমক! লঞ্চ হবে একের পর এক অসাধারণ স্মার্টফোন

এর পাশাপাশি, এয়ারটেলের কথা বলতে গেলে, কোম্পানি ব্যবহারকারীদের ৮৪ দিনের বৈধতার সঙ্গে ৯৭৯ টাকার প্ল্যান অফার করছে। এটি আবার ১৬৮ জিবি ডেটা (প্রতিদিন ২ জিবি করে), বিনামূল্যে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস অফার করছে গ্রাহকদের। এছাড়াও, এই প্ল্যানে এয়ারটেল এক্সট্রিম প্লে অ্যাপের সাহায্যে ২২টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মে বিনামূল্যে অ্যাক্সেস পাচ্ছেন গ্রাহকরা। গ্রাহকদেরও মনে রাখা দরকার, কোনও প্ল্যান কেনার আগে তার আপডেট গ্রাহক পরিষেবার থেকে জেনে নেওয়া আবশ্যিক। শুধু তাই নয়, প্ল্যান নেওয়ার আগে অন্য কোম্পানির সঙ্গে তার তুলনা করে নেওয়াটাও বুদ্ধিমানের কাজ।

OTT Free