TV Signal Loss in Rain: বর্ষায় স্মার্ট টিভিতে বিপত্তি? মেকানিক না ডেকে কীভাবে পিকচার টিউব 'ফিট' থাকবে?

TV Signal Loss in Rain: বৃষ্টিতে স্যাটেলাইট টিভির সিগন্যাল হারিয়ে যাচ্ছে? ঘরে বসেই খুব সহজ কায়দায় মেরামত করুন। জেনে নিন ৭টি কার্যকরী উপায়– মেকানিক ছাড়াই কাজ হবে একদম ঠিকঠাক।

TV Signal Loss in Rain: বৃষ্টিতে স্যাটেলাইট টিভির সিগন্যাল হারিয়ে যাচ্ছে? ঘরে বসেই খুব সহজ কায়দায় মেরামত করুন। জেনে নিন ৭টি কার্যকরী উপায়– মেকানিক ছাড়াই কাজ হবে একদম ঠিকঠাক।

author-image
IE Bangla Tech Desk
New Update
TV Signal Loss in Rain

TV Signal Loss in Rain: টিভির সিগন্যাল সমস্যার সমাধান করুন সহজেই।

TV Signal Loss in Rain: বর্ষার দিনে সন্ধ্যায় বসে প্রিয় সিরিয়াল বা ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে হঠাৎ টিভি স্ক্রিনে ভেসে ওঠে 'No Signal' বার্তা। পরিচিত এই সমস্যার কারণ সাধারণত বৃষ্টির কারণে স্যাটেলাইট সিগন্যালের ব্যাঘাত। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সমস্যার সমাধান আপনি ঘরে বসেই করে ফেলতে পারেন—মেকানিক ডাকারও দরকার নেই।

Advertisment

কেন বৃষ্টিতে TV সিগন্যাল যায়?

বৃষ্টি বা ঝড়ের সময় বায়ুমণ্ডলে থাকা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিক্ষিপ্ত হয়ে পড়ে। স্যাটেলাইট টিভি সাধারণত Ku-band সিগন্যাল ব্যবহার করে যা সহজেই জলীয় বাষ্প বা ঘন মেঘের কারণে ব্লক হয়ে যায়। ফলে টিভিতে কোনও ছবি বা শব্দ আসে না।

Advertisment

সমস্যার ঘরোয়া সমাধান: নিজেই যা করতে পারেন

১. নন-স্টিক কুকিং স্প্রে ব্যবহার করুন

স্যাটেলাইট ডিশের উপর যদি জল জমে থাকে, তাহলে সিগন্যাল ব্লক হয়। এজন্য প্রতি তিন মাস অন্তর নন-স্টিক স্প্রে দিয়ে ডিশ স্প্রে করলে জল গড়িয়ে যাবে এবং ডিশ শুকনো থাকবে।

আরও পড়ুন- রাসায়নিক ছাড়াই মাত্র ৫ মিনিটে পাকা করুন কালো, পান ঝলমলে চুল!

২. ডিশ অ্যাঙ্গেল চেক করুন

বৃষ্টির সময় বাতাসে জোরে ধাক্কা খেয়ে ডিশের সেটিং বদলে যেতে পারে। আপনি যদি দেখেন আগের তুলনায় সিগন্যাল কমছে, তাহলে ডিশের কোণ সামান্য ঘুরিয়ে দেখতে পারেন।

আরও পড়ুন- গ্রীষ্ম বা বর্ষাকালে দই খাওয়ার সেরা সময় কোনটা? কীভাবে মিলবে উপকার?

৩. ডিশের সামনে ফাইবারগ্লাস শিল্ড লাগান

যদি আপনার ডিশ বাড়ির দেওয়ালে বসানো থাকে, তবে ডিশের সামনে একটি ফাইবারগ্লাস বোর্ড বসান। এটি একটি জলরোধী ঢাল হিসাবে কাজ করবে এবং ডিশে জল জমা আটকাবে।

আরও পড়ুন- বর্ষায় কত তাপমাত্রায় ফ্রিজ চালালে খাবার থাকবে ফ্রেশ একেবারে টাটকা?

৪. ডিশ পজিশন বদলান

বাড়ির এমন জায়গায় ডিশ বসান যেখানে ছাদ বা ছায়া দিয়ে বৃষ্টি সরাসরি পড়ে না। শুকনো বা উচ্চতর স্থানে ডিশ ইনস্টল করুন। এতে বৃষ্টির জল সরাসরি পড়বে না, ফলে সিগন্যাল ঠিক থাকবে।

আরও পড়ুন- Google এ কোন শব্দ সার্চ করলেই চরম বিপদ? জানেন তো?

৫. কেবল কানেকশন চেক করুন

ডিশ থেকে টিভি পর্যন্ত কেবলে যদি কোনও ছিদ্র বা ছেঁড়া থাকে, তাহলে জলের কারণে সিগন্যাল বিঘ্নিত হতে পারে। কেবলগুলো চেক করুন এবং প্রয়োজনে নতুন তার লাগান।

৬. ডিশ কভার ব্যবহার করুন

বর্তমানে বাজারে বিশেষ ধরনের সিলিকন বা প্লাস্টিক কভার পাওয়া যায় যা ডিশের ওপরে বসিয়ে রাখা যায়। এটি ডিশকে জল থেকে রক্ষা করে।

৭. টেকনিশিয়ানকে ডাকুন (শেষ উপায়)

যদি উপরের সব পদ্ধতি ব্যর্থ হয়, তাহলে পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন। তারা প্রফেশনালি সিগন্যাল চেক করে ডিশ ঠিকঠাক করে দেবে।

বিশেষ পরামর্শ

  • তিন মাস অন্তর ডিশ পরিষ্কার করুন

  • ঘন বৃষ্টির এলাকায় সিগন্যাল বুস্টার ব্যবহার করতে পারেন

  • HD চ্যানেলের চেয়ে SD চ্যানেল কম বৃষ্টিতে ভালো কাজ করে—বিকল্প হিসেবে SD রাখুন

বৃষ্টির সময় টিভির সিগন্যাল চলে যাওয়া বিরক্তিকর হলেও, এটি ঠিক করার জন্য সবসময় মেকানিক ডাকার দরকার পড়ে না। একটু সচেতন হয়ে ঘরোয়া উপায় ব্যবহার করলেই আপনি টিভি সিগন্যাল আবার ঠিকঠাক করতে পারবেন। কাজেই, ঝড়-বৃষ্টিতে মন খারাপ নয়—চেষ্টা করে দেখুন, নিজেই সমাধান করুন!

rain loss TV Signal