/indian-express-bangla/media/media_files/2025/08/30/boat-launches-new-smartwatch-with-tap-and-pay-feature-currently-available-at-2-599-2025-08-30-16-23-51.jpg)
boAt Wave Fortune স্মার্টওয়াচ
BoAt Wave Fortune: বুধবার boAt সংস্থা বাজারে এনেছে তাদের সর্বশেষ boAt Wave Fortune স্মার্টওয়াচ। সংস্থার দাবি, এই স্মার্টওয়াচে একবার চার্জে টানা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করা যাবে। ঘড়িটিতে রয়েছে ১.৯৬ ইঞ্চির ডিসপ্লে, ব্লুটুথ কলিং সাপোর্ট এবং বিশেষ ট্যাপ অ্যান্ড পে ফিচার, যার মাধ্যমে ৫,০০০ টাকা পর্যন্ত কন্ট্যাক্টলেস পেমেন্ট করা যাবে।
সংস্থা জানিয়েছে, এই নতুন সুবিধা আনার জন্য বোট অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে। ব্যবহারকারীরা boAt Crest Pay অ্যাপে তাদের ক্রেডিট বা ডেবিট কার্ড লিঙ্ক করেই সরাসরি boAt Pay-এর মাধ্যমে লেনদেন করতে পারবেন।
ফিচারের দিক থেকে boAt Wave Fortune বেশ সমৃদ্ধ। এতে রয়েছে কাস্টমাইজেবল ওয়াচ ফেস স্টুডিও, ৭০০-র বেশি প্রিসেট অ্যাক্টিভিটি মোড, হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, ঘুম ও স্ট্রেস মনিটর। এছাড়াও মহিলাদের জন্য মাসিক চক্র ট্র্যাকিং সাপোর্টও দেওয়া হয়েছে।
ডিজাইনের দিক থেকেও এই স্মার্ট ওয়াচটির ডিজাইন বেশ আকর্ষণীয়। এতে রয়েছে IP68 রেটিং। ঘড়িটিতে রয়েছে 300mAh ব্যাটারি, যা প্রায় ২ ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায়।
দাম: ভারতে boAt Wave Fortune-এর দাম রাখা হয়েছে ৩,২৯৯ টাকা। তবে বিশেষ অফারে ঘড়িটি বর্তমানে মাত্র ২,৫৯৯ টাকায় boAt-এর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাক্টিভ ব্ল্যাক রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।