BSNL Recharge Plan: সামান্য টাকায় ১ বছরের বৈধতা, ডেটা-কল-SMS এর ছড়াছড়িতে বিরাট অফার

BSNL Recharge Plan: মাত্র ১,১৯৮ টাকায় বিএসএনএল (BSNL) এনেছে ১ বছরের বৈধতা-সহ রিচার্জ প্ল্যান। প্রতিমাসে ডেটা, SMS এবং ফ্রি ন্যাশনাল রোমিং-সহ মিলবে বিরাট অফার।

BSNL Recharge Plan: মাত্র ১,১৯৮ টাকায় বিএসএনএল (BSNL) এনেছে ১ বছরের বৈধতা-সহ রিচার্জ প্ল্যান। প্রতিমাসে ডেটা, SMS এবং ফ্রি ন্যাশনাল রোমিং-সহ মিলবে বিরাট অফার।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL recharge plan

BSNL Recharge Plan: বিএসএনএল রিচার্জে ঝড় তুলল ।

BSNL Recharge Plans: ভারতের সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী টেলিকম পরিষেবার চাহিদা সবসময়ই বেশ বেশি। ঠিক এই সময়ে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) নতুন এক রিচার্জ প্ল্যান এনেছে যা অনেক ব্যবহারকারীর জন্যই স্বস্তির খবর। মাত্র ক'টি টাকায় পাওয়া যাবে পুরো ১ বছরের বৈধতা। অর্থাৎ একবার রিচার্জ করলে পুরো ৩৬৫ দিন নিশ্চিন্তে ফোন ব্যবহার করা যাবে।

মূল সুবিধা

Advertisment

এই প্ল্যানের মূল সুবিধা হল, দৈনিক খরচ মাত্র ৩.৫০ টাকা। মিলবে ১ বছরের বৈধতা (৩৬৫ দিন)। প্রতিমাসে পাবেন ৩জিবি ডেটা। সঙ্গে পাবেন প্রতিমাসে ৩০টি ফ্রি এসএমএস, প্রতি মাসে ৩০০ মিনিট ফ্রি কলিং, বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সুবিধা। এই সুবিধাগুলি সেই সব ব্যবহারকারীদের জন্য যথেষ্ট, যাঁরা মোবাইল মাঝারি মানের বা হালকা ব্যবহার করেন।

আরও পড়ুন- চন্দ্রগ্রহণ কবে? কোথায় দেখা যাবে এই গ্রহণ, স্থায়ী হবে কতক্ষণ?

Advertisment

এই মোবাইল ব্যবহার শিক্ষার্থীরা, বিশেষ করে যাঁরা হালকা ব্রাউজিং, মেসেজিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাঁদের জন্য উপযুক্ত। প্রবীণ নাগরিকরা, যাঁরা শুধুমাত্র কল এবং মাঝে মাঝে এসএমএস ব্যবহার করেন, তাঁদের জন্যও ভালো। ছোট ব্যবসার মালিকরা, যাঁরা একটি সেকেন্ডারি সিম ব্যবহার করলে খরচ অনেকটাই বাঁচে, তাঁদের জন্যও ভালো। এর পাশাপাশি ভ্রমণকারী বা চাকুরিজীবী, তাঁদের জন্যও এই প্ল্যান ভালো। বিনামূল্যে রোমিংয়ের ব্যবস্থা থাকায় এই প্ল্যান সারা দেশেই নির্বিঘ্নে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন- পুজোর আগে অফারের বন্যা! ১০ হাজারের কমে পান হাই ক্যাপাসিটি ইনভার্টার

এই প্ল্যানের জন্য খরচ পড়বে ১,১৯৮ টাকা। বর্তমানে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি একের পর এক প্ল্যানের দাম বাড়াচ্ছে। যেখানে মাসিক খরচ ২০০–৩০০ টাকা পর্যন্ত, সেখানে BSNL-এর এই বার্ষিক প্ল্যানের খরচ মাসে গড়ে ১০০ টাকারও কম। সবচেয়ে বড় আকর্ষণ হল এর ফ্রি ন্যাশনাল রোমিং। দেশের যে কোনও প্রান্তে ভ্রমণ করার সময় ইনকামিং কলে অতিরিক্ত চার্জ দিতে হবে না।

আরও পড়ুন- সেরার সেরা, নজরকাড়া! কোন ৫ সেরা বাইক এবারের পুজোয় বাজার কাঁপাবে?

BSNL ধীরে ধীরে সারা ভারতে তার 4G পরিষেবা সম্প্রসারণ করছে। ফলে আগে যেখানে নেটওয়ার্ক সমস্যার কারণে ব্যবহারকারীরা দ্বিধায় ছিলেন, এখন সেখানে পরিষেবার মান উন্নত হচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, BSNL ইতিমধ্যেই ৩০ লক্ষেরও বেশি নতুন গ্রাহককে যুক্ত করেছে। এ থেকে বোঝা যায় সাধারণ মানুষের এখনও সরকারি টেলিকম কোম্পানির প্রতি আস্থা আছে।

আরও পড়ুন- পুজোর স্টক রেডি! সস্তার ফ্যামিলি কারে ধামাকা অফারে পান সেরা মাইলেজ

কেন এই প্ল্যান বিবেচনা করবেন?

কারণ, এর দীর্ঘমেয়াদী বৈধতা। প্ল্যানটি বাজেট-বান্ধব। ডেটা, কল, SMS তিন সুবিধাই একসঙ্গে পাওয়া যাবে। সেকেন্ডারি সিমের জন্য এই প্ল্যান উপযুক্ত। আর, সারাদেশে রোমিং ফ্রি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে যেখানে টেলিকম খরচ দিনকে দিন বাড়ছে, সেখানে BSNL Recharge Plan 1,198 তাই নিঃসন্দেহে একটি বড় সুবিধা। যাঁরা কম খরচে নির্ভরযোগ্য যোগাযোগ চান, তাঁদের জন্য এটি অন্যতম সেরা বিকল্প। তবে, প্রতিটি অঞ্চলে প্ল্যানের প্রাপ্যতা ভিন্ন হতে পারে। তাই সর্বশেষ তথ্য জানতে অবশ্যই BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটতম কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

Recharge Plans bsnl