/indian-express-bangla/media/media_files/2025/09/27/cats-2025-09-27-14-12-01.jpg)
প্রতিটি গ্রামে পৌঁছাল হাইস্পিড ইন্টারনেট, আত্মনির্ভর ভারতের পথে আরও এককদম, কবে চালু BSNL 5G?
দেশীয় টেলিকম সংস্থা বিএসএনএল ২৭শে সেপ্টেম্বর এক বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে। আজ, শনিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার ঝারসুগুড়া থেকে একযোগে ৯৮,০০০-এরও বেশি বিএসএনএল 4G টাওয়ার উদ্বোধন করেছেন। এই নতুন নেটওয়ার্ক দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় ভবিষ্যতে সহজেই 5G-এ আপগ্রেড করা সম্ভব হবে। এর ফলে দেশের প্রত্যেকটি গ্রামে হাইস্পিড ইন্টারনেট এবং ডিজিটাল পরিষেবা পৌঁছাবে।
এভাবেও ফেসবুক থেকে টাকা উপার্জন সম্ভব? সিক্রেট এই পদ্ধতি ৯৯%মানুষেরই অজানা
In a landmark moment for Bharat’s telecom sector, and celebrating 25 glorious years of @BSNLCorporate, PM Shri @narendramodi ji will inaugurate India’s fully indigenous 4G stack and more than 97,500 Swadeshi BSNL towers across Odisha, Andhra Pradesh, Uttar Pradesh, Maharashtra,… pic.twitter.com/CZXtKMg48L
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) September 27, 2025
বিএসএনএল-এর এই প্রকল্পে মোট আনুমানিক ৩৭,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে। এটি যৌথভাবে সি-ডট, তেজস নেটওয়ার্কস এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) দ্বারা বাস্তবায়িত হয়েছে। নতুন টাওয়ারগুলির মধ্যে অনেকগুলো সৌরশক্তিচালিত, যা পরিবেশবান্ধব প্রযুক্তির উদাহরণ স্থাপন করছে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উল্লেখ করেছেন, সরকারি প্রকল্প, অনলাইন শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ এখন গ্রামীণ এলাকায় সহজলভ্য হবে। বিশেষ করে মধ্যপ্রদেশে ৪,৬৭৯টি নতুন টাওয়ার স্থাপন করা হয়েছে, যা প্রথমবারের মতো হাজার হাজার গ্রামে মোবাইল সংযোগ পৌঁছে দেবে।
বাজেট ২০ হাজার? দেখে নিন 'পুজো স্পেশ্যাল অফারে' সেরা স্মার্টফোনের চোখধাঁধানো তালিকা
Connecting Every Indian, Empowering Every Dream!
— DoT India (@DoT_India) September 27, 2025
Hon’ble PM Shri @narendramodi unveiled India’s #Swadeshi 4G Network, a milestone in self-reliance that brings world-class telecom to every corner of Bharat.#AtmanirbharBSNL#BSNLRisingpic.twitter.com/cju3ki6Lee
বিএসএনএল-এর 4G নেটওয়ার্ককে 5G-বান্ধব করে তৈরি করা হয়েছে। সংস্থার কর্মকর্তারা আশা করছেন, বছরের শেষ নাগাদ দিল্লি এবং মুম্বাইতে বিএসএনএল 5G পরিষেবা চালু হবে। পাশাপাশি, ভারতনেট প্রকল্পের আওতায় সারা দেশে লক্ষ লক্ষ কিলোমিটার অপটিক্যাল ফাইবার পৌঁছানোর কাজও চলছে। যার ফলে প্রতিটি গ্রামে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সহজ হবে।
দেশীয় প্রযুক্তিতে তৈরি এই 4G নেটওয়ার্কের মাধ্যমে ভারত বিশ্বের কিছু নির্বাচিত দেশের মধ্যে অন্যতম হয়ে উঠেছে, যারা নিজস্ব হার্ডওয়্যার ও সফ্টওয়্যারে 4G নেটওয়ার্ক পরিচালনা করতে সক্ষম। সুইডেন, ডেনমার্ক, চিন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের এই তালিকায় নিজেদের স্থান নিশ্চিত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী এটিকে ‘আত্মনির্ভর ভারতের দিকে একটি বড় পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রী মোদীর উদ্বোধনের মাধ্যমে ৯৮ হাজার 4G সাইট একযোগে লাইভ হয়েছে। এর ফলে ৯০ মিলিয়ন ব্যবহারকারী সরাসরি উপকৃত হবেন। বিএসএনএল-এর নতুন রিচার্জ প্ল্যানগুলি বেসরকারি টেলিকম সংস্থার তুলনায় ৩০–৪০ শতাংশ সস্তা। দ্রুতগতির নেটওয়ার্কের কারণে ব্যবহারকারীরা সহজেই তাদের নম্বর বিএসএনএলে পোর্ট করতে পারবেন।
With a promise of connectivity to every corner and empowerment for every citizen, Hon’ble PM Shri Narendra Modi will inaugurate the Swadeshi 4G (5G ready) network from Odisha today. With this India joins the elite league of the world’s top 5 digital nations.
— BSNL India (@BSNLCorporate) September 27, 2025
Watch Live:… pic.twitter.com/0lE6JbjZZ4
এছাড়াও, প্রধানমন্ত্রী মোদী দেশের ৬জি নেটওয়ার্কের প্রস্তুতি নিয়েও আলোচনা করেছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে ভারতে ৬জি পরিষেবা চালু করা হতে পারে। এর ফলে ভারত হবে বিশ্বের প্রথম কিছু দেশের মধ্যে একটি যেখানে ৬জি পরিষেবা চালু হবে।