BSNL recharge plan: ফের একবার বাজারে ঝড় তুলল সরকারি টেলিকম সংস্থা BSNL! প্রতিযোগী টেলিকম সংস্থাগুলিকে জোর টেক্কা দিতে বাজারে আনল সাশ্রয়ী দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান। সংস্থার ১,৯৯৯ টাকার প্ল্যানে মিলছে ৩৬৫ দিনের বৈধতা সহ ৬০০GB ডেটা, প্রতিদিন ১০০টি SMS এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এই প্ল্যানটি দেশের সব BSNL সার্কেলে উপলব্ধ, অর্থাৎ ভারতের যেকোনও প্রান্তে এই সুবিধা পাওয়া যাবে। ফলে মাসে মাসে রিচার্জের ঝামেলা থেকে মিলবে মুক্তি।
দেশের অন্যতম সাশ্রয়ী টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা BSNL ফের একবার গ্রাহকদের জন্য নিয়ে এল দুর্দান্ত অফার। মাত্র ১,৯৯৯ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যানে এবার গ্রাহকরা পাচ্ছেন ৬০০GB ডেটা, প্রতিদিন ১০০টি SMS এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন, অর্থাৎ পুরো এক বছর মাসিক রিচার্জের কোনও ঝামেলা নেই।
এই রিচার্জ প্ল্যানটি ভারতের সমস্ত BSNL সার্কেলে উপলব্ধ এবং এর সঙ্গে যুক্ত কোনও হিডেন চার্জ নেই। একই ধরনের সুবিধা পেতে Airtel ও Jio-এর গ্রাহকদের তুলনামূলকভাবে অনেক বেশি টাকা খরচ করতে হবে। যেমন, Airtel-এর ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যানের খরচ ২,২৪৯ এবং সেখানে ডেটা সুবিধা সীমিত, আর Jio-র ১ বছরের প্ল্যানে খরচ ৩,৫৯৯—যেটি BSNL-এর তুলনায় অনেকটাই বেশি।
এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে BSNL নিয়ে এসেছে আরেকটি দুর্দান্ত অফার। মাত্র ১ টাকা রিচার্জ করেই নতুন BSNL গ্রাহকরা ৩০ দিন পর্যন্ত আনলিমিটেড কলিং, প্রতিদিন ২GB হাই-স্পিড ডেটা এবং ১০০টি SMS উপভোগ করতে পারবেন। এই অফারটি শুধুমাত্র নতুন সিমকার্ড ব্যবহারকারীদের জন্য, এবং এটি আগস্ট ১ থেকে ৩১-এর মধ্যে অ্যাকটিভেট করতে হবে।
এই দু’টি প্ল্যান BSNL-এর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিচ্ছে—গ্রাহক পরিষেবা ও খরচের ভারসাম্য বজায় রাখতে সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ।যারা দীর্ঘমেয়াদি ও সাশ্রয়ী মোবাইল পরিষেবা খুঁজছেন, তাদের জন্য BSNL-এর এই অফার নিঃসন্দেহে একটি দুর্দান্ত ডিল।