Ceiling Fan Cleaning Hacks: ধুলো ময়লার পুরু আস্তরণ মুহূর্তে হবে গায়েব! সিলিং ফ্যান হবে মুক্তোর মতো ঝকঝকে

Ceiling Fan Cleaning Hacks: ছাদে ঝুলে থাকা ফ্যান পরিষ্কার করতে আর সিঁড়ির দরকার নেই! মাত্র ৫ মিনিটে ঝকঝকে হবে ফ্যান, পুরনো বালিশের কভার, ভ্যাকুয়াম বা DIY হ্যাক দিয়ে। জানুন ৪টি সহজ কৌশল।

Ceiling Fan Cleaning Hacks: ছাদে ঝুলে থাকা ফ্যান পরিষ্কার করতে আর সিঁড়ির দরকার নেই! মাত্র ৫ মিনিটে ঝকঝকে হবে ফ্যান, পুরনো বালিশের কভার, ভ্যাকুয়াম বা DIY হ্যাক দিয়ে। জানুন ৪টি সহজ কৌশল।

author-image
IE Bangla Tech Desk
New Update
Ceiling Fan Cleaning Hacks

Ceiling Fan Cleaning Hacks: ফ্যান পরিষ্কার করার টিপস।

Ceiling Fan Cleaning Hacks: গরম হোক কিংবা বর্ষা—ভারতের প্রায় প্রতিটি ঘরেই সিলিং ফ্যান চলে সারা বছর। কিন্তু যতটা আমরা ফ্যান ব্যবহার করি, ততটা পরিষ্কার করার সময় মেলে না। ফলাফল? ব্লেডে জমে যায় মোটা ধুলোর স্তর, যা শুধু দেখতে খারাপই লাগে না, বরং বাতাসে ধুলোর পরিমাণও বাড়িয়ে দেয়। অনেকেই ভাবেন, সিলিং ফ্যান পরিষ্কার করতে গেলে তো সিঁড়ি বা টুলে উঠতেই হবে। কিন্তু আসলে তা নয়!

Advertisment

আজ আমরা জানাব ৪টি দারুণ সহজ কৌশল, যেগুলো দিয়ে আপনি সিঁড়ি ছাড়াই আপনার ফ্যান ঝকঝকে করে তুলতে পারবেন, তা-ও মাত্র ৫ মিনিটে।

আরও পড়ুন- Highway Infrastructure IPO-তে ১ ঘণ্টায় ৪ গুণ সাবস্ক্রিপশন, GMP ছুঁল ৫৭%, বিনিয়োগ করবেন?

Advertisment

১. পুরনো বালিশের কভার দিয়ে ধুলো পরিষ্কার

এটাই সবচেয়ে সহজ ও মজাদার উপায়। ঘরের একটা পুরনো বালিশের কভার নিন। এরপর ফ্যানের একটি ব্লেডের ওপর কভারটি ঢুকিয়ে দিন, যাতে ব্লেডটা পুরোপুরি কভারের মধ্যে চলে যায়। এবার আস্তে আস্তে কভারটি নিচের দিকে টানুন। ধুলো কভার-এর ভিতরেই আটকে যাবে, নীচে মেঝেতে কিছুই পড়বে না। এইভাবে প্রতিটি ব্লেড আলাদাভাবে পরিষ্কার করুন। কভার শেষে ধুয়ে ফেলুন বা ফেলে দিন।

আরও পড়ুন- BSNL, Vi, Airtel- এর ঘুম উড়িয়ে খেলা ঘোরালো Jio, লঞ্চ করল সবচেয়ে সস্তার মান্থলি রিচার্জ প্ল্যান

২. লম্বা হ্যান্ডেলের ডাস্টার বা মপ ব্যবহার করুন

বাজারে এখন পাওয়া যাচ্ছে এক্সটেন্ডেবল হ্যান্ডেল যুক্ত ডাস্টার বা মাইক্রোফাইবার মপ। এগুলোর সাহায্যে আপনি দাঁড়িয়েই ফ্যানের ব্লেডে পৌঁছে যেতে পারবেন। মাইক্রোফাইবারের কাপড় ধুলোকে ধরে রাখবে এবং চাপ দিয়ে পরিষ্কার করলে জমাট ধুলোও উঠে যাবে। ফ্যানের মোটর হাউজিংও এভাবেই পরিষ্কার করা যাবে সহজে। 

আরও পড়ুন- আগস্টেই 'খেলা হবে'! বাজার কাঁপিয়ে আসছে সেরা ৫ বাইক, ডিজাইন নজরকাড়া ফিচারও জবরদস্ত

৩. ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন

যাঁদের বাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার আছে, তাঁরা ফ্যান পরিষ্কারে সেটিকে কাজে লাগাতে পারেন। শুধু লম্বা বা ফ্লেক্সিবল অ্যাটাচমেন্টটি ব্যবহার করুন। ব্রাশ অ্যাটাচমেন্ট থাকলে আরও ভালো। ফ্যানের প্রতিটি ব্লেড আস্তে আস্তে ভ্যাকুয়াম করুন। দ্রুত ধুলো টেনে দূর করুন। 

আরও পড়ুন- বাম্পার সুযোগ! জলের দামে মিলবে একের পর এক প্রিমিয়াম স্মার্টফোন, ডিল দেখে চমকে উঠবেন

৪. DIY পদ্ধতিতে কাপড় বাঁধা লাঠি ব্যবহার

ঘরে যদি এসব কিছু না থাকে, তা-ও সমস্যা নেই। আপনার দরকার হবে একটি শক্ত লাঠি (ঝাঁটার ডাণ্ডা বা মোপ হ্যান্ডেলও চলবে)। দরকার একটা মাইক্রোফাইবার বা সুতির কাপড়। কাপড়টি একটু জল দিয়ে ভিজিয়ে শক্তভাবে লাঠির ডগায় বেঁধে নিন। এবার নীচ থেকে ফ্যানের ব্লেড মুছে নিন। ধুলো পরিষ্কারের পর ব্যবহার করুন ডাই (DIY) ক্লিনার। ঘরেই বানান স্পেশাল ফ্যান ক্লিনার

ধুলো তো গেল, এবার তেলচিটে দাগ বা স্টেইন মুছতে হবে। এর জন্য বাইরে থেকে কিছু কিনতে হবে না। ঘরেই বানিয়ে ফেলুন আপনার ন্যাচারাল ফ্যান ক্লিনার স্প্রে (Natural Fan Cleaner Spray)।

রেসিপি ১: ভিনেগার মিক্স (Vinegar Mix)

১ কাপ জলের সঙ্গে ১/২ কাপ ভিনেগার এবং ১ চা চামচ লেবুর তেল মেশান। স্প্রে বোতলে ভরে ফ্যানের ব্লেডে স্প্রে করুন। এরপর নরম কাপড়ে ব্লেড মুছে ফেলুন। 

রেসিপি ২: ডিশ লিকুইড (Dish Liquid) 

১ চা চামচ ডিশ ওয়াশ লিকুইডের সঙ্গে ২ কাপ জল মিশিয়ে কাপড় ওই মিশ্রণে ডুবিয়ে মুছে ফেলুন ব্লেড।

রেসিপি ৩: বেকিং সোডা পেস্ট (Baking Soda Paste)

২-৩ চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করে ব্লেডে লাগিয়ে কিছুক্ষণ রেখে মুছে ফেলুন।

ছাদে ঝুলে থাকা ফ্যান পরিষ্কার করাটা আর ঝামেলার কাজ নয়। সিঁড়ি ছাড়াই ঘরের সহজ জিনিস দিয়ে আপনি খুব সহজেই ঝকঝকে করে তুলতে পারেন আপনার ফ্যান, তা-ও মাত্র ৫ মিনিটে! এই টিপসগুলো ট্রাই করে দেখুন, আর আপনার পরিচ্ছন্ন ঘরের জন্য নিজেই বাহবা দিন নিজেকে।

hacks ceiling fan Cleaning