UPI Record Transactions: ডিজিটাল ইন্ডিয়ার জয়যাত্রা! দিনে দিনে বাড়ছে ভারতে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর জনপ্রিয়তা। এই আবহে ভারতে ডিজিটাল লেনদেন এক নতুন ইতিহাস সৃষ্টি করল।
গত ২ অগাস্ট অতীতের সব রেকর্ড ভেঙে, মাত্র একদিনেই ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর মাধ্যমে দেশে ৭০৭ মিলিয়ন অর্থাৎ ৭০.৭ কোটি লেনদেন হয়েছে। এই সংখ্যা শুধুমাত্র অভ্যন্তরীণ রেকর্ডই নয়, তা আমেরিকার মোট জনসংখ্যার দ্বিগুণেরও বেশি। DataReportal অনুযায়ী, আমেরিকার বর্তমান জনসংখ্যা ৩৪.২ কোটি। সেই নিরিখে ভারতে একদিনে হওয়া UPI লেনদেন অভূতপূর্ব।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর মতে, গত কয়েক বছর ধরেই ভারতে UPI ব্যবহারের পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে। ২০২৩ সালে যেখানে প্রতিদিন গড়ে ৩৫০ মিলিয়ন লেনদেন হচ্ছিল, ২০২৪ সালের আগস্ট নাগাদ তা পৌঁছায় ৫০০ মিলিয়নে। আর ২০২৫ সালের অগাস্টে তা এক লাফে পৌঁছে যায় ৭০০ মিলিয়নের ঘরে।
সরকারের পরবর্তী লক্ষ্য এখন দৈনিক ১ বিলিয়ন (১০০ কোটি) লেনদেন। দেশের ডিজিটাল পরিকাঠামো এবং ৫জি সম্প্রসারণকে ঘিরে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। বিশেষত ছোট ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্যাশলেস লেনদেনের প্রতি আগ্রহ বাড়তে শুরু করেছে।
এই অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে QR কোড ভিত্তিক পেমেন্ট সিস্টেম, সহজ ইন্টারফেস এবং গ্রামীণ এলাকাতেও দ্রুত ইন্টারনেট সংযোগ। সব মিলিয়ে, ভারত আজ বিশ্বের অন্যতম দ্রুততম ডিজিটাল অর্থনীতিতে পরিণত হয়েছে।