Electric Scooter Deals: এক চার্জেই ছুটবে ১৯৫ কিলোমিটার। ৩০ হাজার টাকা দাম কমিয়ে গাড়ির বাজারে এবার সুনামি তুলে দিল Ola S1 স্কুটার। এখন এই স্কুটার সরাসরি আমাজনে কেনা যাচ্ছে। দাম ১,৫৯,৯৯৯ টাকা হলেও আমাজনে পাওয়া যাচ্ছে ১,২৯,৯৯৯ টাকায়। মিলছে ১৯% ছাড়। যা বাজেট সচেতন ক্রেতাদের কাছে নিঃসন্দেহে ভালো সুযোগ। আমাজন জানিয়েছে, ক্রেতারা ১৫ থেকে ২০ দিনের মধ্যে এই স্কুটার ডেলিভারি পাবেন। যাঁরা একসঙ্গে টাকা দিতে পারবেন না, তাঁদের জন্য রয়েছে ৬,৩৬৫ টাকার ইএমআইয়ের সুবিধা। তবে, আরটিও বিমা চার্জ আলাদা দিতে হবে।
আরও পড়ুন- এই প্রোটিন ব্লক করলে বাড়তে পারে আয়ু, জানুন নতুন গবেষণার ফলাফল
ওলার ওয়েবসাইটে আরও ভালো ছাড়
ওলার ওয়েবসাইটে আবার এই মডেলটির দাম হল ১,১৭,৯৯৯ টাকা। সেখানে মূল দামের ওপর ২৬% ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকরা সেখানে প্রত্যেক মাসে ৩,২৯৯ টাকার ইএমআইয়ে বৈদ্যুতিক স্কুটারটি কিনতে পারছেন। এই ইএমআই কিন্তু, এক্স শোরুমের দামের ওপর ভিত্তি করে। একথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। আরটিও এবং বিমার টাকা যোগ করলে দামটা অবশ্য একটু বেশি হবে।
আরও পড়ুন- মুম্বইয়ের পর দেশে দ্বিতীয় শোরুম, কোন রাজ্যে খুলতে চলেছে প্রিমিয়াম Tesla শো'রুম?
ব্যাটারি এবং স্পিড আপগ্রেড
নতুন Ola S1 Pro Gen 2 প্ল্যাটফর্মে আবার আগের মডেলের চেয়ে বেশ কিছু আপগ্রেড করা হয়েছে। আগের মডেলের মত এটিতে 4kWh ব্যাটারি প্যাক আছে। তবে, রয়েছে উন্নত পাওয়ারপ্যাক। আগের সংস্করণে 8.5kW পিক পাওয়ার প্যাক করে থাকলেও, Gen 2-তে রয়েছে আরও শক্তিশালী 11kW পিক পাওয়ার। এই পাওয়ার বাম্পের জন্য নতুন মডেলটি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে উঠতে এটি সময় নেয় মাত্র ২.৬ সেকেন্ড। আগে এটাই ছিল ২.৯ সেকেন্ড।
আরও পড়ুন- বর্ষার দুপুরে খান গরম গরম ডিম ভুনা খিচুড়ি! ঘরে বসেই বানান সুস্বাদু স্পেশাল খাবার
হালকা এবং পাওয়ার বিল্ড
Gen 2-এর ওজন এবং তারের পরিমাণও বেশ কম। এতে এখন ৫টি ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট (ECU) আছে। Gen 1-এর সেখানে ছিল ১০টি ইউনিট। ভিতরে তারের সংখ্যা ৪০% কমেছে। স্কুটারের ওজন কমেছে ৮%।
আরও পড়ুন- চুল পাকা ও পড়া আটকাতে ব্যবহার করুন এই হেয়ার সিরাম, বানান বাড়িতেই!
চার্জিংয়ের সময়
আপডেট হওয়া S1 Pro Gen 2 একবার ফুল চার্জে ১৯৫ কিলোমিটার ছুটতে পারে। ব্যাটারিটি প্রায় ৭ ঘন্টা ৪০ মিনিটে পুরো চার্জড হয়ে যায়। বিভিন্ন টাইপের রাইড মোড আছে। সেগুলো হল- ইকো, নরমাল, স্পোর্টস এবং হাইপার। ফলে, এতে চেপে যাতায়াত করতে পারবেন নিশ্চিন্তে।