/indian-express-bangla/media/media_files/2025/08/06/bsnl-recharge-plan-2025-08-06-14-31-09.jpg)
ঝড় তুলল BSNL!
BSNL: BSNL-এর বিশেষ অফার! ঘুম উড়ল Jio-Airtel-এর! ৩ মাসের জন্য বিনামূল্যে কী কী পরিষেবা পাবেন?
সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ফের গ্রাহকদের জন্য নিয়ে এল দুর্দান্ত অফার। এবার ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা করল সংস্থা। নতুন অফারের আওতায় গ্রাহকরা প্রথম মাস একেবারেই বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা পাবেন। শুধু তাই নয়, এর পরবর্তী তিন মাসের জন্যও মাসিক ট্যারিফে বিশেষ ছাড় দেওয়া হবে। অর্থাৎ, মোট চার মাস ধরে সাশ্রয়ী দামে ডেটা ও কলিং সুবিধা ভোগ করতে পারবেন গ্রাহকরা।
আরও পড়ুন- স্মার্টফোনপ্রেমীদের জন্য বিরাট সুখবর! Oppo-এর সবচেয়ে বড় ধামাকা, তৈরি থাকুন
কোন কোন প্ল্যানে মিলবে ছাড়?
BSNL জানিয়েছে, এই অফারটি Fiber Basic এবং Fiber Basic Neo প্ল্যানের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য। ফাইবার বেসিক প্ল্যানের দাম ৪৯৯ টাকা হলেও এই বিশেষ অফারে মাসে ১০০ টাকা ছাড় মিলবে। ফলে গ্রাহকরা মাত্র ৩৯৯ টাকাতেই এটি ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে ৬০ এমবিপিএস পর্যন্ত স্পিড ও ৩,৩০০ জিবি ডেটা পাওয়া যাবে। নির্ধারিত ডেটা শেষ হলে ইন্টারনেট স্পিড নেমে আসবে ৪ এমবিপিএসে।
আরও পড়ুন-পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশে প্রথমবারের মত কী খেয়েছিলেন মহাকাশচারীরা, জানলে চমকে যাবেন
অন্যদিকে, ফাইবার বেসিক নিও প্ল্যানের দাম ৪৪৯ টাকা। এই প্ল্যানে ৫০ এমবিপিএস স্পিড ও ৩,৩০০ জিবি ডেটার সুবিধা দেওয়া হচ্ছে। অফারের ফলে গ্রাহকরা এখানে ৫০ টাকা ছাড় পাবেন। অর্থাৎ, এই প্ল্যানও মাসে মাত্র ৩৯৯ টাকায় ব্যবহার করা যাবে।
আনলিমিটেড কলিংয়ের সুবিধা
ডেটার পাশাপাশি উভয় প্ল্যানেই আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিংয়ের সুবিধা থাকছে। প্রথম মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা, এরপর তিন মাসে ছাড়—এই পুরো অফারটি নিঃসন্দেহে বিএসএনএল গ্রাহকদের জন্য বড়সড় সুযোগ হয়ে উঠতে চলেছে।