Advertisment

৩০০ দিন রিচার্জের ঝামেলা থেকে মুক্তি! পুজোর আগে বেস্ট প্ল্যান

BSNL Best Plan: Jio, Airtel এবং Vi-কে কঠিন প্রতিযোগিতা দিতে, BSNL ক্রমাগত নতুন নতুন অফার নিয়ে আসছে। কোম্পানির সস্তা প্ল্যানের সুবিধা নিতে লক্ষ লক্ষ লোক তাদের নম্বর BSNL-এ পোর্ট করেছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
bsnl cheapest plan with 300 days validity

৩০০ দিন থাকুন টেনশন ফ্রি!

BSNL Best Plan: BSNL-এর এই প্ল্যান জিও-এয়ারটেলের টেনশন বাড়িয়েছে। 300 দিন রিচার্জ করতে হবে না গ্রাহকদের। BSNL তার তালিকায় এমন একটি রিচার্জ প্ল্যান যুক্ত করেছে যা ইউজারদের একবারে 300 দিনের জন্য রিচার্জের ঝামেলা থেকে মুক্তি দেয়।

Advertisment

মাইলেজ নিয়ে নো টেনশন! নতুন বাইকে জমে উঠুক এবারের পুজো

সস্তার প্ল্যানে বাজারে তোলপাড় ফেলল BSNL

Jio, Airtel এবং Vi-কে কঠিন প্রতিযোগিতা দিতে, BSNL ক্রমাগত নতুন নতুন অফার নিয়ে আসছে। কোম্পানির সস্তা প্ল্যানের সুবিধা নিতে লক্ষ লক্ষ লোক তাদের নম্বর BSNL-এ পোর্ট করেছেন। বেসরকারি সংস্থাগুলির রিচার্জ প্ল্যানগুলি ব্যয়বহুল হয়ে যাওয়ার পরে, মোবাইল ব্যবহারকারীদের কাছে সস্তার প্ল্যানের জন্য শুধুমাত্র বিএসএনএল বিকল্প রয়েছে। BSNL এখন তার তালিকায় একটি রিচার্জ প্ল্যান অন্তর্ভুক্ত করেছে যা Jio, Airtel এবং VI-এর উত্তেজনা বাড়িয়েছে।

চোখ তুলে তাকাবে না চিন-পাকিস্তান, MQ-9B ড্রোন আসছে ভারতের হাতে

আসলে BSNL তার প্ল্যানের তালিকা আপগ্রেড করেছে। ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে কোম্পানি তার তালিকায় নিয়ে এসেছে এক যুগান্তকারী প্ল্যান। যাতে বেসরকারি টেলিকম সংস্থাগুলির ঘুম উড়েছে।  BSNL এখন তার ব্যবহারকারীদের সর্বনিম্ন মূল্যে 300 দিনের বৈধতা অফার করছে। 

সরকারি টেলিকম কোম্পানি 300 দিনের বৈধতার সঙ্গে নিয়ে এসেছে সবচেয়ে সস্তার প্ল্যান।   BSNL সম্প্রতি তার তালিকায় 797 টাকার একটি শক্তিশালী প্ল্যান অন্তর্ভুক্ত করেছে। এতে কোম্পানি কোটি কোটি ব্যবহারকারীকে 300 দিনের মেয়াদ দিচ্ছে।

কীভাবে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরবেন সুনিতা? জানলে চমকে যাবেন

BSNL-এর এই 797 টাকার প্ল্যানের মাধ্যমে আপনি 300 দিনের জন্য যেকোনো নেটওয়ার্কে সীমাহীন ফ্রি কল করতে পারবেন। আপনি একবারে বারবার রিচার্জ প্ল্যান নেওয়ার ঝামেলা থেকে মুক্ত। এই প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী মূল্যের যাঁদের আরও ডেটা প্রয়োজন৷ BSNL প্ল্যানের প্রথম 60 দিনের জন্য গ্রাহকদের প্রতিদিন 2GB ডেটা অফার করে। ডেটার মতো, আপনাকে প্রথম 60 দিনের জন্য প্রতিদিন 100টি বিনামূল্যে SMS দেওয়া হয়।

মারকাটারি প্ল্যান! এবার পান ৬০০ জিবি ডেটা, শোরগোল ফেলল BSNL

BSNL JiO BSNL recharge plan bsnl Check BSNL Network
Advertisment