MQ-9B Drone: প্রতিরক্ষা খাতে ডানা মেলে উড়তে চলেছে ভারত। এমন এক শক্তি ভারতের হাতে আসতে চলেছে যাতে ভয়ে বুক কেঁপে উঠেছে চিন-পাকিস্তানের। আমেরিকা থেকে ৩১ টি MQ-9B ড্রোন আসতে চলছে ভারতের হাতে। মিডিয়া রিপোর্ট অনুসারে, মোট ড্রোনগুলির মধ্যে ১৫ টি ড্রোন ভারতীয় নৌবাহিনীকে দেওয়া হবে, বাকি ১৬টি ড্রোন সেনা ও বিমান বাহিনীকে দেওয়া হবে। জানা যাচ্ছে ২০২৬ সালে ড্রোনগুলি ভারতের হাতে এসে পৌঁছাবে। MQ-9B ড্রোনে কী এমন আছে যাতে রাতের ঘুম উড়েছে পাকিস্তান-চিনের?
কীভাবে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরবেন সুনিতা? জানলে চমকে যাবেন
কী কী বৈশিষ্ট্য রয়েছে অত্যাধুনিক এই ড্রোনে?
এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এমকিউ-৯বি ড্রোনটি তৈরি করেছে জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেমস (জিএ-এএসআই)। এটি MQ-9 "রিপার" এর একটি রূপ, যা মার্কিন বিমান বাহিনী ব্যবহার করে। MQ-9B দীর্ঘ সময়ের জন্য দীর্ঘ উচ্চ উচ্চতায় উড়ে যেতে পারে। রিপোর্ট অনুসারে, এই ড্রোনটি ৪০ হাজার ফুটের বেশি উচ্চতায় ৪০ ঘণ্টা একটানা উড়তে পারে। ভারত-চিন সীমান্তে নজরদারির জন্য এই বিশেষ প্রযুক্তির ড্রোনকে কাজে লাগানো হবে বলেই জানা গিয়েছে।
নামমাত্র খরচে পান দুর্দান্ত রেঞ্জ, ই-লুনার ফিচার্স চমকে দেবে
নজরদারির পাশাপাশি এই ড্রোনগুলি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। দীর্ঘ উচ্চতা থেকেই লক্ষ্যবস্তুতে আঘাত হেনে তা গুঁড়িয়ে দিতে পারে এই ড্রোন । এটি সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ কাজে আসবে। নজরদারিতে ব্যবহার করা যেতে পারে। এটি সাবমেরিনের সাথে যুদ্ধে ব্যবহার করা যেতে পারে।
মারকাটারি প্ল্যান! এবার পান ৬০০ জিবি ডেটা, শোরগোল ফেলল BSNL
MQ-9B এর বিশেষত্ব হল এটি নিজে থেকে টেক অফ এবং ল্যান্ড করতে পারে। এটি দিনে বা রাতে যেকোনো সময় উড়তে পারে। 5670 কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারে এই ড্রোন। এবং 2771 কেজি জ্বালানি নিয়ে উড়তে পারে।
বর্ষায় স্টার্ট নিচ্ছে না বাইক, নিমেষেই সমস্যার সমাধান