Ganesh Chaturthi 2024, Puja Timing: আগামীকাল গণেশ চতুর্থী! চলতি বছর এই পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল অর্থাৎ ৭ সেপ্টেম্বর। যদিও আজ ৬ সেপ্টেম্বর থেকে পড়েছে পুজোর তিথি। শুক্রবার দুপুরে ৩ টে ০১ মিনিট থেকে এই পুজোর চতুর্থী তিথি পড়ছে। শেষ হচ্ছে ৭ সেপ্টেম্বর বিকেল ৫ টা ৩৭ মিনিটে। গণেশ চতুর্থীর এই শুভ সময়ে মূর্তি স্থাপন করুন!
চটজলদি ফিরে পান হারানো সামগ্রী! মুসকিল আসানে দুরন্ত উদ্যোগ ভারতীয় রেলের
জানুন গণেশ চতুর্থীর গুরুত্ব
হিন্দু ধর্মে গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের মূর্তি স্থাপনের বিশেষ তাৎপর্য রয়েছে। মূর্তি স্থাপনের জন্য শুভ সময় এবং আচার-অনুষ্ঠান মেনে চলার মাধ্যমে, ভক্তরা ভগবান গণেশের বিশেষ আশীর্বাদ পান এবং জীবনের যাবতীয় ঝামেলা থেকে মুক্তি পান। হিন্দু ধর্মে, প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ উত্সব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। এই গণেশ উৎসবের সময়, তারিখ, শুভ সময়, মূর্তি স্থাপনের সময় জানা খুবই গুরুত্বপূর্ণ।
Vivo T3 Ultra: স্মার্টফোনের বাজারে 'বিস্ফোরণ'! 24GB RAM সহ দুর্দান্ত স্মার্টফোন আনছে Vivo
গণেশ চতুর্থী তিথি এবং শুভ সময়
গণেশ চতুর্থী তিথি ৬ সেপ্টেম্বর দুপুর ৩.০১ মিনিটে শুরু হবে এবং তারপর ৭ সেপ্টেম্বর বিকাল ৫.৩৭ মিনিটে শেষ হবে। তিথি অনুসারে, গণেশ চতুর্থীর দিন অর্থাৎ ৭ সেপ্টেম্বর ভগবান গণেশের মূর্তি স্থাপন করা অত্যন্ত শুভ। প্রতিমা স্থাপনের শুভ সময় সকাল ১১.০৪ থেকে দুপুর ১.৩৪ টা পর্যন্ত। এ
উত্তর বা পূর্ব দিকে মূর্তি স্থাপন করুন।
যাত্রী স্বার্থে যুগান্তকারী পদক্ষেপ, টিকিট বুকিং এখন আরও সহজ!
গণেশ চতুর্থীর গুরুত্ব
বিশেষ এইউ দিনে ভগবান গণেশের আরাধনা করলে জীবন থেকে সকল বাধা বিপত্তি দূর হয় এবং জীবনে সফলতা পাওয়া যায়। গণেশ চতুর্থী নতুন কাজ শুরু করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গণেশ চতুর্থীর সঙ্গে জড়িয়ে আছে অনেক পৌরাণিক কাহিনী। যা এই উত্সবটিকে আরও বিশেষ করে তোলে।
মুখ্যমন্ত্রী সহ কলকাতা পুলিশ কমিশনের পলিগ্রাফ পরীক্ষার দাবি, সংস্কারের চিঠি ঘিরে আসরে বিজেপি