/indian-express-bangla/media/media_files/2025/11/05/bsnl-prepaid-plan-validity-reduced-data-benefits-november-2025-2025-11-05-16-18-43.jpg)
একাধিক প্রিপেড প্ল্যানের বৈধতা কমে গেল, ফের দাম বাড়বে?
Recharge Plan: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) সম্প্রতি তাদের একাধিক সাশ্রয়ী প্রিপেইড রিচার্জ প্ল্যানের বৈধতা কমিয়েছে। ফলে বিপাকে পড়েছেন লাখো ইউজার। এর ফলে এখন গ্রাহকদের আগের তুলনায় আরও ঘন ঘন রিচার্জ করতে হবে। যদিও কিছু প্ল্যানে ডেটার সুবিধা বাড়ানো হয়েছে, তবে মেয়াদ কম করার কারণে ব্যবহারকারীদের খরচের বোঝা বাড়বে।
বিএসএনএলের মোট সাতটি জনপ্রিয় প্ল্যান— ১,৪৯৯, ৯৯৭, ৮৯৭, ৫৯৯, ৪৩৯, ৩১৯ এবং ১৯৭ টাকার বৈধতার মেয়াদ কমিয়েছে সংস্থা। চলুন জেনে নেওয়া যাক প্রতিটি প্ল্যানে এখন থেকে কি কি সুবিধা পাবেন ইউজাররা?
১,৪৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানের বৈধতা আগে ছিল ৩৩৬ দিন, কিন্তু এখন কমিয়ে ৩০০ দিন করা হয়েছে। অর্থাৎ ব্যবহারকারীরা ৩৬ দিনের কম বৈধতা পাবেন। তবে, আগে যেখানে ২৪ জিবি ডেটা দেওয়া হত, এখন তা বাড়িয়ে ৩২ জিবি করা হয়েছে। আনলিমিটেড কলিং সুবিধা আগের মতোই থাকবে।
৯৯৭ টাকার প্ল্যান
এই প্ল্যানের মেয়াদ আগে ছিল ১৬০ দিন, এখন তা কমে ১৫০ দিন হয়েছে। ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০টি এসএমএস, এবং আনলিমিটেড কলিং সুবিধা পাবেন।
৮৯৭ টাকার প্ল্যান
আগে এই প্ল্যানের বৈধতা ছিল ১৮০ দিন, এখন তা কমিয়ে ১৬৫ দিন করা হয়েছে। শুধু তাই নয়, আগে ৯০ জিবি ডেটা পাওয়া যেত, এখন তা কমে ২৪ জিবি হয়েছে। আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএস সুবিধা অপরিবর্তিত রয়েছে।
৫৯৯ টাকার প্ল্যান
বিএসএনএল এই প্ল্যানের মেয়াদ ৮৪ দিন থেকে কমিয়ে ৭০ দিন করেছে। ডেটা সুবিধা আগের মতোই প্রতিদিন ৩ জিবি, সঙ্গে আনলিমিটেড কলিং ও ১০০টি এসএমএস প্রতিদিন। মেয়াদ কমে যাওয়ায় এই প্ল্যানও এখন তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে উঠেছে।
৪৩৯ টাকার প্ল্যান
আগে এই প্ল্যানের বৈধতা ছিল ৯০ দিন, এখন তা কমে ৮০ দিন হয়েছে। আনলিমিটেড কলিং ও ৩০০টি এসএমএস সুবিধা দেওয়া হচ্ছে, তবে কম মেয়াদে তা কম আকর্ষণীয় হয়ে উঠেছে।
৩১৯ টাকার প্ল্যান
এই জনপ্রিয় স্বল্পমূল্যের প্ল্যানের বৈধতা ৬৫ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে। সুবিধার মধ্যে রয়েছে ১০ জিবি ডেটা ও ৩০০টি এসএমএস।
১৯৭ টাকার প্ল্যান
সাশ্রয়ী মূল্যের এই প্ল্যানের বৈধতা আগে ছিল ৫৪ দিন, যা এখন ৪৮ দিন করা হয়েছে। এতে ৪ জিবি ডেটা ও ১০০টি এসএমএস দেওয়া চ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বিএসএনএলের এই পরিবর্তন ব্যবহারকারীদের জন্য বাড়তি বোঝার কারণ হতে পারে, কারণ এখন তাদের আরও ঘন ঘন রিচার্জ করতে হবে। যদিও সংস্থা বলছে, উন্নত নেটওয়ার্ক ও অতিরিক্ত ডেটা সুবিধা দিয়ে তারা প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখার চেষ্টা করছে।
আরও পড়ুন- ২ লিটারে পাবেন ১৭০ কিমির অনবদ্য মাইলেজ, নামিদামি কোম্পানির এই সিএনজি স্কুটারটি বাজার কাঁপাবে
ভারতীয় ইউজারদের জন্য সুখবর! বিরাট অফার ChatGPT Go-র
আরও কমল খাটনি! এবার নোট লিখবে AI, বহুভাষায় ভয়েস সার্চ, অনুবাদ এখন জলভাত!
৬ টাকার কম খরচে দৈনিক আনলিমিটেড কলিং, ডেটা, তোলপাড় ফেলা অফারে বাজার গরম করল Jio
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us