Recharge Plan: BSNL, Vi, Airtel- এর ঘুম উড়িয়ে খেলা ঘোরালো Jio, লঞ্চ করল সবচেয়ে সস্তার মান্থলি রিচার্জ প্ল্যান

Recharge Plan: Mukesh Ambani’র Reliance Jio নতুন ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান এনেছে, যেখানে মিলবে ২৮ দিনের বৈধতা, আনলিমিটেড কল, ২GB ডেটা আর ৩০০ SMS।

Recharge Plan: Mukesh Ambani’র Reliance Jio নতুন ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান এনেছে, যেখানে মিলবে ২৮ দিনের বৈধতা, আনলিমিটেড কল, ২GB ডেটা আর ৩০০ SMS।

author-image
IE Bangla Tech Desk
New Update
 JioTV + JioCinema Premium

Recharge Plan: বাজারে রিলায়েন্স জিও-র ১৮৯ টাকার প্ল্যান।

Recharge Plan: ভারতের টেলিকম দুনিয়ায় ফের আলোড়ন তুলেছেন মুকেশ আম্বানি। Reliance Jio নিয়ে এসেছে একটি নতুন সস্তা রিচার্জ প্ল্যান– মাত্র ১৮৯ টাকায়। যেখানে ২৮ দিনের বৈধতা-সহ আনলিমিটেড কলিং, ৩০০ SMS এবং মোট ২GB ইন্টারনেট ডেটা মিলবে। এই নতুন প্ল্যানটি এমন গ্রাহকদের জন্য, যাঁরা মোবাইল নম্বরটি শুধু চালু রাখতে চান এবং কলিংই মূল উদ্দেশ্য। এটি BSNL এবং Vi-এর জন্য বড় হুমকি হিসেবে দেখা যাচ্ছে।

Advertisment

Jio ১৮৯ টাকার প্ল্যানে কী থাকছে?

নীচে বিস্তারিত দেখুন:

Advertisment
ফিচার বিবরণ
দাম ১৮৯ টাকা
বৈধতা ২৮ দিন
কলিং আনলিমিটেড
SMS ৩০০ টি
ইন্টারনেট মোট ২GB
অতিরিক্ত JioTV, JioAICloud অ্যাক্সেস

এই প্ল্যানটি তাঁদের জন্য আদর্শ, যাঁরা প্রধানত কলিং সুবিধা চান এবং সিম সচল রাখতেই রিচার্জ করেন।

আরও পড়ুন- Airtel, Vi নাকি Jio? সবচেয়ে সস্তার 5G প্ল্যানে সেরা কোন সংস্থা?

BSNL ও Vi-র জন্য সংকেত

যদিও BSNL এবং Vi কম দামে প্ল্যান দেয়, তারা কিন্তু প্রধানত low ARPU (Average Revenue Per User) গ্রাহকদের টার্গেট করে। তবে Jio তাদের ১৮৯ টাকার প্ল্যানটি এমনভাবে সাজিয়েছে, যা সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি শহর ও গ্রামাঞ্চলের মধ্যবিত্ত শ্রেণিরও মন জয় করতে সক্ষম হবে।

আরও পড়ুন- চুল পাকা ও পড়া আটকাতে ব্যবহার করুন এই হেয়ার সিরাম, বানান বাড়িতেই!

অন্যদিকে BSNL-এর নতুন চমক – SIM-less 5G FWA

একই সময়ে BSNL তাদের Quantum 5G FWA (Fixed Wireless Access)-এর সফট লঞ্চের কথা ঘোষণা করেছে। এই নতুন পরিষেবায় ব্যবহারকারীর আর সিম কার্ড লাগবে না! BSNL-এর Direct-to-Device (D2D) প্ল্যাটফর্মের মাধ্যমে CPE (Customer Premises Equipment) নিজে নিজেই নেটওয়ার্কে যুক্ত হয়ে যাবে। এটি ভারতীয় প্রযুক্তিতে তৈরি এবং BSNL-ই প্রথম ভারতীয় টেলিকম অপারেটর, যারা প্রোডাকশন-গ্রেড SIM-less 5G চালু করল।

আরও পড়ুন- আগস্টেই 'খেলা হবে'! বাজার কাঁপিয়ে আসছে সেরা ৫ বাইক, ডিজাইন নজরকাড়া ফিচারও জবরদস্ত

বাজারে কী প্রভাব পড়তে পারে?

Jio-এর ১৮৯ টাকার নতুন প্ল্যান মূলত নিম্ন-মধ্যবিত্ত গ্রাহকদের জন্য একটি বড় রিলিফ। যাঁরা শুধু কল করার জন্য সিম ব্যবহার করেন, অথবা বিকল্প নম্বর সচল রাখতে চান, তাঁদের জন্য এটি একটি পারফেক্ট প্ল্যান। এই মূল্যসীমায় Vi বা BSNL-ও একই রকম অফার দিলেও, Jio-এর বিশ্বস্ত নেটওয়ার্ক, অ্যাপ সাপোর্ট এবং একটিভ ইউজার বেস অনেক বড় ফ্যাক্টর।

আরও পড়ুন- বাম্পার ডিসকাউন্টে বাজারে তুমুল আলোড়ণ! মাত্র ১১ হাজারে JioBook 11 কেনার দুর্দান্ত সুযোগ

ARPU বাড়ানোর দিকে ফোকাস করছে টেলিকম সেক্টর

বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালে পরবর্তী ট্যারিফ হাইক আসতে পারে। তার আগে টেলিকম কোম্পানিগুলো চায় বেশি ইউজার ধরে রাখতে, বিশেষ করে কম খরচে যাঁরা দীর্ঘমেয়াদে গ্রাহক থাকেন, তাঁদের ধরে রাখতে Jio-এর এই স্ট্র্যাটেজি।

সব মিলিয়ে বলতে গেলে, Reliance Jio-এর ১৮৯ টাকার নতুন প্ল্যান শুধুমাত্র একটি রিচার্জ প্ল্যান নয়, এটি ভারতের টেলিকম বাজারে একটি কৌশলগত চাল। BSNL-এর SIM-less 5G ঘোষণার সঙ্গেও এর সময়গত মিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন দেখার বিষয়, Vi এবং BSNL কীভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করে। আপনি যদি এখনও এই প্ল্যান সম্পর্কে না জানেন, তাহলে এটি আপনার জন্য জানার  পারফেক্ট সময়। আর, এই প্ল্যানে সিম সচল রাখুন কম খরচে, বেশি সুবিধায়।

plan recharge