হুড়মুড়িয়ে কমল গাড়ির দাম, হাজার হাজার টাকা কমে চারচাকা কেনার আকর্ষণীয় সুযোগ

নতুন জিএসটি স্ল্যাব বাস্তবায়নের পর, মারুতি এস-প্রেসো এখন ভারতের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়ি হয়ে উঠেছে। এই গাড়ির পাশাপাশি, Alto K10, Kwid, Tiago এবং Celerioও কম দামে বাজারে পাওয়া যাচ্ছে।

নতুন জিএসটি স্ল্যাব বাস্তবায়নের পর, মারুতি এস-প্রেসো এখন ভারতের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়ি হয়ে উঠেছে। এই গাড়ির পাশাপাশি, Alto K10, Kwid, Tiago এবং Celerioও কম দামে বাজারে পাওয়া যাচ্ছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
maruti-s-presso-to-tata-tiago

হুড়মুড়িয়ে কমল গাড়ির দাম, হাজার হাজার টাকা কমে চারচাকা কেনার আকর্ষণীয় সুযোগ

আজ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে নতুন জিএসটি স্ল্যাব। এর পর থেকেই বাজারে গাড়ির দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। আপনি যদি পুজোয় নতুন গাড়ি কিনে পরিবারের সঙ্গে উৎসবের ভরপুর আনন্দ উপভোগ করতে চান তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। 

Advertisment

কম বাজেট, হাই পারফরম্যান্স! ৫০,০০০ টাকার মধ্যে কোন ল্যাপটপগুলি পড়াশোনা, বিনোদনে সেরা?

নবরাত্রির প্রথম দিনেই সস্তা হল গাড়ির দাম।  একসময় দেশের সবচেয়ে সস্তা গাড়ির তালিকায় প্রথমেই ছিল মারুতি অল্টো কে১০-এর নাম, তবে এখন সেই স্থান দখল করেছে  মারুতি এস-প্রেসো। নতুন দামের তালিকা অনুযায়ী মারুতি এস-প্রেসোর STD (O) ভেরিয়েন্টের দাম কমে দাঁড়িয়েছে মাত্র ৩.৪৯ লক্ষ টাকা, যা আগে ছিল ৪.২৬ লক্ষ টাকা । প্রায় ১৮ শতাংশ দামের পতনের ফলে গ্রাহকরা পাচ্ছেন প্রায় ৭৬,৬০০টাকার সাশ্রয়। এভাবেই এটি দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়ি হয়ে উঠেছে।

Advertisment

অন্যদিকে, মারুতি অল্টো কে১০ এখন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এর STD (O) ভেরিয়েন্টের দাম ৪.২৩ লক্ষ থেকে নেমে হয়েছে ৩.৬৯ লক্ষ টাকা।  ফলে ক্রেতারা পাচ্ছেন ৫৩,১০০ সাশ্রয়। নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং কম দামের জন্য অল্টো কে১০ এখনও গ্রাহকদের কাছে জনপ্রিয়। 

ChatGPT-তে ভুলেও এই সাত কাজ করবেন না, ভয়ঙ্কর বিপদ আসতে পারে আপনার জীবনে

তৃতীয় স্থানে রয়েছে রেনল্ট কুইড। এর 1.0 RXE ভেরিয়েন্টের দাম ৪.৬৯ লক্ষ থেকে কমে হয়েছে ৪.২৯ লক্ষ টাকা। প্রায় ৪০,০০০ টাকা সাশ্রয়ের ফলে SUV-স্টাইলের এই গাড়িটি বাজেট সেগমেন্টে আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে। 

টাটা টিয়াগো এখন দেশের চতুর্থ সস্তা গাড়ি। পূর্বে XE ভেরিয়েন্টের দাম ছিল ৪.৯৯ লক্ষ টাকা, কিন্তু নতুন জিএসটি স্ল্যাবের পর দাম কমে হয়েছে ৪.৫৭ লক্ষ টাকা । গ্রাহকরা প্রায় ৪২,৫০০ টাকার  সাশ্রয় পাচ্ছেন। দুর্দান্ত ফিচার, আধুনিক লুকের কারণে টিয়াগো গ্রাহকদের কাছে যথেষ্ট আকর্ষণীয়।

Bikes Under 1 Lakh: জিএসটি কমার পর আরও সাশ্রয়ী হল জনপ্রিয় সেরা বাইক, এক লাখের কমে এত অপশন?

সবশেষে, মারুতি সেলেরিওর দামেও বড়সড় কাটছাঁট হয়েছে। LXI ভেরিয়েন্ট, যা আগে ছিল ৫.৬৪ লক্ষ টাকা, এখন পাওয়া যাচ্ছে মাত্র ৪.৬৯ লক্ষ টাকায়। গ্রাহকরা পাবেন ৯৪,১০০ টাকার সাশ্রয় হবে। 

উল্লেখযোগ্যভাবে, নতুন জিএসটি স্ল্যাব কার্যকর হওয়ার পর দেশের সস্তা গাড়ির তালিকায় পরিবর্তন এসেছে। এখন ৫ লক্ষ টাকারও কম দামে মারুতি এস-প্রেসো, অল্টো কে১০, রেনল্ট কুইড, টাটা টিয়াগো এবং মারুতি সেলেরিওর মতো গাড়ি বাজারে পাওয়া যাচ্ছে। ফলে বাজেটের মধ্যে গাড়ি কিনতে ইচ্ছুক গ্রাহকদের জন্য এটাই সেরা সময়।

আইফোন-স্যামসাং-এ চার্জার নেই কেন? জানুন, প্রিমিয়াম স্মার্টফোন থেকে চার্জার সরানোর আসল কারণ

Car GST