Advertisment

Realme X50 Pro নাকি iQOO 3, পয়সা উসুল হবে কোন ফোনে?

দুই ফোনের স্ক্রিনের সাইজ ৬.৪৪ ইঞ্চি। FHD+ সুপার AMOLED স্ক্রিন সঙ্গে HDR10+, পাঞ্চ হোল সেলফি ক্যামেরা পাবেন আপনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রথমত, দুটি ফোনই ফাইভ জি। দামও কাছাকাছি। এখন দেখার বিষয় ফোনের কোন কোন ফিচার আপনার প্রয়োজন মেটাবে।

Advertisment

ফোন দ্রুত গতিতে ব্যবহার করতে প্রয়োজন হয় র‌্যাম ও প্রসেসরের। Realme X50 ProiQOO 3 উভয় ফোনেই রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর। এই প্রসেসরের সঙ্গে ৮জি র‌্যাম ব্যবহার করলে দ্রুত গতিতে ব্যবহার করতে পারবেন ফোন। কিন্তু দামের দিক দিয়ে দেখতে গেলে রিয়েলমি ফোনেটির দাম অনেকটাই বেশি। সেক্ষেত্রে iQOO 3 কেনা মধ্যবিত্তের জন্য যথাযথ। অন্যদিকে, iQOO 3 ফোনটির থেকে Realme X50 Pro এর ৬ জিবি র‌্যামের মডেলের দাম বেশি।

দুই ফোনের স্ক্রিনের সাইজ ৬.৪৪ ইঞ্চি। FHD+ সুপার AMOLED স্ক্রিন সঙ্গে HDR10+, পাঞ্চ হোল সেলফি ক্যামেরা পাবেন আপনি। তবে,iQOO 3 স্ক্রিনের রিফ্রেস রেট ৩০Hz বেশি। অতএব, Realme X50 Pro ফোনের স্ক্রিনের থেকে iQOO 3 অনেকটাই উন্নত।

publive-image Realme x50 pro

আরও পড়ুন:ফাইভ-জি তো দূর, ফোর-জি আনতেই সরকারের সঙ্গে লড়ছে বিএসএনএল

ফোনের ক্যামেরা কেমন? এই প্রশ্নের উত্তর মন মতো হলেই সেই ফোনের প্রতি ঝোঁক বেড়ে যায় গ্রাহকদের। এক্ষেত্রে Realme X50 Pro বেশি মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দিয়েছে, ৬৪ মেগাপিক্সেল। সেখানে iQOO 3 রয়েছে ৪৮ মেগাপিক্সেল। iQOO 3 ফোনের বাকি ক্যামেরায় রয়েছে ১৩ এমপি টেলিফোটো,১৩ এমপি আল্ট্রা ওয়াইড, ও ২ এমপি এর বোকে মোড। Realme X50 Pro ফোনে বোকে মোডে একই সেন্সর রয়েছে। তবে বাকি ক্যামেরায় পিছিয়ে পড়েছে রিয়েলমি। ১২ মেগাপিক্সেলের টেলিফোটো, ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ম্যাক্রোলেন্স রয়েছে। ফ্রন্ট ক্যামেরাতে এগিয়ে Realme X50 Pro । কারণ, দুটি ক্যামেরা রয়েছে, ৩২ ও ৮ এমপি। সেখানে iQOO 3 ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

অ্যান্ড্রয়েড টেন রয়েছে দুটি ফোনেই। গেম খেলার জন্য দুটি আলাদা বটম ও ফোর ডি ভাইব্রেশন দিয়েছে iQOO। এই ফোনে রয়েছে ৪৪৪০mAh ব্যাটারি। অন্যদিকে, Realme X50 Pro তে রয়েছএ ৪২০০mAh ব্যাটারি।

আরও পড়ুন:সর্বনাশ! গুগলে সার্চ করলেই প্রকাশ্যে হোয়াটস্‌অ্যাপ গ্রুপের গোপন তথ্য

সর্বশেষে দাম নিয়ে আলোচনা করা যাক, ৮জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের iQOO 3 কিনলে, তার দাম পড়বে ৩৬,৯৯০ টাকা। সেখানে এই কম্বিনেশনের Realme X50 Pro কিনলে আপনার খরচ হবে ৩৯,৯৯০ টাকা। Realme X50 Pro এর ৮জিবি/১২৮ জিবির দাম ৩৭,৯৯৯ টাকা। ১২/২৫৬ জিবির দাম ৪৪,৯৯৯ টাকা। ফাইভজির সঙ্গে ১২ জিবি র‌্যামের iQOO 3 কিনলে দাম দিতে হবে ৪৪,৯৯০ টাকা। এবার নিজেই পরখ করে নিন, কোন ফোনটি কিনলে পয়সা উসুল হবে আপনার।

Read the full story in english

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

smartphone realme vivo
Advertisment