বোমার মত ফাটবে বাড়ির গিজার, ভুলেও এই কাজ করবেন না

শীতকালে বাড়িতে স্নানের জল গরম করতে বেশিরভাগ মানুষই বৈদ্যুতিক গিজার বা ওয়াটার হিটার ব্যবহার করেন। তীব্র ঠান্ডায় গিজার ছাড়া স্নান করা কার্যত অসম্ভব হয়ে পড়ে।

শীতকালে বাড়িতে স্নানের জল গরম করতে বেশিরভাগ মানুষই বৈদ্যুতিক গিজার বা ওয়াটার হিটার ব্যবহার করেন। তীব্র ঠান্ডায় গিজার ছাড়া স্নান করা কার্যত অসম্ভব হয়ে পড়ে।

author-image
IE Bangla Tech Desk
New Update
electric geyser safety

বোমার মত ফাটবে বাড়ির গিজার, ভুলেও এই কাজ করবেন না

শীতকালে বাড়িতে স্নানের জল গরম করতে বেশিরভাগ মানুষই বৈদ্যুতিক গিজার বা ওয়াটার হিটার ব্যবহার করেন। তীব্র ঠান্ডায় গিজার ছাড়া স্নান করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। তবে,দীর্ঘ সময় না ব্যবহার করলে বা  গিজার সঠিক ভাবে ব্যবহার না করলে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনাও। 

Advertisment

আরও পড়ুন- বারবার কল ড্রপ? নেটওয়ার্ক সমস্যার সহজ ৭ সমাধান দেখুন একমিনিটে!

জল যদি অতিরিক্ত গরম হয় তাহলে গিজার ফেটে যেতে পারে। বিশেষ করে পুরনো গিজারগুলিতে এই ঝুঁকি বেশি থাকে। পুরনো গিজারে অটো-কাট বা স্মার্ট সেন্সর থাকে না, ফলে জল অতিরিক্ত গরম হলে মেশিনটি নিজে থেকে বন্ধ হয় না। তাই, যদি আপনার বাড়িতে এমন কোনও পুরনো গিজার থাকে, যা স্মার্ট সেন্সর বা অটো-কাট ফিচার নেই, তাহলে ব্যবহার না করার সময় গিজার বন্ধ করে দিন। এছাড়া, পুরনো গিজার বদলে করে নতুন গিজারে স্মার্ট সেন্সরযুক্ত গিজার  ইনস্টল করা উচিত, যাতে গিজার চালু থাকলেও বিস্ফোরণের সম্ভাবনা থাকে না।

Advertisment

আরও পড়ুন- দিওয়ালিতে বিরাট চমক BSNL-এর, ১টাকাতেই আনলিমিটেড কল, 4G ইন্টারনেট, চমকে গেল Jio

অটো কাট ফিচারযুক্ত গিজারের আরেকটি সুবিধা হলো এটি বিদ্যুৎ সাশ্রয়ও করে। নতুন গিজার ইনস্টল করার সময় থার্মোস্ট্যাট ব্যবহার করা উচিত, যা জলের তাপমাত্রার উপর নজর রাখে যাতে জল অতিরিক্ত গরম হলে গিজার বন্ধ হয়ে যায়।

গিজারের জন্য সর্বদা ১৬-অ্যাম্পিয়ার পাওয়ার সকেট ব্যবহার করুন। কম পাওয়ার সকেট ব্যবহারে শর্ট সার্কিটের ঝুঁকি থাকে, যার কারণে বাড়িতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নতুন গিজার কেনার পর অবশ্যই পেশাদার টেকনিশিয়ানকে দিয়ে গিজার ইনস্টল করুন। এছাড়া, নতুন গিজার কেনার আগে ISI মার্ক দেখে নিন করুন এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য স্টার রেটিং বা পাওয়ার রেটিং বিবেচনা করুন। সতর্কতা মেনে গিজার ব্যবহার করলে বিস্ফোরণের ঝুঁকি কমার সঙ্গে সঙ্গে কমবে ইলেকট্রিক বিলও।

আরও পড়ুন- কনফার্ম টিকিটের বদলানো যাবে তারিখ, লাগবে না চার্জ, বিরাট সুবিধা রেলের!

Geyser