IRCTC Ticket Reschedule Feature: কনফার্ম টিকিটের বদলানো যাবে তারিখ, লাগবে না চার্জ, বিরাট সুবিধা রেলের!

IRCTC Ticket Reschedule Feature: ভারতীয় রেল নতুন নিয়ম আনতে চলেছে, যেখানে IRCTC অ্যাপ বা ওয়েবসাইট থেকে কনফার্ম টিকিটের তারিখ পরিবর্তন করা যাবে, তা-ও ক্যানসেলেশন চার্জ ছাড়াই!

IRCTC Ticket Reschedule Feature: ভারতীয় রেল নতুন নিয়ম আনতে চলেছে, যেখানে IRCTC অ্যাপ বা ওয়েবসাইট থেকে কনফার্ম টিকিটের তারিখ পরিবর্তন করা যাবে, তা-ও ক্যানসেলেশন চার্জ ছাড়াই!

author-image
IE Bangla Tech Desk
New Update
Indian Railway

Indian Railway: যাত্রীদের জন্য বিরাট সুবিধার ভাবনা।

IRCTC Ticket Reschedule Feature: ভারতীয় রেল যাত্রীদের জন্য এক বড় সুখবর নিয়ে আসছে। এবার আইআরসিটিসি (IRCTC) অ্যাপ ও ওয়েবসাইট থেকে যাত্রীরা তাঁদের কনফার্ম টিকিটের তারিখ বদলাতে পারবেন। আর, সেই জন্য কোনও ক্যানসেলেশন চার্জও দিতে হবে না।

Advertisment

বর্তমানে, যদি কোনও যাত্রী নির্ধারিত দিনে যাত্রা করতে না পারেন, তাহলে তাঁকে টিকিট ক্যানসেল করে নতুন করে টিকিট বুক করতে হয়। এতে সময় যেমন নষ্ট হয়, তেমনি ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্যানসেলেশন ফি কেটে নেওয়া হয়। কিন্তু নতুন এই নিয়ম চালু হলে যাত্রীদের আর সেই ঝামেলা পোহাতে হবে না। 

আরও পড়ুন- দিওয়ালিতে বিরাট চমক BSNL-এর, ১টাকাতেই আনলিমিটেড কল, 4G ইন্টারনেট, চমকে গেল Jio

Advertisment

নতুন ফিচারের সুবিধা কী?

রিপোর্ট অনুযায়ী, এই নতুন ফিচারটি শুধু কনফার্ম টিকিটধারী যাত্রীদের জন্য প্রযোজ্য হবে। যাত্রীরা IRCTC অ্যাকাউন্টে লগইন করে তাঁদের নির্ধারিত তারিখের পরিবর্তে অন্য দিন বেছে নিতে পারবেন। যদি নির্বাচিত নতুন তারিখের টিকিটের ভাড়া বেশি হয়, তবে যাত্রীকে কেবল ভাড়ার পার্থক্যটুকু পরিশোধ করলেই হবে। ক্যানসেলেশন ফি দিতে হবে না। এই সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র আইআরসিটিসি (IRCTC) পোর্টাল বা অ্যাপ থেকে বুক করা টিকিটগুলিতেই। অর্থাৎ অফলাইন বা কাউন্টার টিকিটে এই অপশন থাকছে না।

আরও পড়ুন- বারবার কল ড্রপ? নেটওয়ার্ক সমস্যার সহজ ৭ সমাধান দেখুন একমিনিটে!

প্রতিদিনই কয়েক হাজার যাত্রী বিভিন্ন কারণে তাঁদের ভ্রমণ পরিকল্পনা বদলাতে বাধ্য হন। কখনও পারিবারিক প্রয়োজনে, কখনও কর্মক্ষেত্রের পরিবর্তনের জন্য। এতদিন পর্যন্ত এর একমাত্র সমাধান ছিল টিকিট ক্যানসেল করে নতুন করে বুকিং করা, যা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। নতুন নিয়মে যাত্রীরা রিয়েল-টাইমে নিজের টিকিট রিশিডিউল করতে পারবেন, ফলে রেল ভ্রমণ হবে আরও ফ্লেক্সিবল আর যাত্রীবান্ধব।

আরও পড়ুন- Hero থেকে Ola! দিওয়ালিতে বিরাট ধামাকা, ৫০ হাজারেই পান দুর্দান্ত মাইলেজের জনপ্রিয় স্কুটার

যদিও এখনও পর্যন্ত ভারতীয় রেলওয়ে আনুষ্ঠানিকভাবে কোনও তারিখ ঘোষণা করেনি, কিন্তু সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করার প্রস্তুতি চলছে। প্রথমে এটি নির্বাচিত কিছু ট্রেন ও রুটে চালু হতে পারে, পরে ধীরে সর্বত্র চালু করা হবে। বর্তমানে, কোনও যাত্রীর ট্রেন মিস হলে তিনি রিফান্ড পান না। কিন্তু নতুন নীতিমালায় ট্রেন মিসের ক্ষেত্রেও আংশিক রিফান্ড বা টিকিট পুনঃনির্ধারণের সুযোগ দেওয়ার চিন্তাভাবনা চলছে। এই পদক্ষেপে যাত্রীদের আর্থিক ক্ষতি কমবে এবং রেলওয়ের ওপর যাত্রীদের আস্থা বাড়বে।

আরও পড়ুন- দীপাবলিতে এই ৫টি মেসেজ ভুলেও পাঠাবেন না,সরাসরি জেলে যেতে হবে

এই সুবিধা পেতে হলে IRCTC অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করতে হবে। 'My Bookings' অপশনে যেতে হবে। আপনার কনফার্ম টিকিট নির্বাচন করতে হবে। 'Reschedule Journey Date' বাটনে ক্লিক করতে হবে। নতুন তারিখ নির্বাচন করে ভাড়ার পার্থক্য শোধ করতে হবে। এই পুরো প্রক্রিয়াটি হবে ডিজিটাল ও ইনস্ট্যান্ট, ফলে কোনও টিকিট ক্যানসেলেশনের প্রয়োজন পড়বে না।

এই নতুন ফিচারটি চালু হলে যাত্রীরা বলছেন, এটি রেল ভ্রমণে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। কারণ এতদিন পর্যন্ত রেল টিকিট রিশিডিউলের কোনও সরাসরি অপশন ছিল না। এই পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের সুবিধা বাড়াতে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে তারা বদ্ধপরিকর। 

Ticket IRCTC