Top 5 electric Scooter Under 1 lakh: দেশের সেরা ইলেকট্রিক স্কুটার এখন আরও সস্তা! সাত-পাঁচ না ভেবে তাড়াতাড়ি বুকিং করুন

Top 5 electric Scooter Under 1 lakh: ভারতে এখন ইলেকট্রিক স্কুটারের চাহিদা আকাশছোঁয়া। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে একাধিক ব্র্যাণ্ড তাদের নতুন নতুন ই-স্কুটার বাজারে নিয়ে আসছে।

Top 5 electric Scooter Under 1 lakh: ভারতে এখন ইলেকট্রিক স্কুটারের চাহিদা আকাশছোঁয়া। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে একাধিক ব্র্যাণ্ড তাদের নতুন নতুন ই-স্কুটার বাজারে নিয়ে আসছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
১ লক্ষ টাকার কমে ইলেকট্রিক স্কুটার ২০২৫  সেরা ইলেকট্রিক স্কুটার ২০২৫  best electric scooter under 1 lakh  ola vs tvs vs bajaj electric scooter  ইলেকট্রিক স্কুটার রেঞ্জ ও দাম  hero vida v2 light review  ola s1x 2kWh vs 3kWh  electric scooter sale June 2025  TVS iQube বৈশিষ্ট্য  budget electric scooter india 2025

পান ১০০ কিমি অনবদ্য রেঞ্জ, ১ লক্ষ টাকার মধ্যে কমে টপ ব্র্যান্ডের সেরা ই-স্কুটার কোনগুলি?

Top 5 electric Scooter Under 1 lakh: ভারতে এখন ইলেকট্রিক স্কুটারের চাহিদা আকাশছোঁয়া। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে একাধিক ব্র্যাণ্ড তাদের নতুন নতুন ই-স্কুটার বাজারে নিয়ে আসছে। আপনি যদি নিজের বা নিজের পরিবারে জন্য কম রেঞ্জের দুর্দান্ত মাইলেজের সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটার কিনতে চান তাহলে আজকের প্রতিবেদনে রইল ১ লক্ষ টাকার কমে সেরা ৫ ইলেকট্রিক স্কুটারের তালিকা।

Advertisment

আরও পড়ুন- হুড়মুড়িয়ে কমল দাম! জলের দরে ৫জি রিচার্জ প্ল্যানের সঙ্গে পান অধিক ডেটা

২০২৫ সাল ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারের ইতিহাসে নতুন দিশা দেখিয়েছে। বিশেষ করে জুন মাসে ইলেকট্রিক স্কুটার ও বাইকের বিক্রিতে রেকর্ড বৃদ্ধি দেখা গেছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন মাসে দেশে মোট ১,০৫,৩৫৫টি ইলেকট্রিক টু-হুইলার বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ৩১.৬৯ শতাংশ বেশি। এই বিক্রির দৌড়ে শীর্ষস্থান দখল করেছে টিভিএস মোটর, যারা এক মাসেই ২৫,৩০০ ইউনিট স্কুটার বিক্রি করেছে। পিছনে রয়েছে বাজাজ এবং ওলা ইলেকট্রিক। 

Advertisment

আপনি যদি নতুন একটি ইলেকট্রিক স্কুটার ১ লক্ষ টাকার কমে খুঁজছেন, তাহলে নিচের তালিকা থেকে নিজের জন্য বেস্ট মডেলটি বেছে নিতে পারেন। 

আরও পড়ুন- বর্ষার দিনে বাইক রাখুন ঝকঝকে! এত চমকাবে লোকে চোখ ফেরাতে পারবে না

প্রথমে রয়েছে ওলা এস১এক্স (2 কিলোওয়াট ঘণ্টা)। এই মডেলটির দাম ৭৩,৯৯৯ টাকা (এক্স শো রুম)।  এতে রয়েছে ২ কিলোওয়াট ঘণ্টার ব্যাটারি যা ৯.৩ বিএইচপি শক্তি প্রদান করে। মাত্র ৩.৪ সেকেন্ডে এটি ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে পৌঁছাতে সক্ষম এই ইলেকট্রিক স্কুটারটি। এই স্কুটারটির সর্বোচ্চ গতি ১০১ কিমি প্রতি ঘণ্টা এবং একবার চার্জে চলবে ১০৮ কিমি (IDC)। এতে রয়েছে স্পোর্টস, নরমাল ও ইকো – তিনটি মোড এবং মাত্র ৪ ঘন্টা ৫০ মিনিটে ৮০ শতাংশ চার্জ সম্পন্ন হয় এই স্কুটারে। 

এরপর রয়েছে TVS iQube, যার দাম শুরু হচ্ছে ৯৪,৪৩৪ টাকা থেকে। এই স্কুটারটিতে ২.২ kWh ব্যাটারি রয়েছে যা ৫.৯ বিএইচপি শক্তি ও ১৪০ Nm টর্ক উৎপন্ন করে। মাত্র ৪.২ সেকেন্ডে এটি ৪০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছাতে পারে এবং একবার চার্জে ৯৪ কিমি পর্যন্ত চলে। স্কুটারটিতে আছে ৫ ইঞ্চির TFT স্ক্রিন এবং ১৫৭ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। চার্জিং টাইম ২ ঘন্টা ৪৫ মিনিটে ৮০ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ওলা এস১এক্স (3 কিলোওয়াট ঘণ্টা), যার দাম ৯৭,৯৯৯ থেকে শুরু। এই মডেলটির শক্তি ৭.৩ বিএইচপি এবং এটি মাত্র ৩.১ সেকেন্ডে ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে পৌঁছাতে পারে। সর্বোচ্চ গতি ১১৫ কিমি/ঘণ্টা। স্কুটারটিতে ডিজিটাল কী, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে এবং তিনটি মোড - ইকো, নরমাল ও স্পোর্টস উপলব্ধ।

আরও পড়ুন- ফ্রিজে রাখা সব খাবার নষ্ট হবে, এই কাজটি অবিলম্বে করুন, বর্ষায় এই সিক্রেট স্যুইচেই বাজিমাত

বাজাজ চেতক ২৯০৩ মডেলটি এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে। এর দাম শুরু ৯৮,৪৯৮ টাকা থেকে। এতে রয়েছে ২.৯ কিলোওয়াট ঘণ্টার ব্যাটারি এবং ৫.৩ বিএইচপি শক্তি। রেঞ্জ ১২৩ কিমি এবং এটি ৪ ঘন্টার মধ্যে ৮০ শতাংশ চার্জ হতে পারে। এতে রয়েছে হিল হোল্ড ফিচার, ইকো ও স্পোর্ট মোড, রঙিন LCD ডিসপ্লে, ব্লুটুথ সংযোগ এবং বিশাল ২১১ লিটার বুট স্পেস।

শেষে রয়েছে হিরো ভিডা ভি২ লাইট, যার দাম ৭৪,০০০ টাকা থেকে শুরু। এতে রয়েছে ২.২ কিলোওয়াট ঘণ্টার অপসারণযোগ্য ব্যাটারি। একবার চার্জে স্কুটারটি ৯৪ কিমি (IDC) পর্যন্ত চলে এবং ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতি পেতে সময় লাগে ৪.২ সেকেন্ড। সর্বোচ্চ গতি ৬৯ কিমি প্রতি ঘণ্টা। এতে আছে ৭ ইঞ্চি TFT ডিজিটাল ডিসপ্লে, ইকো ও স্পোর্ট মোড এবং ২৬ লিটার বুট স্পেস।

আরও পড়ুন- পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর, সফলভাবে শেষ Axiom-4 মিশন

Electric scooter electric bike