Electric-scooter: লাগবে না কোনও লাইসেন্স! পুলিশি ধরপাকড়ের ভয়ও নেই, সেরা ৫ ই স্কুটার দাপট দেখাচ্ছে

Electric-scooter: ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালানো যায় এমন ৫টি ইলেকট্রিক স্কুটারের তালিকা দেখুন। এগুলো রেঞ্জ ৬০-১১২ কিমি এবং দাম ৪০,০০০ থেকে ৭৮,৫০০ টাকার মধ্যে। অফিস যাওয়া, ঘোরাঘুরি বা বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ।

Electric-scooter: ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালানো যায় এমন ৫টি ইলেকট্রিক স্কুটারের তালিকা দেখুন। এগুলো রেঞ্জ ৬০-১১২ কিমি এবং দাম ৪০,০০০ থেকে ৭৮,৫০০ টাকার মধ্যে। অফিস যাওয়া, ঘোরাঘুরি বা বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Electric-scooter: লাগবে না কোনও লাইসেন্স।

Electric-scooter: লাগবে না কোনও লাইসেন্স। (প্রতীকী ছবি)

Electric scooter price: বর্তমান সময়ে ইলেকট্রিক যানবাহনের প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে। বিশেষ করে ছোট ও হালকা ইলেকট্রিক স্কুটারগুলি শহরাঞ্চলে খুবই জনপ্রিয়। এই স্কুটারগুলির সবচেয়ে বড় সুবিধা হল, এগুলো চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগে না। এমনকী, রেজিস্ট্রেশন বা ইন্স্যুরেন্স করারও প্রয়োজন হয় না। যেহেতু এদের সর্বোচ্চ গতি ২৫ কিমি/ঘন্টার মধ্যে থাকে, তাই এগুলি আরটিও অনুমোদনের বাইরে থাকে। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি জনপ্রিয় স্কুটার সম্পর্কে যেগুলি আপনি লাইসেন্স ছাড়াই চালাতে পারবেন—

Advertisment

১. ওকিনাওয়া লাইট

এই স্কুটারটি হালকা ওজনের এবং শহরে চলাচলের জন্য আদর্শ। এতে ১.২৫ কিলোওয়াট ব্যাটারি রয়েছে যা ৬০ কিমি রেঞ্জ দেয়। চার্জ হতে সময় লাগে ৪-৫ ঘন্টা। দাম ৬৯,০০০ টাকা।

২. জয় ই বাইক গ্লোব

Advertisment

১.৪৪ কিলোওয়াট রিমুভেবল ব্যাটারি-সহ এই স্কুটার ৭০ কিমি রেঞ্জ দেয়। চার্জিং টাইম ৪ ঘন্টা। এতে ফ্রন্ট ডিস্ক ব্রেক ও রিমোট লকিং সিস্টেম রয়েছে। দাম ৭০,০০০-৭৫,০০০ টাকা।

আরও পড়ুন- মিসাইল হানাও রুখে দেবে! শত্রুপক্ষকে দুরমুশ করতে পারে 'এয়ার ফোর্স ওয়ান', ট্রাম্পের বিমানের সুবিধা জানলে চমকে যাবেন

৩. ওকায়া ক্লাসিক প্লাস

Okaya-এর এই মডেলটি ১.৪ কিলোওয়াট এলএফপি ব্যাটারি-সহ পাওয়া যাচ্ছে। রেঞ্জ ৭০ কিমি এবং চার্জিং টাইম ৫ ঘন্টা। ডিজিটাল ডিসপ্লে ও এলইডি লাইট এতে যুক্ত। দাম ৭৪,৫০০ টাকা।

আরও পড়ুন- পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়াবহ সৌরঝড়, ১৪ হাজার বছর আগের মত ধ্বংসযজ্ঞের আশঙ্কা! পৃথিবী কি অন্ধকারে ডুবে যাবে?

৪. ওলা গিগ

এই স্কুটারটি সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। দাম মাত্র ৩৯,৯৯৯ টাকা। এতে ১.৫ কিলোওয়াট ব্যাটারি এবং ২৫০ ওয়াট মোটর রয়েছে। রেঞ্জ ১১২ কিমি। শহরের ইউলু-স্টাইল স্কুটার হিসেবে এটি জনপ্রিয়।

আরও পড়ুন- স্পোর্টি লুকস! পারফরম্যান্সে বিরাট চমক, রাস্তায় দাপট দেখাবে এই ই-বাইক

৫. কাইনেটিক গ্রিন জুম

এই স্কুটার দুটি ভেরিয়েন্টে রয়েছে– জুম এবং জুম বিগ বি। জুমে ৭০ কিমি ও বিগ বি-তে ১০০ কিমি রেঞ্জ পাওয়া যাচ্ছে। চার্জ হতে সময় লাগে ৩-৪ ঘন্টা। দাম ৭১,৫০০– ৭৮,৫০০ টাকা।

আরও পড়ুন- টিফিন খরচের পয়সায় সারা মাস অফিস- বাড়ি! অবিশ্বাস্য রেঞ্জে কাঁড়ি কাঁড়ি সাশ্রয়

যাঁরা অফিসে যাতায়াত করেন বা বাচ্চাদের স্কুল বা টিউশনির ক্লাসে নিয়ে যাওয়ার জন্য স্কুটার খুঁজছেন, তাঁদের জন্য এই মডেলগুলো আদর্শ। না আছে লাইসেন্সের ঝামেলা, না আছে আরটিও কাগজপত্রের টেনশন। শুধু চার্জ করুন আর চালান!

price scooters Electric