Ola-roadster: স্পোর্টি লুকস! পারফরম্যান্সে বিরাট চমক, রাস্তায় দাপট দেখাবে এই ই-বাইক

Ola-roadster: ওলা রোডস্টার এক্স সিরিজের নতুন ইলেকট্রিক বাইক ভারতে লঞ্চ হয়েছে। দাম শুরু ৭৪,৯৯৯ টাকা থেকে। সর্বোচ্চ ১৯৪ কিমি প্রতিঘণ্টা গতি এবং ৫৭৯ কিমি রেঞ্জের এই বাইকে রয়েছে ADAS এবং টাচস্ক্রিন।

Ola-roadster: ওলা রোডস্টার এক্স সিরিজের নতুন ইলেকট্রিক বাইক ভারতে লঞ্চ হয়েছে। দাম শুরু ৭৪,৯৯৯ টাকা থেকে। সর্বোচ্চ ১৯৪ কিমি প্রতিঘণ্টা গতি এবং ৫৭৯ কিমি রেঞ্জের এই বাইকে রয়েছে ADAS এবং টাচস্ক্রিন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Ola roadster electric bike: ওলা রোডস্টার এক্স সিরিজের নতুন ইলেকট্রিক বাইক ভারতে লঞ্চ হয়েছে।

Ola roadster electric bike: ওলা রোডস্টার এক্স সিরিজের নতুন ইলেকট্রিক বাইক ভারতে লঞ্চ হয়েছে। (প্রতীকী ছবি)

Ola-roadster electric bike: Ola Electric অবশেষে তাদের বহুল প্রতীক্ষিত রোডস্টার এক্স সিরিজের ইলেকট্রিক বাইক ভারতের বাজারে লঞ্চ করেছে। কোম্পানির প্রতিষ্ঠাতা ভবিষ্য আগরওয়াল জানিয়েছেন, এই সপ্তাহ থেকেই রোডস্টার এক্স বাইকের ডেলিভারি শুরু হবে। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টে লিখেছেন, 'গ্রাহকদের অভিজ্ঞতা দেখে আমরা আশাবাদী।' 

Advertisment

ওলা রোডস্টার এক্স সিরিজের দাম

রোডস্টার এক্স সিরিজে একাধিক ব্যাটারি ভেরিয়েন্টে বাইক লঞ্চ করেছে। নীচে প্রতিটি মডেলের দাম এবং ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হল:

রোডস্টার এক্স (2.5kWh): ৭৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)
রোডস্টার এক্স (3.5kWh): ৮৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)
রোডস্টার এক্স (4.5kWh): ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)

Advertisment

এই বাইকটি ০ থেকে ৪০ কিমি/ঘণ্টা গতি তুলতে সময় নেয় মাত্র ২.৮ সেকেন্ড এবং সর্বোচ্চ গতি ১২৪ কিমি/ঘণ্টা। ফুল চার্জে চলবে প্রায় ২০০ কিমি।

আরও পড়ুন- চার দশক পর মহাকাশে ফের ভারতের দাপট! ইতিহাস গড়া স্রেফ সময়ের অপেক্ষা!

এবং

আরও পড়ুন- হাজার কিমি-এর অভাবনীয় মাইলেজ, উন্নত ফিচার্সের সঙ্গে চোখ ধাঁধানো ডিজাইন, আগুনে পারফরমেন্সে অবাক সকলে

রোডস্টার এক্স+মডেলের বৈশিষ্ট্য

4.5kWh ব্যাটারি: ১,০৪,৯৯৯ টাকা
9.1kWh ব্যাটারি: ১,৫৪,৯৯৯ টাকা
৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে
ডায়মন্ড কাট অ্যালয় হুইল
সর্বোচ্চ গতি: ১২৬ কিমি/ঘণ্টা
পরিসর: ৫৭৯ কিমি পর্যন্ত

আরও পড়ুন- পুরুষদের টাইট বেল্ট পরা বন্ধ করতেই হবে! না হলে ভয়াবহ বিপদ, সাবধানবাণী শোনালেন বিশেষজ্ঞরা

রোডস্টার প্রো: সবচেয়ে দ্রুততম ইলেকট্রিক বাইক?

Ola Roadster Pro মডেল নিয়ে আসছে দারুণ কিছু ফিচার। দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে:

8kWh ব্যাটারি: ১,৯৯,৯৯৯ টাকা
16kWh ব্যাটারি: ২,৪৯,৯৯৯ টাকা

এই বাইকটি মাত্র ১.২ সেকেন্ডে ০-৪০ কিমি/ঘণ্টা স্পিড তুলতে পারে এবং সর্বোচ্চ গতি ১৯৪ কিমি/ঘণ্টা। একবার চার্জে রেঞ্জ ৫৭৯ কিমি। এছাড়া এতে ADAS ও ১০ ইঞ্চির বড় টাচস্ক্রিনের মত আধুনিক ফিচারও রয়েছে।

আরও পড়ুন- পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়াবহ সৌরঝড়, ১৪ হাজার বছর আগের মত ধ্বংসযজ্ঞের আশঙ্কা! পৃথিবী কি অন্ধকারে ডুবে যাবে?

ওলা ইলেকট্রিক এই তিনটি মডেল নিয়ে ভারতের ইলেকট্রিক বাইক মার্কেটে দারুণ চমক নিয়ে এসেছে। দ্রুত গতি, দীর্ঘ পরিসর, আধুনিক প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক দাম – সবকিছু একসঙ্গে পাওয়া যাচ্ছে রোডস্টার এক্স সিরিজে। যারা পরবর্তী প্রজন্মের বাইকের খোঁজ করছেন, তাদের জন্য এটি একটি আদর্শ পছন্দ হতে পারে।

electric bike roadster Ola