৩০,০০০ টাকার কম দামে Samsung Galaxy S24 FE কেনার সুযোগ, কীভাবে, কোথায় মিলবে অফার?

অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে শুরু হতে চলেছে ২০২৫ সালের বিগ ব্যাং দিওয়ালি সেল। এই উৎসব সেলে ইলেকট্রনিক্স থেকে শুরু করে স্মার্টফোন পর্যন্ত প্রায় সব পণ্যের উপর থাকছে উল্লেখযোগ্য ছাড়।

অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে শুরু হতে চলেছে ২০২৫ সালের বিগ ব্যাং দিওয়ালি সেল। এই উৎসব সেলে ইলেকট্রনিক্স থেকে শুরু করে স্মার্টফোন পর্যন্ত প্রায় সব পণ্যের উপর থাকছে উল্লেখযোগ্য ছাড়।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

৩০,০০০ টাকার কম দামে Samsung Galaxy S24 FE কেনার সুযোগ, কীভাবে, কোথায় মিলবে অফার?

অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে শুরু হতে চলেছে ২০২৫ সালের বিগ ব্যাং দিওয়ালি সেল। এই উৎসব সেলে ইলেকট্রনিক্স থেকে শুরু করে স্মার্টফোন পর্যন্ত প্রায় সব পণ্যের উপর থাকছে উল্লেখযোগ্য ছাড়। বিগ বিলিয়ন ডেজ সেলে স্মার্টফোন কেনা মিস হয়ে থাকলে, এবারও রয়েছে দুর্দান্ত সুযোগ। বর্তমানে ফ্লিপকার্টে Samsung Galaxy S24 FE মডেলটি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে।

Advertisment

আরও পড়ুন- প্রিমিয়াম Galaxy S25-স্মার্টফোনে ২০ হাজারের মেগা ডিসকাউন্ট! তোলপাড় ফেলা অফারে উপচে পড়া ভিড়

এই প্রিমিয়াম স্মার্টফোনটির দাম এখন ফ্লিপকার্টে মাত্র 31,000 টাকা। ব্যাংক অফারের সুবিধা নিলে আরও কমে কিনতে পারবেন স্মার্টফোনটি। Samsung Galaxy S24 FE ভারতে লঞ্চ হয়েছিল 59,999 টাকা মূল্যে।

Advertisment

আরও পড়ুন- মাত্র ১৯৯ টাকা থেকে দৈনিক ২.৫ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং, বাজার কাঁপাল BSNL-এর নতুন অফার

কিন্তু উৎসবের মরসুমে ফোনটিতে প্রায় 29,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে, ফলে এই স্মার্টফোনের দাম কমে হয়েছে  30,999 টাকায়। এছাড়া SBI ক্রেডিট কার্ড বা Axis Bank Flipkart কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ক্রেতারা অতিরিক্ত 1,500 টাকার ব্যাংক ডিসকাউন্টও পাবেন। পাশাপাশি রয়েছে এক্সচেঞ্জ অফারের সুযোগও।

আরও পড়ুন- প্রিমিয়াম লুক, চমকে দেওয়া ডিজাইন, আকর্ষণীয় ফিচার, লঞ্চ হল Realme 15 Pro ‘গেম অফ থ্রোনস’এডিশন

দেখে নিন ফিচার

স্পেসিফিকেশনের দিক থেকে, Samsung Galaxy S24 FE স্মার্টফোনটিতে রয়েছে 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং Exynos 2400e চিপসেট। ফোনটি 8GB RAM ও 128GB/256GB স্টোরেজ বিকল্পে উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য আছে 4700mAh ব্যাটারি ও 25W ফাস্ট চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন-কনফার্ম টিকিটের তারিখ সহজেই বদল, যাত্রী পরিষেবা যুগান্তকারী উদ্যোগ রেলের, নতুন নিয়ম কবে থেকে কার্যকর?

ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ—৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে রয়েছে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন- টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের নতুন সিইও কে হতে পারেন?

samsung