Aadhaar Card: আপনার আধার কার্ড ১০ বছরের পুরনো? ভয়ঙ্কর বিপদ থেকে এখুনি বাঁচুন

Aadhaar Card জানিয়েছে যে ১৪ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে। জানুন, কীভাবে আধার কার্ড আপডেট করবেন, সেজন্য কী নথি লাগবে।

Aadhaar Card জানিয়েছে যে ১৪ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে। জানুন, কীভাবে আধার কার্ড আপডেট করবেন, সেজন্য কী নথি লাগবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
আধার কার্ড জালিয়াতি, আধার কার্ড দিয়ে লোন জালিয়াতি, Aadhar card loan fraud 2025, আধার কার্ড নিরাপত্তা, CIBIL রিপোর্ট চেক করার নিয়ম, UIDAI biometric lock, Masked Aadhar ব্যবহার, Aadhar card misuse check, জাল ঋণ চিহ্নিতকরণ আধার কার্ড ফ্রড রিপোর্ট, cybercrime.gov.in অভিযোগ, UIDAI হেল্পলাইন নম্বর, Aadhar fraud FIR, CIBIL এ লোন হিস্ট্রি দেখার নিয়ম, OTP ছাড়া আধার অপব্যবহার

Free Aadhaar Update: বিনামূল্যে করুন আধার আপডেট।

Free Aadhaar Update 2026: আধার কার্ড এখন শুধুমাত্র পরিচয়পত্র নয়, বরং প্রতিদিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির মধ্যে একটি। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি ও বেসরকারি সব ধরনের কাজেই আধার অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু, যারা ১০ বছর আগে আধার কার্ড তৈরি করেছিলেন, তাঁদের তথ্য অনেক সময় পুরোনো বা ভুল হয়ে যেতে পারে। এজন্য UIDAI বিভিন্ন সময়ে নাগরিকদের আধার আপডেট করার নির্দেশ দিয়ে থাকে।    

Advertisment

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, ১৪ জুন ২০২৬ পর্যন্ত আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সুযোগ দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে নাগরিকরা মাইআধার (MyAadhaar) পোর্টাল থেকে ঘরে বসেই পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র আপলোড করে আধার আপডেট করতে পারবেন।

আরও পড়ুন- আইফোন তিনি ডিজাইন করেছেন? বাংলাদেশি ডিজাইনারকে নিয়ে ব্যাপক হইচই

Advertisment

অনলাইনে আপডেট করলে কোনও চার্জ লাগবে না। আধার সেবা কেন্দ্রে গিয়ে আপডেট করলে ৫০ টাকা ফি দিতে হবে। বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যান) আপডেটের জন্য ১০০ টাকা চার্জ দিতে হবে। কারা কার্ড আপডেট করবেন? যাঁদের আধার কার্ড ১০ বছরেরও বেশি পুরোনো, যাঁদের আধারে ভুল নাম, জন্মতারিখ, ঠিকানা বা অন্য কোনও তথ্য রয়েছে তাঁদের কার্ড আপডেট করা জরুরি। শিশুদের ক্ষেত্রে—৫ থেকে ১৫ বছর বয়সের মধ্যে আপডেট করা বাধ্যতামূলক।     

আরও পড়ুন- ভারতের দ্রুততম স্কুটার এবার বাজারে, একঝলকে দেখুন ফিচার এবং দাম

কীভাবে ঘরে বসে আধার আপডেট করবেন?

UIDAI নাগরিকদের জন্য প্রক্রিয়াটি খুব সহজ করে দিয়েছে। প্রথমে যান myaadhaar.uidai.gov.in-এ। ক্লিক করতে হবে 'Document Update' অপশনে। আপনার নিবন্ধিত মোবাইল নম্বর দিতে হবে এবং ওটিপি (OTP) দিয়ে লগইন করতে হবে। আপনার বর্তমান আধার ডেটা সেখানে দেখা যাবে। যেটি আপডেট করতে চান, সেই অনুযায়ী আইডেন্টিটি বা অ্যাড্রেস প্রুফ বেছে নিন। এরপর স্ক্যান করা কপি আপলোড করুন। সাবমিট করার পর একটি URN (Update Request Number) পাবেন। এই নম্বর দিয়ে আপনি সহজেই আপনার আপডেট স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।

আরও পড়ুন- ঘরে বসেই বাঁচান বিদ্যুৎ খরচ! এই ছোট্ট কাজটাতেই অর্ধেক হবে মাসিক বিল

পরিচয়ের ক্ষেত্রে লাগবে ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড। ঠিকানার জন্য বিদ্যুতের বিল, রেশন কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, গ্যাস কানেকশনের বিল লাগবে। মোদ্দা কথা এই আপডেট জরুরি। কারণ, সরকারি যোজনায় সুবিধা পেতে এই আপডেট লাগবে। ভুল তথ্যের কারণে ব্যাংক বা সরকারি কাজ আটকে যাওয়া এড়াতে লাগবে আধার।

আরও পড়ুন- স্মার্টফোনের চার্জার কেন সবসময় সাদা রঙের হয়? ৯৯% মানুষ এর রহস্য জানেন না

মোবাইল সিম, প্যান লিঙ্কিং, পাসপোর্ট ইস্যুর মত গুরুত্বপূর্ণ কাজ সমস্যামুক্ত করতে আধার কার্ড প্রয়োজন। UIDAI নাগরিকদের পরামর্শ দিয়েছে যে, আধার আপডেট করে রাখলে ভবিষ্যতে কোনও সমস্যা হবে না। বিশেষ করে যাঁদের আধার কার্ড তৈরি হয়েছে ১০ বছর বা তারও আগে, তাঁদের অবশ্যই তথ্য একবার আপডেট করা উচিত বলেই জানিয়েছে ইউআইডিএআই।   

Aadhaar Update