5 Ways to Keep Your Home Cool Without AC: এসি, কুলার ছাড়াই চাঁদি ফাটা গরমে ঘর থাকবে 'সুপার কুল', সহজ পদ্ধতিতে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল সাশ্রয় করুন

Top 5 Ways to Keep Your Home Cool Without AC:অল্পস্বল্প বৃষ্টি কিছুক্ষণের জন্য পরিবেশ ঠান্ডা করলেও ফিরে আসে দুঃসহ গরম। আজকের এই প্রতিবেদনে জানুন প্রবল গরমে এসি না চালিয়েও ঘরে ঠান্ডা রাখার কিছু সহজ কৌশল।

Top 5 Ways to Keep Your Home Cool Without AC:অল্পস্বল্প বৃষ্টি কিছুক্ষণের জন্য পরিবেশ ঠান্ডা করলেও ফিরে আসে দুঃসহ গরম। আজকের এই প্রতিবেদনে জানুন প্রবল গরমে এসি না চালিয়েও ঘরে ঠান্ডা রাখার কিছু সহজ কৌশল।

author-image
IE Bangla Tech Desk
New Update
How To Keep House Cool In Summer

এসি, কুলার ছাড়াই চাঁদি ফাটা গরমে ঘর থাকবে 'সুপার কুল', সহজ পদ্ধতিতে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল সাশ্রয় করুন Photograph: (ফাইল চিত্র)

Tips to Keep Your Home Cool Naturally: চৈত্রের শুরুতেই সূর্য যেন আগুন ঢালতে শুরু করেছে। তবে ২-২৮ মার্চ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সাময়িক স্বস্তি মিলবে রাজ্যবাসীদের। অল্পস্বল্প বৃষ্টি কিছুক্ষণের জন্য পরিবেশ ঠান্ডা করলেও ফিরে আসে দুঃসহ গরম। আজকের এই প্রতিবেদনে জানুন প্রবল গরমে এসি না চালিয়েও ঘরে ঠান্ডা রাখার কিছু সহজ কৌশল।  

Advertisment


হালকা পর্দা লাগান – গ্রীষ্মকালে, আপনার ঘরে হালকা পর্দা লাগান উচিত। পর্দাগুলো এমন হওয়া উচিত যাতে বাতাস সহজেই তার মধ্য দিয়ে প্রবেশ করতে পারে। গ্রীষ্মে সুতির পর্দাই সেরা বলে মনে করা হয়। গ্রীষ্মকালে, ঘরে গোলাপী, আকাশী নীল, অফহোয়াইটের মতো হালকা রঙের পর্দা টানান।

এক্সস্ট ফ্যান চালু রাখুন - অনেক সময় ঘরের ভেতরে রান্না বান্না করার ফলে ঘর গরম হয়। সেই তাপ বাইরে বের করতে এক্সস্ট ফ্যান চালু করুন। এর ফলে ঘরের গরম বাতাস বেরিয়ে যায় এবং ঘর ঠান্ডা থাকে। এক্সহস্ট ফ্যান ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে।

ক্রস ভেন্টিলেশন- ঘরের ভেতরে সর্বদা ক্রস ভেন্টিলেশন বজায় রাখা গুরুত্বপূর্ণ। এর ফলে ঠান্ডা বাতাস ঘরের ভেতরে আসে এবং গরম বাতাস ঘর থেকে বেরিয়ে যায়।

Advertisment

ছাদ ভেজা- গরমের বিকেলে আপনার বাড়ির ছাদে জল ঢালুন। এর ফলে সিলিং ঠান্ডা রাখতে সাহায্য করে এবং যখন আপনি ফ্যান চালু করবেন, তখন গরম বাতাসের পরিবর্তে ঠান্ডা বাতাস পাবেন। এর মাধ্যমে আপনি রাতে শান্তিতে ঘুমাতে পারবেন।

বারান্দা এবং ঘরে গাছ লাগান - গ্রীষ্মে ঘর ঠান্ডা রাখতে, বারান্দায় যতটা সম্ভব গাছপালা লাগান। এতে বাতাস ঠান্ডা এবং বিশুদ্ধ হবে। আপনি চাইলে ঘরের ভেতরেও গাছটি লাগাতে পারেন। এটি আপনাকে গরমে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে।  

summer heat summer