Apple iPhone 17 launch: বিশ্বের সবচেয়ে পাতলা প্রিমিয়াম স্মার্টফোন, আজই লঞ্চ iphone 17 Air

iPhone 17 series: iPhone 17 Air আসছে বিশ্বের সবচেয়ে পাতলা iPhone হিসেবে। ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর, দাম এবং স্পেসিফিকেশনের ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

iPhone 17 series: iPhone 17 Air আসছে বিশ্বের সবচেয়ে পাতলা iPhone হিসেবে। ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর, দাম এবং স্পেসিফিকেশনের ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

author-image
IE Bangla Tech Desk
New Update
iPhone 17 Air

iPhone 17 series: iPhone 17 Air মডেল। (ছবি-অ্যাপল)

iPhone 17 series: অ্যাপল প্রতিবছর তাদের নতুন প্রজন্মের আইফোন লঞ্চ করে এবং প্রযুক্তি দুনিয়ায় ঝড় তোলে। এ বছরও ব্যতিক্রম নয়। iPhone 17 সিরিজের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত মডেল হচ্ছে iPhone 17 Air। কারণ এটি শুধু নতুন ডিজাইন নয়, বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন হিসেবেও এটি আত্মপ্রকাশ করতে চলেছে।

iPhone 17 Air- 'শো-স্টপার'

Advertisment

iPhone 17 Air-কে বলা হচ্ছে 'শো-স্টপার'। মাত্র ৫.৫ মিমি পুরু এই ফোন হবে এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে স্লিম iPhone। ওজন প্রায় ১৪৫ গ্রাম হতে পারে। এতে থাকবে ৬.৬ ইঞ্চি OLED ডিসপ্লে যার সঙ্গে থাকছে 120Hz প্রোমোশন রিফ্রেশ রেট এবং Always-On ডিসপ্লে ফিচার। ডিসপ্লের আকার iPhone 16 Plus-এর চেয়ে সামান্য ছোট হলেও ডিজাইনের দিক থেকে এটি একেবারেই আলাদা। পাতলা বডির কারণে এতে ফিজিক্যাল সিম ট্রে থাকবে না, পরিবর্তে কেবল eSIM সাপোর্ট থাকবে।

আরও পড়ুন- কত দামে লঞ্চ হতে চলেছে iPhone 17 সিরিজ? অবশেষে সামনে এল ব্রেকিং আপডেট

Advertisment

iPhone 17 Air-এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অতিরিক্ত পাতলা ডিজাইনের কারণে ক্যামেরা সিস্টেম। জানা গেছে, এতে একটি ৪৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকবে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা। অন্য মডেলের মত এতে একাধিক লেন্স থাকবে না, তবে Apple সফটওয়্যারের জন্য ক্যামেরার মান বেশ ভালো। 

আরও পড়ুন- আইফোন ১৭ সিরিজ লঞ্চের আগেই ফাঁস ডিজাইন থেকে দাম, ব্যাটারি! থাকছে চমকের ছড়াছড়ি

iPhone 17 Air চলবে নতুন A19 বা A19 Pro চিপসেট দিয়ে, যা আরও বেশি শক্তিশালী ও এনার্জি-এফিশিয়েন্ট। তাপ নিয়ন্ত্রণের জন্য ফোনে নতুন ভেপার চেম্বার হিটসিংক ব্যবহার করা হতে পারে। স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসেবে থাকছে 128GB + 12GB RAM এবং 256GB + 12GB RAM। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি তুলনামূলক কম হতে পারে- eSIM ভার্সনে 3,149 mAh, ফিজিক্যাল সিম ভ্যারিয়েন্টে 3,036 mAh। চার্জিংয়ের ক্ষেত্রে iPhone 17 Air সাপোর্ট করবে Qi 2.2 স্ট্যান্ডার্ড। সঠিক চার্জার ব্যবহার করলে 25W ওয়্যারলেস চার্জিং এবং 25W ওয়্যার্ড চার্জিং হবে। 

আরও পড়ুন- এসি ফেটে মৃত্যুমিছিল, কীভাবে বিস্ফোরণ থেকে মিলবে মুক্তি? জানেন না ৯০ শতাংশ মানুষই

রিপোর্ট অনুযায়ী, iPhone 17 Air-এর দাম হবে iPhone 17 Pro-এর চেয়ে কম, তবে iPhone 17-এর চেয়ে বেশি। এর বেস মডেল (128GB): ৮৯৯ ডলার – ৯৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় দাম আনুমানিক ৭৯,০০০ টাকা – ৮৮,০০০ টাকা। এটি Apple-এর প্রিমিয়াম রেঞ্জে নতুন সংযোজন হলেও, Pro মডেলের তুলনায় কিছুটা সাশ্রয়ী। Apple-এর 'Awe Dropping' ইভেন্টে মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অফিসিয়ালি লঞ্চ হবে নতুন iPhone 17 সিরিজ। এর সঙ্গে আসছে iPhone 17, iPhone 17 Pro ও iPhone 17 Pro Max। তবে নজর থাকবে মূলত এই Air মডেলটির দিকেই। 

আরও পড়ুন- প্রত্যাশার দ্বারপ্রান্তে, উত্তেজনায় ফুটছে টেকদুনিয়া, Apple-ইভেন্টে কী কী বড় চমক থাকছে জানলে চমকে যাবেন

iPhone 17 Air নিঃসন্দেহে Apple-এর ইতিহাসে একটি মাইলস্টোন। এতটা স্লিম ডিজাইনের ফোন আগে কখনও দেখা যায়নি। যদিও ছোট ব্যাটারি এবং একক ক্যামেরা কিছুটা হতাশ করতে পারে, কিন্তু যাঁরা লাইটওয়েট, প্রিমিয়াম ও স্টাইলিশ ফোন চান, তাঁদের জন্য এটি বেশ আকর্ষণীয়। 

iphone series