Jio Recharge Plan: বড় ধামাকা jio-এর! অবাক করা দামে পান নেট-কলিং সবকিছু'ই ফ্রি!

Jio Recharge Plan: ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও এমন একটি প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে যা রাতের ঘুম কেড়েছে BSNL/VI-এর। এই প্ল্যানটির দাম ২০০ টাকারও কম।

Jio Recharge Plan: ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও এমন একটি প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে যা রাতের ঘুম কেড়েছে BSNL/VI-এর। এই প্ল্যানটির দাম ২০০ টাকারও কম।

author-image
IE Bangla Web Desk
New Update
jio news

সিম অ্যাকটিভেট রাখতে জিও নিয়ে এল সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান

Jio Recharge Plan: সিম অ্যাকটিভেট রাখতে জিও নিয়ে এল সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান। এখন নাম মাত্র রিচার্জেই মিলবে কলিং, এসএমএস ও ডেটার সুবিধা। 

Advertisment

একটি আধার কার্ডে কয়টি সিম কার্ড কিনতে পারবেন,জেনে নিন নিয়ম কী বলে?

আপনি কি একজন জিও ইউজার? আপনি যদি কম খরচে আপনার সিম কার্ডটি  সক্রিয় রাখতে চান তাহলে জিও এখন আপনার জন্য নিয়ে এসেছে ২০০ টাকারও কম দামে একটি দুর্দান্ত প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানে আপনি ২৮ দিনের মেয়াদ সহ আনলিমিটেড কলিং, এসএমএস এবং ডেটার মতো সুবিধা পাবেন। এছাড়াও আপনি জিওটিভি এবং এআইক্লাউডের মতো সুবিধা পাবেন। এটি ভারতের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্ল্যানগুলির মধ্যে একটি।

Advertisment

২০০ টাকার কমে বাজার তোলপাড় করা প্ল্যান Jio এর, অফার জানলে মন আনন্দে নেচে উঠবে

ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও এমন একটি প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে যা রাতের ঘুম কেড়েছে BSNL/VI-এর। এই প্ল্যানটির দাম ২০০ টাকারও কম। 

রিলায়েন্স জিও সম্প্রতি লঞ্চ করেছে ১৮৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, মোট ৩০০টি এসএমএস এবং ২ জিবি ডেটা পাওয়া যাবে। মনে রাখবেন যে এই ডেটা এককালীন দেওয়া হবে। এছাড়াও জিওটিভি এবং জিওএআইক্লাউডের মতো কিছু অতিরিক্ত সুবিধাও রয়েছে। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। আপনার ২ জিবি এফইউপি ডেটা শেষ হয়ে গেলে, গতি কমে ৬৪ কেবিপিএসে নেমে আসবে। 

অবশেষে জলের দরে স্মার্টফোন, স্মার্টওয়াচ, চার্জার, হেডফোন, Nothing-এর Independence-সেলে অফারের বন্যা

এই প্ল্যানটি বর্তমানে ইন্ডাস্ট্রির সবচেয়ে সস্তা প্ল্যান, যার সাহায্যে আপনি আপনার Jio সিমটি সক্রিয় রাখতে পারবেন পুরো ২৮ দিন। তুলনা  করলে, BSNL (ভারত সঞ্চার নিগম লিমিটেড) এবং ভোডাফোন আইডিয়া (Vi) এর মতো অপারেটরদের আরও সস্তা প্ল্যান রয়েছে। তবে জিও-এর এটিই সবচেয়ে সস্তার প্ল্যান। 

অ্যাডভেঞ্চার ভালোবাসেন? এই স্পোর্টস বাইকগুলি হোক ভ্রমণে আপনার সেরা পার্টনার

jio airtel vi jio BSNL JiO Jio-Airtel-Vi