/indian-express-bangla/media/media_files/2025/09/01/top-5-bikes-2025-09-01-16-30-14.jpg)
Best adventure bikes in India: সেরা অ্যাডভেঞ্চার বাইক।
Best Adventure Bikes in India: উৎসবের মরশুম মানেই নতুন কিছু কেনার সেরা সময় — সেটা গাড়ি হোক, বাইক বা গ্যাজেট। আর যদি আপনি এমন একজন হন যিনি পাহাড়ি রাস্তা বা অফ-রোড ট্রিপে বেরোতে ভালোবাসেন, তাহলে অ্যাডভেঞ্চার বাইক হতে পারে আপনার পারফেক্ট সঙ্গী। এই বাইকগুলো শুধু শক্তিশালী নয়, দীর্ঘ যাত্রায় আরামদায়ক এবং স্টাইলিশও বটে। চলুন দেখে নেওয়া যাক, বর্তমানে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে এমন ৫টি সেরা অ্যাডভেঞ্চার বাইক। এর দাম, ইঞ্জিন, পারফরম্যান্স বিস্তারিত দেখে নিন।
1. Royal Enfield Himalayan 450
রয়্যাল এনফিল্ডের Himalayan 450 বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার বাইক। দাম ৩.০৬ লক্ষ টাকা থেকে ৩.২০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ইঞ্জিন: 452cc লিকুইড-কুলড সিঙ্গল সিলিন্ডার। পাওয়ার: 39.47 bhp / 40 Nm টর্ক। গিয়ারবক্স: 6-স্পিড। এই বাইকে 21-ইঞ্চি সামনের ও 17-ইঞ্চি পিছনের স্পোক হুইল আছে। টিউবলেস স্পোক অপশনও পাওয়া যায়। অফ-রোড প্রেমীদের কাছে এটি শক্তি ও স্টাইলের নিখুঁত মিশেল।
আরও পড়ুন- শীতকালে রেফ্রিজারেটর এই ভাবে চালান! প্রচুর বিদ্যুৎ সাশ্রয়ের সঙ্গে বাড়বে ফ্রিজের আয়ুও
2. Hero Xpulse 210
ভারতের সবচেয়ে affordable ADV bike হিসেবে Hero Xpulse 210 এখন অনেক রাইডারের পছন্দ। দাম: ১.৬২ লক্ষ টাকা থেকে ১.৭১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ইঞ্জিন: 210cc লিকুইড-কুলড সিঙ্গল সিলিন্ডার। পাওয়ার: 24.2 bhp / 20.7 Nm টর্ক। এই বাইকে 21-ইঞ্চি ফ্রন্ট ও 18-ইঞ্চি রিয়ার স্পোক হুইল দেওয়া আছে। ওজন মাত্র ১৬৮ কেজি হওয়ায় অফ-রোড রাইডিংয়ে এটি বেশ হালকা ও সহজে নিয়ন্ত্রণযোগ্য।
আরও পড়ুন- এক চার্জে দীঘা to কলকাতা, ওলা-আইকিউবের ঘুম ওড়াতে আসরে নামল এই ই-স্কুটার
3. KTM 390 Adventure X
যারা লং-ড্রাইভ পছন্দ করেন, তাদের জন্য KTM 390 Adventure X দারুণ চয়েস। দাম: ৩.০৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ইঞ্জিন: 398.63cc লিকুইড-কুলড সিঙ্গল সিলিন্ডার। পাওয়ার: 45.3 bhp / 39 Nm টর্ক। এই বাইকে ১৯/১৭ ইঞ্চি অ্যালয় হুইলস ও প্রিমিয়াম সাসপেনশন সিস্টেম আছে, যা হাইওয়ে রাইডে স্থিতিশীলতা বজায় রাখে। এটি মূলত 'রোড-ওরিয়েন্টেড ADV' ভ্যারিয়েন্ট।
আরও পড়ুন- ৫,০০০ টাকা ডাউন পেমেন্ট পেয়ে যান দুর্দান্ত এই বাইক, ৭০০ কিলোমিটারের অনবদ্য মাইলেজ
4. TVS Apache RTX
টিভিএসের একদম নতুন এন্ট্রি — Apache RTX — ভারতের ADV সেগমেন্টে নতুন মাত্রা এনেছে। দাম: ১.৯৯ লক্ষ টাকা থেকে ২.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ইঞ্জিন: 299cc RTXD4 লিকুইড-কুলড সিঙ্গল সিলিন্ডার। পাওয়ার: 36 PS / 28.5 Nm টর্ক। এতে রয়েছে রাইড-বাই-ওয়্যার টেকনোলজি ও চারটি রাইডিং মোড — Rally, Urban, Tour এবং Rain। শহর বা হাইওয়ে — সব জায়গাতেই এই বাইক সমান কার্যকর।
আরও পড়ুন- বাজাজ পালসার NS125 নাকি হিরো এক্সট্রিম 125R: ১২৫ সিসি সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী বাইক কোনটি?
5. Kawasaki KLX 230
Kawasaki KLX 230 হল হালকা ওজনের একটি dual-sport মোটরসাইকেল, যা অফ-রোড রাইডিংয়ের জন্য তৈরি। দাম: ১.৮৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ইঞ্জিন: 233cc এয়ার-কুলড সিঙ্গল সিলিন্ডার। পাওয়ার: 18.37 bhp / 19 Nm টর্ক। ফ্রন্ট/রিয়ার সাসপেনশন ট্রাভেল যথাক্রমে 240mm ও 250mm — ফলে দুর্গম পাহাড়ি রাস্তাতেও আরামদায়ক রাইড দেয়।
ভারতের বাইকপ্রেমীদের কাছে এখন অ্যাডভেঞ্চার বাইক শুধু একটা গাড়ি নয়, একটা লাইফস্টাইল। যে বাইকই বেছে নিন— Himalayan 450 হোক বা Xpulse 210 — সবই আপনার রাইডিং প্যাশনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। উৎসবের এই মরশুমে নিজেকে উপহার দিন এক নতুন Adventure Experience!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us