/indian-express-bangla/media/media_files/2025/08/24/cheapest-4g-5g-prepaid-plans-india-2025-2025-08-24-15-48-42.jpg)
জিও-র সবচেয়ে সস্তা ডেইলি ডেটা প্ল্যানের দাম এখন ২৩৯ টাকা।
Jio-Airtel-Vi: সম্প্রতি এয়ারটেল ও জিও তাদের বেসিক প্ল্যান বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ ইউজার। বিশেষত, ২৪৯ টাকার জনপ্রিয় প্ল্যানটি—যেখানে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও অন্যান্য সুবিধা দেওয়া হতো—দুটি সংস্থা-ই সেই প্ল্যান বন্ধ করেছে। এর ফলে গ্রাহকদের এখন বাড়তি দামে নতুন প্ল্যান বেছে নিতে হচ্ছে।
আরও পড়ুন-প্রতি কিলোমিটারের খরচ মাত্র ১ টাকা! সপ্তাহভর অফিস যাতায়াতে বিরাট সাশ্রয়
জিও, এয়ারটেল এবং ভিআই সম্প্রতি তাদের বেসিক প্রিপেইড প্ল্যানের পরিকাঠামোতে বড়সড় পরিবর্তন এনেছে। এয়ারটেল ও জিও তাদের জনপ্রিয় ২৪৯ টাকার প্ল্যানটি বন্ধ করে দেওয়ায় গ্রাহকদের এখন আরও বেশি খরচ করে রিচার্জ করতে হচ্ছে। আগে এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং অন্যান্য অতিরিক্ত সুবিধা দেওয়া হতো। তবে এখন ব্যবহারকারীদের নতুন বেসিক প্ল্যান বেছে নিতে হচ্ছে, যেখানে দাম কিছুটা বেশি হলেও ডেটা ও 5G পরিষেবার সুবিধা যোগ হয়েছে।
এয়ারটেল বর্তমানে ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যান অফার করছে, যেখানে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস এবং হেলোটিউনসের মতো সুবিধা রয়েছে। আর ৩৭৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি 4G ডেটার সঙ্গে আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ মিলবে।
আরও পড়ুন-৪৮ কোটি ইউজারদের বিরাট চমক jio-এর, সস্তায় এবার ৮৪ দিনের বৈধতার সঙ্গে আরও কী কী?
জিও-র সবচেয়ে সস্তা ডেইলি ডেটা প্ল্যানের দাম এখন ২৩৯ টাকা। এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, ২২ দিনের বৈধতা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস, জিওটিভি ও JioAICloud সুবিধা দেওয়া হচ্ছে। মাসিক ভ্যালিডিটির জন্য গ্রাহকদের ২৯৯ টাকা খরচ করতে হবে। এছাড়া, ৫জি গ্রাহকদের জন্য ৩৪৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটার সঙ্গে True Unlimited 5G এবং ফ্রি ৩ মাসের JioHotstar সাবস্ক্রিপশন থাকছে।
অপরদিকে, ভিআই গ্রাহকদের জন্য এখনও ২৪৯ টাকার একটি প্ল্যান চালু রেখেছে, যেখানে প্রতিদিন ১ জিবি 4G ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ এসএমএস এবং ২৪ দিনের বৈধতা রয়েছে। পাশাপাশি, মাত্র ২৯৯ টাকাতেই ভিআই আনলিমিটেড 5G ডেটা অফার করছে, যার সঙ্গে থাকছে প্রতিদিন ১ জিবি 4G ডেটা, আনলিমিটেড কলিং ও ২৮ দিনের বৈধতা।
তুলনায় দেখা যাচ্ছে, ভিআই সবচেয়ে কম দামে 5G পরিষেবা দিচ্ছে। অন্যদিকে, জিও ও এয়ারটেল বেসিক প্ল্যান বন্ধ করে দিয়ে গ্রাহকদের বেশি খরচে নতুন রিচার্জ করতে বাধ্য করছে। ফলে এখন ব্যবহারকারীদের প্ল্যান বেছে নেওয়ার সময় আরও সতর্ক হতে হচ্ছে।