Jio-Airtel-Vi: সস্তার বেসিক প্ল্যানে জোর টক্কর! jio-Airtel-কে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ল Vi...! নামমাত্র মূল্যে 5G পরিষেবা

Jio-Airtel-Vi: জিও, এয়ারটেল এবং ভিআই সম্প্রতি তাদের বেসিক প্রিপেইড প্ল্যানের পরিকাঠামোতে বড়সড় পরিবর্তন এনেছে। এয়ারটেল ও জিও তাদের জনপ্রিয় ২৪৯ টাকার প্ল্যানটি বন্ধ করে দেওয়ায় গ্রাহকদের এখন আরও বেশি খরচ করে রিচার্জ করতে হচ্ছে।

Jio-Airtel-Vi: জিও, এয়ারটেল এবং ভিআই সম্প্রতি তাদের বেসিক প্রিপেইড প্ল্যানের পরিকাঠামোতে বড়সড় পরিবর্তন এনেছে। এয়ারটেল ও জিও তাদের জনপ্রিয় ২৪৯ টাকার প্ল্যানটি বন্ধ করে দেওয়ায় গ্রাহকদের এখন আরও বেশি খরচ করে রিচার্জ করতে হচ্ছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
জিও এয়ারটেল ভিআই সস্তা রিচার্জ প্ল্যান, Cheapest 4G 5G prepaid plans India 2025, Airtel Jio Vi recharge plan comparison, জিও 239 টাকা রিচার্জ প্ল্যান, Airtel 299 prepaid plan details, Vi 299 unlimited 5G data plan, সস্তা 5G রিচার্জ প্ল্যান ২০২৫, Best prepaid plans in India 2025, Jio Airtel Vi cheapest data plan, মোবাইল রিচার্জ অফার ২০২৫

জিও-র সবচেয়ে সস্তা ডেইলি ডেটা প্ল্যানের দাম এখন ২৩৯ টাকা।

Jio-Airtel-Vi: সম্প্রতি এয়ারটেল ও জিও তাদের বেসিক প্ল্যান বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ ইউজার। বিশেষত, ২৪৯ টাকার জনপ্রিয় প্ল্যানটি—যেখানে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও অন্যান্য সুবিধা দেওয়া হতো—দুটি সংস্থা-ই সেই প্ল্যান বন্ধ করেছে। এর ফলে গ্রাহকদের এখন বাড়তি দামে নতুন প্ল্যান বেছে নিতে হচ্ছে।

Advertisment

আরও পড়ুন-প্রতি কিলোমিটারের খরচ মাত্র ১ টাকা! সপ্তাহভর অফিস যাতায়াতে বিরাট সাশ্রয়

জিও, এয়ারটেল এবং ভিআই সম্প্রতি তাদের বেসিক প্রিপেইড প্ল্যানের পরিকাঠামোতে বড়সড় পরিবর্তন এনেছে। এয়ারটেল ও জিও তাদের জনপ্রিয় ২৪৯ টাকার প্ল্যানটি বন্ধ করে দেওয়ায় গ্রাহকদের এখন আরও বেশি খরচ করে রিচার্জ করতে হচ্ছে। আগে এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং অন্যান্য অতিরিক্ত সুবিধা দেওয়া হতো। তবে এখন ব্যবহারকারীদের নতুন বেসিক প্ল্যান বেছে নিতে হচ্ছে, যেখানে দাম কিছুটা বেশি হলেও ডেটা ও 5G পরিষেবার সুবিধা যোগ হয়েছে।

Advertisment

এয়ারটেল বর্তমানে ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যান অফার করছে, যেখানে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস এবং হেলোটিউনসের মতো সুবিধা রয়েছে। আর ৩৭৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি 4G ডেটার সঙ্গে আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ মিলবে।

আরও পড়ুন-৪৮ কোটি ইউজারদের বিরাট চমক jio-এর, সস্তায় এবার ৮৪ দিনের বৈধতার সঙ্গে আরও কী কী?

জিও-র সবচেয়ে সস্তা ডেইলি ডেটা প্ল্যানের দাম এখন ২৩৯ টাকা। এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, ২২ দিনের বৈধতা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস, জিওটিভি ও JioAICloud সুবিধা দেওয়া হচ্ছে। মাসিক ভ্যালিডিটির জন্য গ্রাহকদের ২৯৯ টাকা খরচ করতে হবে। এছাড়া, ৫জি গ্রাহকদের জন্য ৩৪৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটার সঙ্গে True Unlimited 5G এবং ফ্রি ৩ মাসের JioHotstar সাবস্ক্রিপশন থাকছে।

অপরদিকে, ভিআই গ্রাহকদের জন্য এখনও ২৪৯ টাকার একটি প্ল্যান চালু রেখেছে, যেখানে প্রতিদিন ১ জিবি 4G ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ এসএমএস এবং ২৪ দিনের বৈধতা রয়েছে। পাশাপাশি, মাত্র ২৯৯ টাকাতেই ভিআই আনলিমিটেড 5G ডেটা অফার করছে, যার সঙ্গে থাকছে প্রতিদিন ১ জিবি 4G ডেটা, আনলিমিটেড কলিং ও ২৮ দিনের বৈধতা।

তুলনায় দেখা যাচ্ছে, ভিআই সবচেয়ে কম দামে 5G পরিষেবা দিচ্ছে। অন্যদিকে, জিও ও এয়ারটেল বেসিক প্ল্যান বন্ধ করে দিয়ে গ্রাহকদের বেশি খরচে নতুন রিচার্জ করতে বাধ্য করছে। ফলে এখন ব্যবহারকারীদের প্ল্যান বেছে নেওয়ার সময় আরও সতর্ক হতে হচ্ছে।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ চ্যাট লক, আনলক করতে চান? ধাপে ধাপে শিখুন সহজ কায়দা!

jio Jio-airtel-Vi-BSNL