CNG Scooter: প্রতি কিলোমিটারের খরচ মাত্র ১ টাকা! সপ্তাহভর অফিস যাতায়াতে বিরাট সাশ্রয়

CNG Scooter: দামেও খুব সস্তা। এতটাই যে, অন্যগুলোর সঙ্গে তুলনাই টানা যাবে না। আর, তারপর এই প্রায় বিনামূল্যে ব্যাপক ঘোরাঘুরির সুযোগ। ফিচার শুনলে চোখ কপালে উঠে যাবে!

CNG Scooter: দামেও খুব সস্তা। এতটাই যে, অন্যগুলোর সঙ্গে তুলনাই টানা যাবে না। আর, তারপর এই প্রায় বিনামূল্যে ব্যাপক ঘোরাঘুরির সুযোগ। ফিচার শুনলে চোখ কপালে উঠে যাবে!

author-image
IE Bangla Tech Desk
New Update
CNG Scooter

CNG Scooter: সিএনজি স্কুটার।

CNG Scooter: ভারতের দুই-চাকার বাজারে বড় পরিবর্তন আনতে চলেছে টিভিএস। সংস্থা আনতে চলেছে বিশ্বের প্রথম CNG Scooter– টিভিএস জুপিটার সিএনজি। সংস্থার দাবি, এই স্কুটার দিয়ে মাত্র ১ টাকায় ১ কিলোমিটার যাওয়া সম্ভব হবে। অর্থাৎ, জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব—দুই দিক দিয়েই এটি এক অনন্য মডেল। 

স্কুটারে বাজিমাতের পরিকল্পনা

Advertisment

২০২৫ সালের জানুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত Auto Expo 2025-এ প্রথম এই মডেল দেখানো হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে এই স্কুটার। এর আগে টিভিএস বিশ্বের প্রথম সিএনজি বাইক 'ফ্রিডম ১২৫' লঞ্চ করেছিল। এবার তাদের স্কুটার নিয়ে বাজিমাত করার পালা।

আরও পড়ুন- ৪৮ কোটি ইউজারদের বিরাট চমক jio-এর, সস্তায় এবার ৮৪ দিনের বৈধতার সঙ্গে আরও কী কী?

এবং

Advertisment

আরও পড়ুন- iPhone 17 সিরিজ লঞ্চের আগে বড় ধামাকা! ভারতে ব্যবসা বাড়াচ্ছে Apple, এই শহরে খুলছে নয়া স্টোর

টিভিএস জানিয়েছে, জুপিটার CNG স্কুটারে আন্ডার-সিট স্টোরেজে থাকবে ১.৪ কেজি ধারণক্ষমতার সিএনজি ট্যাংক। ১ কেজি সিএনজিতে চলবে ৮৪ কিমি। একবার ফুল ট্যাংক সিএনজিতে ২২৬ কিলোমিটার পর্যন্ত চলবে এই স্কুটার। এমনকী, এর খরচ হবে কিলোমিটার প্রতি মাত্র ১ টাকা! এই স্কুটারে রয়েছে ১২৫ সিসি জৈব-জ্বালানি কমপ্লায়েন্ট ইঞ্জিন, এর স্ট্যান্ডার্ড OBD2B কমপ্লায়েন্ট, পাওয়ার ৬০০০ RPM-এ ৫.৩ কিলোওয়াট, টর্ক ৫৫০০ RPM-এ ৯.৪ Nm।    

আরও পড়ুন- পেট্রোল ভরার ঝামেলা থেকে আজীবন মুক্তি! ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালান এই পাঁচ ইলেকট্রিক স্কুটার!

এবং 

আরও পড়ুন- চুল অকালে পেকেছে, সর্বত্র লজ্জায় পড়ছেন! এটা ব্যবহার করে ফল জানান

স্কুটারটিতে রয়েছে আধুনিক সব ফিচার। যেমন- LED হেডলাইট, USB চার্জার, ব্লুটুথ কানেক্টিভিটি, স্ট্যান্ড কাট-অফ সিস্টেম, ডুয়াল ফুয়েল অপশন (CNG+২ লিটার পেট্রোল)। দাম হতে পারে ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকার মধ্যে। বর্তমানে জুপিটারের পেট্রোল ভ্যারিয়েন্টের দাম রয়েছে ৮৮,১৭৪ টাকা থেকে ৯৯,০১৫ টাকার মধ্যে। বর্তমানে পেট্রোল-ডিজেলের দামের ঊর্ধ্বগতি হওয়ায় এবং দূষণের মাত্রা বেড়ে যাওয়ার কারণে অনেকেই পরিবেশবান্ধব বিকল্প খুঁজছেন। টিভিএস জুপিটার সিএনজি স্কুটার (CNG Scooter) সেই লক্ষ্যেই বড় পদক্ষেপ। এটি শুধু খরচই বাঁচাবে না, বরং দূষণও কমাবে। আর, এমন যানেরই অপেক্ষায় এখন আগামী দিনের পরিবহণ দুনিয়া।

Scooter CNG