/indian-express-bangla/media/media_files/2025/07/06/aadhar-card-update-2025-07-06-16-50-28.jpg)
Photo Update: আপডেট করুন আধার কার্ডের ছবি।
Aadhaar Card Photo Update: আধার কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়—এটি আপনার ব্যাংকিং, পাসপোর্ট, সরকারি পরিষেবা এবং বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য অপরিহার্য। সময়ের সঙ্গে সঙ্গে আপনার চেহারায় পরিবর্তন এলে বা পুরোনো ছবি অস্পষ্ট হলে আধার কার্ডে ছবি আপডেট করা গুরুত্বপূর্ণ।
অনলাইনে ছবি আপডেট সম্ভব কি?
না, আধার কার্ডের ছবি অনলাইনে পরিবর্তন করা যায় না। কারণ, এটি একটি বায়োমেট্রিক আপডেট। এর জন্য আপনাকে সরাসরি আধার সেবা কেন্দ্র বা আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। সেখানে নতুন ছবি তোলা হবে এবং বায়োমেট্রিক যাচাই করা হবে।
আরও পড়ুন- '২০০ টাকার পেট্রোল দিন' বললেই বিপদ! প্রতারণা এড়াতে কাজে লাগান এই টিপস
আধার কার্ডে ধাপে ধাপে ছবি আপডেটের প্রক্রিয়া
ধাপ ১: UIDAI ওয়েবসাইটে যান
uidai.gov.in এ গিয়ে ‘Forms’ সেকশনে গিয়ে আধার আপডেট/এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করুন। চাইলে সরাসরি নিকটতম আধার সেবা কেন্দ্র থেকেও ফর্ম নিতে পারেন।
আরও পড়ুন- ছোট্ট রকেট থেকে ৬৫০০ কেজি স্যাটেলাইট, অবিশ্বাস্য সাফল্য ভারতের মহাকাশ যাত্রার!
ধাপ ২: ফর্ম পূরণ করুন
নাম, আধার নম্বর এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সঠিকভাবে লিখুন। শুধুমাত্র ছবি আপডেটের জন্য ফর্ম পূরণ করলে অন্য কোনও তথ্য পরিবর্তন করতে হবে না।
আরও পড়ুন- উৎসবের মরশুমে ফিরতি টিকিটে ২০% ছাড়, বিরাট ঘোষণা রেলের
ধাপ ৩: নিকটতম আধার সেবা কেন্দ্র খুঁজে বের করুন
নিকটতম সেন্টারের ঠিকানা পেতে appointments.uidai.gov.in ভিজিট করুন।
আরও পড়ুন- এয়ার ইন্ডিয়ার 'ফ্রিডম সেল', নামমাত্র মূল্যে শুরু টিকিট বিক্রি, ৫০ লক্ষ আসনে বিশেষ ছাড়
ধাপ ৪: সেবা কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক যাচাই করান
আধার এক্সিকিউটিভ আপনার আঙুলের ছাপ ও আইরিস স্ক্যান করবেন এবং সমস্ত তথ্য যাচাই করবেন।
ধাপ ৫: নতুন ছবি তোলা হবে
আপনার নতুন ছবি সেখানেই তোলা হবে এবং আধার ডাটাবেসে আপলোড করা হবে।
ধাপ ৬: ফি প্রদান করুন
ছবি আপডেটের জন্য নির্ধারিত ফি হলো ১০০ টাকা (GST সহ)।
ধাপ ৭: স্বীকৃতি স্লিপ ও URN নম্বর নিন
প্রক্রিয়া শেষে আপনি একটি আপডেট রিকোয়েস্ট নম্বর (Update Request Numberবা URN) পাবেন, যা দিয়ে UIDAI ওয়েবসাইটে গিয়ে আপনার আপডেটের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।
আপডেটের পর কত সময় লাগে
UIDAI-এর নিয়ম অনুযায়ী, আধার কার্ডে ছবি আপডেট হতে সর্বোচ্চ ৯০ দিন সময় লাগতে পারে। আপডেট সম্পন্ন হলে আপনি আধার কার্ডের e-version ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন বা সেবা কেন্দ্র থেকে প্রিন্ট নিতে পারবেন।
গুরুত্বপূর্ণ টিপস
সঠিক ও স্পষ্ট ছবি তুলতে পরিচ্ছন্ন পোশাক পরুন
ফর্মে দেওয়া তথ্য অবশ্যই আধার ডাটাবেসের সঙ্গে মিলিয়ে নিন
URN নম্বর ঠিকঠাক জায়গায় রেখে দিন
শুধুমাত্র সরকারি অনুমোদিত আধার সেবা কেন্দ্র ব্যবহার করুন
আধার কার্ডে ছবি আপডেট করা সহজ হলেও এটি একটি অফলাইন প্রক্রিয়া, যা বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে সম্পন্ন হয়। ওপরের ধাপে ধাপে গাইড অনুসরণ করলে আপনি সহজেই আপনার আধার কার্ডের নতুন ছবি আপলোড করাতে পারবেন এবং ভবিষ্যতের কোনও সরকারি কাজেই কোনও সমস্যা হবে না।