/indian-express-bangla/media/media_files/2025/08/24/jio-269-recharge-plan-2025-08-24-16-13-06.jpg)
জিওর এই সস্তা রিচার্জ প্ল্যানটি অসাধারণ
Jio Hotstar Plan: ওটিটি (OTT) প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বর্তমানে আকাশছোঁয়া। নেটফ্লিক্স (Netflix), আমাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video), জিও সিনেমা (Jio Cinema) কিংবা ডিজনি+হটস্টার (Disney+ Hotstar)—সবই দর্শকদের কাছে বিনোদনের ভরসার জায়গা হয়ে উঠেছে। তবে অনেকের কাছেই সমস্যা হল সাবস্ক্রিপশনের মূল্য। কিন্তু, যদি মাত্র ১০০ টাকায় আপনি হটস্টার (Hotstar)-এর সাবস্ক্রিপশন পান, কেমন হয়?
আজ আমরা আপনাদের জানাব জিও, এয়ারটেল ও ভিআই (Jio, Airtel ও Vi)-এর এমন কিছু ডেটা প্ল্যান সম্পর্কে, যেখানে খুব কম খরচেই হটস্টারের সুবিধা পাওয়া যায়।
এয়ারটেল ১০০ টাকার প্ল্যান
এই প্রিপেইড প্ল্যানে আপনি ৫ জিবি হাই স্পিড ডেটা পাবেন। মেয়াদ থাকবে ৩০ দিন। তবে মনে রাখবেন, এখানে কলিং ও এসএমএস পরিষেবা নেই। এর সবচেয়ে বড় সুবিধা হল, Disney+ Hotstar Mobile সাবস্ক্রিপশন পাবেন, যার মাধ্যমে আপনার প্রিয় সিনেমা ও শো দেখতে পারবেন।
আরও পড়ুন- নেটওয়ার্ক না থাকলেও কীভাবে ফোন করবেন? জানুন অ্যান্ড্রয়েড এবং আইফোন সেটিংস
জিও ১০০ টাকার প্ল্যান
রিলায়েন্স জিও-র এই প্ল্যানে ৫ জিবি ডেটা দেওয়া হয়। তবে বিশেষত্ব হল, ৯০ দিনের জন্য Hotstar অ্যাক্সেস দেওয়া হবে।অর্থাৎ একবার রিচার্জ করলেই তিন মাস বিনোদনের ভাণ্ডার আপনার হাতে। মোবাইল, টিভি, ল্যাপটপ—সব ডিভাইসেই ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন- ইউটিউবের সেরা ৪ কৌশল, মুহূর্তেই আপনাকে ভাইরাল করবে! বেশিরভাগ মানুষই এই ভুলটিই করেন
Vi (Vodafone Idea) 151 টাকার প্ল্যান
এই প্ল্যানটি এয়ারটেল ও জিওর তুলনায় ৫০ টাকা বেশি। তবে সুবিধা হিসেবে ৪ জিবি ডেটা দেওয়া হয়। মেয়াদ থাকবে ৯০ দিন। এর সঙ্গেও আপনি Hotstar সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন- 'ব্লাড মুন' কী? বছরে চাঁদ কতবার রঙ বদল করে? জানেন না ৯০ শতাংশ মানুষ
কোন প্ল্যান সবচেয়ে লাভজনক?
যদি আপনি দীর্ঘ মেয়াদে কম খরচ করতে চান, তবে জিওর ১০০ টাকার প্ল্যান সেরা। এয়ারটেল প্ল্যানে মেয়াদ কম, তবে দাম সস্তা। Vi প্ল্যান তুলনামূলক বেশি খরচসাপেক্ষ হলেও ৯০ দিনের সুবিধা দেয়।
আরও পড়ুন- কমে গেল GST, দীপাবলির আগে হাজার হাজার টাকা সস্তায় কিনুন Royan Enfield Hunter
কারা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন?
এই OTT ডেটা প্ল্যানগুলি ব্যবহার করতে হলে আপনার নম্বরে একটি অ্যাকটিভ প্রাথমিক প্ল্যান থাকতে হবে। এগুলি শুধু ডেটা প্ল্যান, তাই কলিং ও SMS সার্ভিস কাজ করবে না। মূলত এগুলি OTT সাবস্ক্রিপশন + ডেটা ব্যবহারকারীদের জন্য তৈরি।
কেন এই প্ল্যানগুলি বেছে নেবেন?
কম খরচে OTT সাবস্ক্রিপশন, হাই স্পিড ডেটার সুবিধা, লং-টার্ম এন্টারটেইনমেন্ট সলিউশন, আলাদা করে Hotstar সাবস্ক্রিপশন কেনার প্রয়োজন নেই।
মাত্র ১০০ টাকায় ৯০ দিনের জন্য Jio Hotstar অ্যাক্সেস সত্যিই দারুণ অফার। এয়ারটেল, জিও ও Vi-র মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো প্ল্যান বেছে নিতে পারেন। OTT-র যুগে এত সস্তায় Hotstar উপভোগ করার সুযোগ হাতছাড়া করবেন না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us