/indian-express-bangla/media/media_files/2025/08/07/jio-news-2025-08-07-12-13-08.jpg)
৯০ দিন আর রিচার্জের কোন প্রয়োজন নেই, পুজোর আগেই ব্লকবাস্টার অফার jio-এর
টেলিকম সেক্টরে পুজোর আগেই জিও নিয়ে হাজির ব্লকবাস্টার অফার । কোম্পানি এখন নির্বাচিত প্রিপেইড প্ল্যানের সঙ্গে ব্যবহারকারীদের অতিরিক্ত মোবাইল ডেটা উপহার হিসাবে দিচ্ছে । বিশেষ করে, ২০জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে কিছু জনপ্রিয় প্ল্যানে। এছাড়াও, কিছু প্ল্যানের সঙ্গে ফ্রি OTT সাবস্ক্রিপশন এবং ক্লাউড স্টোরেজর সুবিধাও মিলছে।
BSNL VS Jio VS VI: প্রতিদিন ২ জিবি ডেটা, সস্তার এই প্ল্যানে ঘুম ঊড়ল jio-এর, চাপে Vi-ও
বর্তমানে ব্যবহারকারীদের মধ্যে মোবাইল ডেটার চাহিদা সবচেয়ে বেশি। অফিসে কাজ, পড়াশোনা, অনলাইন সিনেমা বা সিরিজ—সবকিছুতেই বেশি ডেটা প্রয়োজন। এই চাহিদা মাথায় রেখেই জিও বিভিন্ন প্রিপেইড প্ল্যানের সঙ্গে অতিরিক্ত ডেটা অফার করছে।
জেনে নিন অফারের বিস্তারিত:
Jio 9th Anniversary: ৯ বছর পূর্তি উপলক্ষে বিরাট চমক jio-এর! ৩৪৯ টাকার রিচার্জে পান ৩ হাজারের বেনিফিট
- জনপ্রিয় 899 টাকার প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ২জিবি ডেটার সঙ্গে অতিরিক্ত ২০জিবি ফ্রি ডেটা পাবেন।
- প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিং, ১০০টি ফ্রি SMS এবং আনলিমিটেড ৫জি মোবাইল ডেটা।
- প্ল্যানের মেয়াদ ৯০ দিন।
- জিওর ৯ম বর্ষপূর্তি উপলক্ষে ব্যবহারকারীরা ২ মাসের জন্য ফ্রি JioHome ট্রায়াল পাবেন।
- JioHotstar-এর মোবাইল ও টিভি সাবস্ক্রিপশনও ফ্রি।
- রিলায়েন্স ডিজিটাল থেকে নির্দিষ্ট ইলেকট্রনিক পণ্য ক্রয়ে ৩৯৯ টাকার ডিসকাউন্টও পাবেন ইউজাররা।
- JioSaavn, Zomato এবং Netmeds-এর মেম্বারশিপ এবং ৫০জিবি JioAICloud স্টোরেজ ফ্রি।
এছাড়াও, Rs 555টাকার গেমিং প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন JioGames Cloud, BGMI কুপন, Fancode, JioAI Cloud এবং JioTV ফ্রি। প্ল্যানে প্রতিদিন ২জিবি ডেটা ও অতিরিক্ত ৫জিবি মোবাইল ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০ SMS সুবিধা অন্তর্ভুক্ত। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন।
Jio: ১০০ টাকার ধামাকা রিচার্জ প্ল্যান নিয়ে হাজির jio, পুজোর আগেই বাজার তোলপাড়, মিলবে ৯০ দিনের বৈধতা
749 টাকার প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ২জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০ SMS পাবেন। এই প্ল্যানে বর্তমানে অতিরিক্ত ২০জিবি ডেটাও দেওয়া হচ্ছে।
এই অফারের মাধ্যমে জিও প্রিপেইড ব্যবহারকারীদের জন্য আরও বেশি সুবিধা নিশ্চিত করেছে, যা তাদের ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল সুবিধা ব্যবহারের অভিজ্ঞতা বাড়াবে।
Jio Celebration Plan:নবম বর্ষপূর্তি jio-এর! ধামাকা অফারে বাজিমাত, ৩৪৯-এ সবকিছুই ফ্রি!