Phone Storage: স্টোরেজ খালি করার ১০টি সহজ উপায়, মুহূর্তেই গতি বাড়বে স্মার্টফোনের!

Phone Storage: স্মার্টফোন ধীর হয়ে যাচ্ছে? ফোনে জায়গা খালি করার ১০টি সহজ উপায় জেনে নিন। ছবি-ভিডিও ক্লাউডে রাখুন, অব্যবহৃত অ্যাপ ডিলিট করুন। দ্রুত গতির জন্য এখনই পড়ুন।

Phone Storage: স্মার্টফোন ধীর হয়ে যাচ্ছে? ফোনে জায়গা খালি করার ১০টি সহজ উপায় জেনে নিন। ছবি-ভিডিও ক্লাউডে রাখুন, অব্যবহৃত অ্যাপ ডিলিট করুন। দ্রুত গতির জন্য এখনই পড়ুন।

author-image
IE Bangla Tech Desk
New Update
WHO study shows mobile phones do not cause brain cancer, মোবাইল ফোন, ব্রেন ক্যান্সার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Mobile Phone: মোবাইল ফোন

Phone Storage: আমরা প্রায়ই দেখি, সময়ের সঙ্গে সঙ্গে স্মার্টফোন ধীরগতির হয়ে যায়। অনেক সময় নতুন অ্যাপ ইন্সটল করা বা প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করাও সম্ভব হয় না। এর প্রধান কারণ ফোনের স্টোরেজ ভরে যাওয়া। স্মার্টফোনের জায়গা ফুরিয়ে গেলে পারফরম্যান্স কমে যায় এবং হ্যাং করার প্রবণতা বেড়ে যায়। তবে চিন্তার কিছু নেই। কিছু সহজ কৌশল মেনে চললে খুব সহজেই ফোনে জায়গা খালি করা যায়। নীচে সেই ১০টি কার্যকর উপায় তুলে ধরা হল।

১. ভিডিও ও ছবি ক্লাউডে সংরক্ষণ করুন

Advertisment

ফোনে জমে থাকা বড় আকারের ছবি ও ভিডিও সবচেয়ে বেশি জায়গা নেয়। এগুলো Google Drive, Google Photos বা OneDrive-এর মত ক্লাউড স্টোরেজে তুলে রাখুন। এতে ফোনের ভেতর জায়গা খালি হবে এবং ফাইলগুলোও নিরাপদ থাকবে।

আরও পড়ুন- বর্ষাকালীন স্বাস্থ্য, মেনে চলুন এই সব বিধি, বাঁচুন সংক্রমণ থেকে

২. অপটিমাইজেশন সুবিধা ব্যবহার করুন

Advertisment

অনেক স্মার্টফোনেই স্টোরেজ অপটিমাইজেশন (Storage Optimization) অপশন থাকে। এটি স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় ফাইল, ক্যাশ ও ডুপ্লিকেট কনটেন্ট ডিলিট করে দেয়। নিয়মিত এই সুবিধা ব্যবহার করলে ফোন অনেক হালকা হবে।

আরও পড়ুন- হাই প্রেশার, এখানে জানুন কী সতর্কতা নেবেন, না-হলে বাড়তে পারে বিপদ!

৩. ক্যাশ মেমোরি মুছে ফেলুন

প্রতিটি অ্যাপ ব্যবহারের সময় কিছু অস্থায়ী তথ্য জমা হয়, যাকে ক্যাশ মেমোরি বলা হয়। ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ ম্যানেজমেন্ট অপশন থেকে প্রতিটি অ্যাপের ক্যাশ ডেটা মুছে ফেলুন। এতে কয়েকশো এমবি থেকে কয়েক জিবি পর্যন্ত জায়গা খালি হতে পারে।

আরও পড়ুন- সকালে খালি পেটে দৌড়ন! জানেন আপনার শরীরে কী হচ্ছে?

৪. অব্যবহৃত অ্যাপ ডিলিট করুন

আমাদের ফোনে এমন অনেক অ্যাপ থাকে যা আমরা মাসে একবারও খুলি না। এ ধরনের অ্যাপ শুধু জায়গাই দখল করে রাখে। তাই যেসব অ্যাপের প্রয়োজন নেই, সেগুলো আন ইনস্টল করে দিন।

আরও পড়ুন- সত্যজিৎ রায়ের হাত ধরে জন্ম, আজও নন্দন বাঙালির সাংস্কৃতিক তীর্থক্ষেত্র

৫. পুরোনো ডাউনলোড ডিলিট করুন

ফোনের ডাউনলোড (Download) ফোল্ডারে অনেক পুরনো ফাইল জমে থাকে—যেমন পিডিএফ (PDF), ছবি বা গান। এগুলোর অনেকগুলোরই আর দরকার নেই। নিয়মিত ডাউনলোড ফোল্ডার পরিষ্কার করলে অনেকটা জায়গা খালি হবে।

৬. গুরুত্বপূর্ণ ফাইল ই-মেইলে রাখুন

যে সব ফাইল বা ছবির দরকার পড়তে পারে, সেগুলো নিজের ই-মেইলে পাঠিয়ে রাখুন। এতে এগুলো নিরাপদ থাকবে এবং ফোনের মেমোরিও ফাঁকা থাকবে।

৭. ফোন রিস্টার্ট করুন

মাঝে মাঝে ফোন রিস্টার্ট করলে অস্থায়ী ক্যাশ ও টেম্পোরারি ফাইল মুছে যায়। ফলে জায়গা খালি হয় এবং ফোনের গতি বাড়ে।

৮. চ্যাট অ্যাপের মিডিয়া ফাইল মুছে ফেলুন

হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা মেসেঞ্জারে প্রচুর ছবি-ভিডিও জমা হয়। এগুলো ফোনের মেমোরি দ্রুত ভরে দেয়। তাই চ্যাট অ্যাপের স্টোরেজ ম্যানেজমেন্ট অপশন ব্যবহার করে অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল মুছে ফেলুন।

৯. কম রেজোলিউশনের ছবি ব্যবহার করুন

উচ্চ রেজোলিউশনের ছবি অনেক বেশি জায়গা নেয়। প্রয়োজনীয় ছবির বাইরে বাকি ছবি কম রেজোলিউশনে সংরক্ষণ করলে ফোনের জায়গার অনেকটা সাশ্রয় হবে।

১০. অটোমেটিক ডাউনলোড বন্ধ করুন

চ্যাট অ্যাপগুলো অনেক সময় অটোমেটিকভাবে ছবি এবং ভিডিও ডাউনলোড করে নেয়। এতে অপ্রয়োজনীয় স্টোরেজ ভরে যায়। সেটিংসে গিয়ে অটোমেটিক ডাউনলোড অপশন বন্ধ করে দিন।

ফোনে জায়গা ফুরিয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই। উপরোক্ত কৌশলগুলো মেনে চললে সহজেই আপনার স্মার্টফোনে স্টোরেজ খালি হবে। ফলে ফোন দ্রুত কাজ করবে, হ্যাং করবে না, এবং প্রয়োজনীয় সময়ে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।

storage Phone