দিওয়ালিতে খুশির বাঁধ ভাঙল! এক বছর আর সিম কার্ড রিচার্জের প্রয়োজন নেই, সস্তার এই অফার বাজারে তোলপাড় ফেলল

আপনি কি ভোডাফোন আইডিয়ার ইউজার? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এখন ৩৬৫ দিনের রিচার্জের ঝামেলা থেকে পান চিরতরে মুক্তি। পাশাপাশি এক বছর ধরে পেয়ে যান আনলিমিটেড কলিং, ডেটা এবং অন্যান্য সুবিধা।

আপনি কি ভোডাফোন আইডিয়ার ইউজার? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এখন ৩৬৫ দিনের রিচার্জের ঝামেলা থেকে পান চিরতরে মুক্তি। পাশাপাশি এক বছর ধরে পেয়ে যান আনলিমিটেড কলিং, ডেটা এবং অন্যান্য সুবিধা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vodafone Idea Network Update

Vi-এর সবচেয়ে বড় চমক!

আপনি কি ভোডাফোন আইডিয়ার ইউজার? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এখন ৩৬৫ দিনের রিচার্জের ঝামেলা থেকে পান চিরতরে মুক্তি। পাশাপাশি এক বছর ধরে পেয়ে যান  আনলিমিটেড কলিং, ডেটা এবং অন্যান্য সুবিধা। কোম্পানি আপনার জন্য নিয়ে এসেছে এক বিশেষ প্ল্যান। এই প্ল্যানের সঙ্গেই আপনি পেয়ে যান ফ্রি Amazon Prime সাবস্ক্রিপশনও। 

Advertisment

ভোডাফোন আইডিয়ার পোর্টফোলিওতে বেশ কিছু সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে। সম্প্রতি ট্রাই (TRAI)-এর নতুন রিপোর্টে দেখা গেছে, ভোডাফোন আইডিয়ার ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কমেছে। এর পাশাপাশি, ভোডাফোন আইডিয়া কিছু শহরে ৫জি সার্ভিসও চালু করেছে।

আরও পড়ুন- বারবার কল ড্রপ? নেটওয়ার্ক সমস্যার সহজ ৭ সমাধান দেখুন একমিনিটে!

Advertisment

৩৬৫ দিনের সবচেয়ে সস্তা প্ল্যানটি ১,৮৪৯ টাকায় পাওয়া যাচ্ছে। এটি বছরের শুরুতে চালু করা হয়েছিল এবং বিশেষভাবে সেই সকল ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে, যাদের ডেটার প্রয়োজন নেই। ট্রাই-এর নির্দেশ অনুযায়ী, সব টেলিকম কোম্পানি এমন ডেটা ছাড়া প্ল্যান বাজারে এনেছে। এই প্ল্যানে ব্যবহারকারীরা পুরো ভারত জুড়ে আনলিমিটেড কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিং সুবিধা পাবেন। এছাড়া, ৩৬০০টি ফ্রি এসএমএস-এর সুবিধাও রয়েছে।

ডেটা সহ প্ল্যানের ক্ষেত্রে, ভি-র ৩৬৫ দিনের দুটি ভিন্ন প্ল্যান রয়েছে, যার দাম যথাক্রমে ৩,৫৯৯ এবং ৩,৭৯৯ টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা পুরো ভারত জুড়ে আনলিমিটেড কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিং সুবিধা পাবেন। এছাড়া, দৈনিক ১০০টি ফ্রি এসএমএস, দৈনিক ২ জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড ৫জি সুবিধা থাকবে।

আরও পড়ুন- বোমার মত ফাটবে বাড়ির গিজার, ভুলেও এই কাজ করবেন না

৩,৭৯৯ টাকার প্ল্যানে ব্যবহারকারীরা Amazon Prime Lite-এর ফ্রি সাবস্ক্রিপশনও পাবেন, যেটা ৩,৫৯৯ টাকার প্ল্যানে নেই। উভয় প্ল্যানে সপ্তাহান্তে ডেটা রোলওভার এবং রাত ১২টা থেকে পরের দিনের ১২টা পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহার করার সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে।

এই প্ল্যানগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা এক বছর ধরে সহজে এবং সাশ্রয়ী খরচে কথা বলতে ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন- কনফার্ম টিকিটের বদলানো যাবে তারিখ, লাগবে না চার্জ, বিরাট সুবিধা রেলের!

vodafone-idea