/indian-express-bangla/media/media_files/2025/07/25/jio-vs-airtel-vs-vi-5g-plans-july-2025-2025-07-25-11-46-41.jpg)
Free Data Plan: প্ল্যানে এবার বিরাট 'বিস্ফোরণ', বড় ধামাকায় এগিয়ে কে?
Jio Vs Airtel Vs Vi: বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে সবচেয়ে বড় প্রয়োজন হল ডেটা। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ইউটিউব, সোশ্যাল মিডিয়া কিংবা OTT প্ল্যাটফর্ম – সব কিছুর জন্যই এখন প্রচুর ডেটার দরকার। এই চাহিদার কথা মাথায় রেখে টেলিকম কোম্পানি Jio এবং Vodafone Idea (Vi) নিয়ে এসেছে একগুচ্ছ নতুন রিচার্জ প্ল্যান, যেখানে গ্রাহকরা পাচ্ছেন ফ্রি 50GB Data এবং দীর্ঘমেয়াদি ভ্যালিডিটি।
Jio-এর বিশেষ রিচার্জ প্ল্যানসমূহ
জিওর ৭৪৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৭২ দিন। প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে। পাশাপাশি, মিলবে অতিরিক্ত ২০ জিবি ডেটা। প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস পাওয়া যাবে। এছাড়াও রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এই প্ল্যানটি মূলত মাঝারি মেয়াদের জন্য সেরা। এখানে পর্যাপ্ত ডেটার পাশাপাশি অতিরিক্ত বোনাস ডেটাও পাওয়া যাবে।
জিওর ৮৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন। প্রতিদিন ২জিবি করে ডেটা মিলবে। অতিরিক্ত ২০ জিবি ডেটাও পাওয়া যাবে। এছাড়াও মিলবে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। যাঁরা তিন মাসের জন্য নিশ্চিন্ত রিচার্জ চান, তাঁদের জন্য এই প্ল্যান এক্কেবারে পারফেক্ট।
Vodafone Idea (Vi)-এর সেরা অফার
Vodafone Idea (Vi)-এর সেরা অফারগুলোর অন্যতম হল ৩,৭৯৯ টাকার প্ল্যান। যার ভ্যালিডিটি হল ৩৭৫ দিন। প্রতিদিন ২জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও ৯০ দিনের জন্য মিলবে অতিরিক্ত ৫০ জিবি ফ্রি ডেটা। এছাড়াও রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এই প্ল্যানটি বছরের প্রায় পুরো সময় ডেটা এবং কলিংয়ের সুবিধা দেয়। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এটি একটি চমৎকার বাছাই।
আরও পড়ুন- সারা বছর নিশ্চিন্ত! টোল ট্যাক্সের ঝামেলা থেকে এবার মুক্তি এক রিচার্জেই
ভোডাফোন ৩,৫৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এই প্ল্যানে প্রতিদিন ২জিবি করে ডেটা পাওয়া যাচ্ছে। ৯০ দিনের জন্য পাওয়া যাচ্ছে ৫০ জিবি ফ্রি ডেটা। রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। প্রায় এক বছরের ভ্যালিডিটি-সহ এই প্ল্যানটি দীর্ঘমেয়াদী ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য উপযোগী।
আরও পড়ুন- বাংলার কর্পোরেট হিরোরা ডানা মেলছেন ভারতজুড়ে, বদলে দিচ্ছেন ব্যবসার মানচিত্র?
ভোডাফোন ৩,৪৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। ৯০ দিনের জন্য পাওয়া যাবে অতিরিক্ত ৫০জিবি ফ্রি ডেটা। রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। যাঁরা তুলনামূলকভাবে কম ডেটা ব্যবহার করেন কিন্তু বছরে একবার রিচার্জ করতে চান, তাঁদের জন্য এই প্ল্যান আদর্শ।
আরও পড়ুন- রাবুকার পাশে মোদী, ভারত-ফিজি সম্পর্কে নতুন মাত্রা, বিপাকে প্রবাসী ভারতীয়রা?
ভোডাফোন ১,৭৪৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ১৮০ দিন। প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে। ৪৫ দিনের জন্য পাওয়া যাবে ৩০ জিবি ফ্রি ডেটা। রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। অর্ধ-বার্ষিক প্ল্যান চাইলে এই প্ল্যানটি আপনারই জন্য। ছাত্রছাত্রী বা অফিসকর্মী, যাঁরা বেশি ডেটা ব্যবহার করেন, তাঁদের জন্য জিও ৮৯৯ বা ভোডাফোন ৩,৭৯৯ টাকার প্ল্যানই সেরা। মাঝারি ব্যবহারকারীদের জন্য জিও ৭৪৯ টাকা বা ভোডাফোন ১,৭৪৯ টাকার প্ল্যান যথেষ্ট ভালো। দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করা গ্রাহকদের জন্য ভোডাফোন ৩,৫৯৯ টাকা বা ৩,৩৯৯ টাকার প্ল্যান পারফেক্ট চয়েস।
আরও পড়ুন- গণেশ চতুর্থীতে আপনার মেহেন্দির ডিজাইন করবেন কেমন, জানুন পুজোর সেরা নকশা কোনগুলো?
আজকের দিনে ফ্রি ৫০জিবি ডেটা (Free 50GB Data)-র অফার কোনও ছোট ব্যাপার নয়। এর পাশাপাশি একবছরের বেশি ভ্যালিডিটি এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা এই প্ল্যানগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তাই আপনার ডেটা ব্যবহার অনুযায়ী এই Jio বা Vodafone Idea প্ল্যানগুলির মধ্যে থেকে বেছে নিতে পারেন পছন্দসই সেরা অফার।