Fastag: সারা বছর নিশ্চিন্ত! টোল ট্যাক্সের ঝামেলা থেকে এবার মুক্তি এক রিচার্জেই

FASTag Annual Pass: চালু হল প্রাইভেট গাড়ির জন্য। একবার রিচার্জেই সারা বছর নিশ্চিন্ত ভ্রমণ! জেনে নিন ফাস্টট্যাগ অ্যানুয়াল পাসের অ্যাক্টিভেশন, সুবিধা এবং শর্তাবলি।

FASTag Annual Pass: চালু হল প্রাইভেট গাড়ির জন্য। একবার রিচার্জেই সারা বছর নিশ্চিন্ত ভ্রমণ! জেনে নিন ফাস্টট্যাগ অ্যানুয়াল পাসের অ্যাক্টিভেশন, সুবিধা এবং শর্তাবলি।

author-image
IE Bangla Tech Desk
New Update
FASTag Annual Pass

FASTag Annual Pass: বার্ষিক পাস ইস্যু করছে FASTag।

FASTag Annual Pass 2025: ভারতের ন্যাশনাল হাইওয়েতে যাতায়াতকারীদের জন্য সুখবর। FASTag Annual Pass এবার শুধুমাত্র প্রাইভেট গাড়ির জন্য চালু হয়েছে। এর ফলে একবার রিচার্জ করলেই টোল পেমেন্ট নিয়ে সারা বছর কোনও ঝামেলা থাকবে না। এটি একটি প্রিপেড টোল পাস, যা শুধুমাত্র অবাণিজ্যিক প্রাইভেট গাড়ির জন্য প্রযোজ্য। এর মধ্যে গাড়ি, জিপ এবং ভ্যানও আছে। একবার অ্যাক্টিভেট করলে এটি এক বছর অথবা সর্বোচ্চ ২০০ ট্রিপ পর্যন্ত কার্যকর থাকবে।

Advertisment

আরও পড়ুন- ১৬ জিবি র‍্যাম এবং ৪২ এমপি ফ্রন্ট ক্যামেরা!গুগলের এই প্রিমিয়াম ফোনে পান ২০ হাজারের ছাড়

কোথায় ব্যবহার করা যাবে? শুধুমাত্র National Highway (NH) এবং National Expressway (NE) ফি প্লাজায় এটা ব্যবহার করা যাবে। রাজ্য সরকারের অধীনে থাকা State Highway (SH) বা বেসরকারি এক্সপ্রেসওয়েতে এটি প্রযোজ্য নয়। 

Advertisment

আরও পড়ুন- পুজোর আগেই জিও কে গোল...! এয়ারটেল নিয়ে এল ব্যাক to ব্যাক সেরা ৫ রিচার্জ প্ল্যান

কোথা থেকে পাওয়া যাবে এই পাস?

Rajmarg Yatra অ্যাপ, NHAI ও MoRTH-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পাস পাওয়া যাবে। সেখানে FASTag Annual Pass অ্যাক্টিভেশনের জন্য আলাদা লিংক থাকবে। গাড়ির রেজিস্ট্রেশন এবং বর্তমান FASTag ভেরিফাই করতে হবে। অনলাইনে ৩০০০ টাকা পেমেন্ট করতে হবে। মাত্র ২ ঘণ্টার মধ্যে পাস অ্যাকটিভ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে। যাঁদের গাড়িতে আগে থেকেই FASTag রয়েছে, তাঁদের নতুন ট্যাগ কিনতে হবে না। তবে KYC আপডেট থাকা বাধ্যতামূলক।

আরও পড়ুন- কম খরচে স্কুটারে চেপে অফিসে যাতায়াত করতে চান, জানেন কোন ইলেকট্রিক স্কুটার সেরা?

বার্ষিক পাস নেওয়ার সুবিধা

বছরে ৫,০০০ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত টোল সেভিংস হতে পারে। যাত্রাপথে আলাদা করে রিচার্জ করার ঝামেলা নেই। একবার রিচার্জেই নিরবচ্ছিন্ন ভ্রমণ নিশ্চিত। RFID প্রযুক্তির কারণে টোল প্লাজায় থামতে হবে না। তবে যদি কারও FASTag শুধু চ্যাসিস নম্বর দিয়ে রেজিস্টার্ড থাকে সেক্ষেত্রে গাড়ির Vehicle Registration Number (VRN) এবং মোবাইল নম্বর আপডেট করতে হবে। না-হলে এই পাস পাবেন না।

আরও পড়ুন- 'মহাকাশ ভ্রমণ ভাবতেই পারিনি'! স্বপ্ন ছুঁয়ে অভিজ্ঞতা শেয়ার শুভাংশু'র

এই পাস অন্য গাড়িতে ট্রান্সফার করা যাবে না। করলে FASTag ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে। একইসঙ্গে মনে রাখতে হবে যে এই ফাস্টট্যাগ পাস নেওয়া বাধ্যতামূলক নয়। যাঁরা নিতে চান, বিষয়টি তাঁদের ইচ্ছাধীন। ভারতের কোটি কোটি গাড়ি মালিকের জন্য FASTag Annual Pass এক বিশাল সুবিধা। এই পাস ব্যবহারের মাধ্যমে বছরে মাত্র একবার রিচার্জ করে সহজে যাতায়াত করা যাবে ন্যাশনাল হাইওয়েতে। ঝামেলাহীন ভ্রমণ আর খরচ বাঁচাতে চাইলে এটিই হতে পারে আপনার সেরা সমাধান।

2025 FASTag