/indian-express-bangla/media/media_files/2025/11/03/laptop-offer-2025-11-03-13-04-35.jpg)
Laptop Offer: সস্তায় দুর্দান্ত ল্যাপটপের অফার!
JioBook Laptops Offer: মাত্র ১০,৯৯০ টাকায় পান ল্যাপটপ! আমাজন (Amazon)-এ চলছে জিওবুক (JioBook)-এর অবিশ্বাস্য অফার। যদি আপনি সাশ্রয়ী দামে একটি হালকা ও দ্রুতগতির ল্যাপটপের সন্ধানে থাকেন, তাহলে এই মুহূর্তে সবচেয়ে ভালো সুযোগ এনে দিয়েছে জিওবুক ল্যাপটপ অফার (JioBook Laptop Offer)। রিলায়েন্স জিওর তৈরি এই ল্যাপটপ বর্তমানে আমাজন (Amazon)-এ ৫৬% ছাড়ে বিক্রি হচ্ছে— মাত্র ১০,৯৯০ টাকায়।
মূল দাম ছিল প্রায় ২৫,০০০ টাকা। অর্থাৎ অর্ধেকের চেয়েও বেশি কম দামে এখন এটি পাওয়া যাচ্ছে। ছাত্রছাত্রী, অনলাইন ক্লাস, অফিসের হালকা কাজ বা কনটেন্ট দেখার জন্য এটি আদর্শ হতে পারে।
আরও পড়ুন- ৬ টাকার কম খরচে দৈনিক আনলিমিটেড কলিং, ডেটা, তোলপাড় ফেলা অফারে বাজার গরম করল Jio
JioBook 11: ফিচার ও পারফরম্যান্স
এই ল্যাপটপে রয়েছে MediaTek 8788 Octa-Core Processor, যা হালকা অ্যাপ, ওয়েব ব্রাউজিং, ভিডিও কল ও অফিস টাস্কের জন্য একদম পারফেক্ট। পাচ্ছেন RAM: 4GB, Storage: 64GB (expandable via SD card), Display: 11.6-inch Anti-glare HD Screen, Operating System: JioOS (Android-based), Weight: মাত্র 990 গ্রাম — ১ কিলোরও কম। এছাড়াও, এতে আছে ডুয়াল-ব্যান্ড Wi-Fi এবং 4G LTE সাপোর্ট, ফলে আপনি মোবাইল সিম দিয়েও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
JioBook-এ রয়েছে স্টেরিও স্পিকার ও অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে, যা চোখে কম চাপ ফেলে। যারা ভিডিও কনটেন্ট, ক্লাস বা OTT দেখেন, তাঁদের জন্য এই ল্যাপটপ বেশ উপযোগী। Amazon-এর তালিকা অনুযায়ী, এই ল্যাপটপটি একবার সম্পূর্ণ চার্জে ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। অর্থাৎ অফিস বা ক্লাসের পুরো সময় একবার চার্জেই চলবে।
আরও পড়ুন- ৬৫ ইঞ্চি বড় স্ক্রিনে পান ভরপুর বিনোদনের বিরাট সম্ভার, সেরা পাঁচের নিরিখে এগিয়ে কে?
যদি আপনি একই দামের মধ্যে অন্য কোনও ল্যাপটপ চান, তবে যে মডেলগুলোর কথা ভাবতে পারেন, সেগুলো হল— Lenovo SmartChoice Chromebook— ১৩,৪৯০ টাকা এবং Ultimus APEX Pro — ১২,৪৯০ টাকা। তবে ফিচারের বিচারে JioBook এগিয়ে রয়েছে। কারণ এটি 4G LTE সাপোর্ট করে।
আরও পড়ুন- প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং, ৫০ দিনের প্ল্যানে সুনামি তুলল BSNL
এই অফারটি পাওয়া যাচ্ছে আমাজন ইন্ডিয়া (Amazon India) ওয়েবসাইটে। তবে স্টক সীমিত এবং ডিসকাউন্ট সীমিত সময়ের জন্যই। তাই অফার শেষ হওয়ার আগেই কিনে নেওয়াটা ভালো। এজন্য এই লিংকের অ্যাড্রেসে ক্লিক করতে হবে- Amazon.in – JioBook 11 Laptop Offer-এ। মোদ্দা কথা, কম বাজেটে একটি স্মার্ট, হালকা আর দ্রুত চলবে, এমন ল্যাপটপ খুঁজছেন? তাহলে ১০,৯৯০ টাকায় JioBook Laptop-ই আপনার জন্য একদম পারফেক্ট চয়েস। ফিচার, পারফরম্যান্স আর দামের হিসেবে এটি বর্তমানে ভারতে সাধ্যের মধ্যে থাকা অন্যতম সেরা ল্যাপটপ, একথা বলাই বাহুল্য।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us