Maruti Suzuki e-Vitara Launch Date: ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় 'গ্র্যান্ড এন্ট্রি', পুজোর আগেই লঞ্চ e-Vitara SUV, মারুতির বড় চমক!

Maruti Suzuki e-Vitara Price and Feature: অবশেষে অপেক্ষার অবসান। মারুতি সুজুকি তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি e-Vitara SUV লঞ্চের তারিখ ঘোষণা করল।

Maruti Suzuki e-Vitara Price and Feature: অবশেষে অপেক্ষার অবসান। মারুতি সুজুকি তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি e-Vitara SUV লঞ্চের তারিখ ঘোষণা করল।

author-image
IE Bangla Tech Desk
New Update
Maruti Suzuki e-Vitara Bangladesh/India Launch

রুতি সুজুকি তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি e-Vitara SUV লঞ্চের তারিখ ঘোষণা করল।

Maruti Suzuki e-Vitara Price and Feature: অবশেষে অপেক্ষার অবসান। মারুতি সুজুকি তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি e-Vitara SUV লঞ্চের তারিখ ঘোষণা করল। সংস্থা জানিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর এই অত্যাধুনিক গাড়ি ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। শুধু ভারতেই নয়, ইউরোপীয় বাজারেও একযোগে গাড়িটি লঞ্চ হবে, যার মধ্যে রয়েছে ব্রিটেন এবং নেদারল্যান্ডসের মতো দেশ। এই গাড়িটিতে কোম্পানি দিচ্ছে সিঙ্গেল চার্জে ৫০০ কিমির দুর্দান্ত রেঞ্জ। সেই সঙ্গে ১০ বছরের ওয়ারেন্টি। প্রতিযোগিতার দিক থেকে এটি হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক, এমজি উইন্ডসর ইভি, এবং এমজি ZS EV-র সঙ্গে টক্কর দেবে।

Advertisment

বর্ষায় ফ্রিজে ইঁদুর পচা গন্ধ? কীভাবে মিনিটে দূর করবেন, জানুন এই সিক্রেট পদ্ধতি

Maruti Suzuki-এর বিরাট চমক। পুজোর আগেই লঞ্চ হতে চলেছে ব্র্যান্ডের প্রথম ইলেকট্রিক গাড়ি, e-Vitara SUV, কোম্পানি জানিয়েছে আগামী ৩ সেপ্টেম্বর ভারতে গাড়িটি লঞ্চ করবে সংস্থা। কোম্পানি এই মডেলটিতে ১০ বছরের ওয়ারেন্টিও প্রদান করবে।

Advertisment

মারুতি e-Vitara SUV মডেলে থাকবে এলইডি হেডলাইট, ডে-টাইম রানিং ল্যাম্প এবং টেল-লাইট, ১৮ ইঞ্চি চাকা,১০.২৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো গ্রিলের উপর সক্রিয় এয়ার ভেন্ট, প্যানোরামিক সানরুফ, মাল্টি-কালার ইন্টেরিয়র অ্যাম্বিয়েন্ট লাইটিং, ওয়্যারলেস চার্জার, ১০.১ ইঞ্চি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন, ইনফিনিটি বাই হারম্যান অডিও সিস্টেম, ইন-কার কানেক্টিভিটি টেকনোলজি। সিঙ্গেল-জোন অটো ক্লাইমেট কন্ট্রোল, পিএম ২.৫ এয়ার ফিল্টার, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ১০-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল ড্রাইভার'স সিট, রিক্লাইনিং, স্লাইডিং এবং স্প্লিট (৬০:৪০) রিয়ার সিট, ওয়ান-পেডাল ড্রাইভিং এবং রিজিওন মোড।

মারুতি ই-ভিতারা রঙের বিকল্প

১০টি রঙের বিকল্পে অত্যাধুনিক এই গাড়িটি বাজারে লঞ্চ করা হবে। এর মধ্যে রয়েছে ৬টি মনো-টোন এবং ৪টি ডুয়াল-টোন রঙ। ৬টি সিঙ্গেল টোন রঙের বিকল্পের মধ্যে রয়েছে নেক্সা ব্লু, স্প্লেন্ডিড সিলভার, আর্কটিক হোয়াইট, গ্র্যান্ডিউর গ্রে, ব্লুইশ ব্ল্যাক এবং ওপুলেন্ট রেড। এর সঙ্গে ৪টি ডুয়াল-টোন কালার ভেরিয়েন্টও থাকবে।

সাধের পোষ্যের সঙ্গে এবার মন খুলে কথা! অসম্ভবকে সম্ভব করে দেখাল AI

যদি আমরা মারুতি e-Vitara-এর সিকিউরিটি ফিচার নিয়ে আলোচনা করি এতে রয়েছে লেভেল ২ ADAS স্যুট (লেন কিপ অ্যাসিস্ট, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল)

৭টি এয়ারব্যাগ, ব্লাইন্ড স্পট মনিটর, ৩৬০-ডিগ্রি ক্যামেরা

টায়ার প্রেসার মনিটর, ইলেকট্রনিক পার্কিং ব্রেক (অটো-হোল্ড সহ), AVAS সিস্টেম সামনে এবং পিছনের পার্কিং সেন্সর, পিছনের ডিস্ক ব্রেক, অটো-হোল্ড ফাংশন সহ ইলেকট্রনিক পার্কিং ব্রেক, এক্সহস্ট ভেহিকেল অ্যালার্ম সিস্টেম (AVAS)।

মারুতি সুজুকি e-Vitara- আনুমানিক দামের কথা বলতে গেলে, সিগমা (৪৯ কিলোওয়াট ঘন্টা) এর এক্স-শোরুম মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। ডেল্টা (৪৯ কিলোওয়াট ঘন্টা) এর দাম প্রায় ১৯.৫০ লক্ষ টাকা। জেটার (৪৯ কিলোওয়াট ঘন্টা) এর দাম প্রায় ২১ লক্ষ টাকা। জেটার (৬১ কিলোওয়াট ঘন্টা) এর এক্স-শোরুম মূল্য প্রায় ২২.৫০ লক্ষ টাকা। আলফার (৬১ কিলোওয়াট ঘন্টা) এর এক্স-শোরুম মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা। উভয় ব্যাটারি প্যাক বিকল্পেই কেবল জেটা পাওয়া যাবে।

আপনি কী আপনার বাড়ির এই জায়গাগুলোতে মাইক্রোওয়েভ রেখেছেন? এখুনি সরান, নাহলে....

Electric Vehicle Maruti suzuki