Fridge Smell Solution: বর্ষায় ফ্রিজে ইঁদুর পচা গন্ধ? কীভাবে মিনিটে দূর করবেন, জানুন এই সিক্রেট পদ্ধতি

Fridge Smell Solution: বর্ষায় ফ্রিজ থেকে পচা গন্ধ বের হলে চিন্তা নয়! একবাটি মোটা দানার নুনই হতে পারে সহজ ঘরোয়া সমাধান। জেনে নিন, ঠিক কীভাবে দুর্গন্ধ দূর করবেন।

Fridge Smell Solution: বর্ষায় ফ্রিজ থেকে পচা গন্ধ বের হলে চিন্তা নয়! একবাটি মোটা দানার নুনই হতে পারে সহজ ঘরোয়া সমাধান। জেনে নিন, ঠিক কীভাবে দুর্গন্ধ দূর করবেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Fridge Smell Solution

Fridge Smell Solution: ফ্রিজের দুর্গন্ধ দূর করার উপায়।

Fridge Smell Solution: বর্ষাকাল মানেই অতিরিক্ত আর্দ্রতা। আর সেই আর্দ্রতার অন্যতম শিকার হল ঘরের ফ্রিজ। আপনার ফ্রিজ থেকে কি সম্প্রতি একটা পচা গন্ধ বেরোচ্ছে? কিংবা, ভেতরের শাকসবজি কি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে? তাহলে এবার সময় এসেছে একদম ঘরোয়া ও সস্তা সমাধান বেছে নেওয়ার। সেই সমাধান হল— এক বাটি মোটা দানার নুন।

Advertisment

বর্ষায় ফ্রিজে গন্ধের কারণ কী?

বর্ষার সময় ফ্রিজের দরজা বেশি খোলা হলে বাইরের আর্দ্র বাতাস ঢুকে যায়। এই আর্দ্রতাই শাকসবজি বা রান্না করা খাবারের বেঁচে থাকা অংশগুলিকে দ্রুত নষ্ট করে দেয়। অতিরিক্ত আর্দ্রতায় ফ্রিজের মধ্যে জন্ম নেয় ব্যাকটেরিয়া, যা শাকসবজি বা দুগ্ধজাত পণ্যের গন্ধের সঙ্গে মিশে এক ধরনের পচা ও তীব্র দুর্গন্ধ তৈরি করে।

Advertisment

আরও পড়ুন- সাধের পোষ্যের সঙ্গে এবার মন খুলে কথা! অসম্ভবকে সম্ভব করে দেখাল AI

কেন কাজ করে নুন?

নুনের মধ্যে রয়েছে প্রাকৃতিক শোষণ ক্ষমতা, যা আর্দ্রতা এবং দুর্গন্ধ দুটোই টেনে নেয়। বিশেষ করে মোটা দানার নুন এই কাজে বেশি উপযোগী।

আরও পড়ুন- BSNL-এর বড় বাজি! ১৮০ দিন আর রিচার্জে কোন চিন্তা নেই, অ্যাকটিভ থাকবে সিম, পাবেন সুপারফাস্ট কানেক্টিভিটি

উপকারিতা:

  • নুন ফ্রিজের আর্দ্রতা শোষণ করে

  • দুর্গন্ধ শোষণ করে ফ্রিজকে সতেজ রাখে

  • ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায়

  • ফ্রিজের ওপর চাপ কমায়, ফ্রিজের আয়ু বৃদ্ধি করে

কীভাবে ব্যবহার করবেন:

  1. একটি ছোট খোলা পাত্রে ১০০-১৫০ গ্রাম মোটা দানার নুন নিন

  2. সেটিকে ফ্রিজের এক কোণায় রেখে দিন

  3. প্রতি ১৫-২০ দিন অন্তর নুন বদলান

  4. নুন স্যাঁতসেঁতে হয়ে গেলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই সময়মতো বদলানো জরুরি।

বিকল্প হিসেবে বেকিং সোডা

যদি আপনি নুন ব্যবহার করতে না চান, তাহলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এটি দুর্গন্ধ দূর করতে অত্যন্ত কার্যকরী এবং ফ্রিজে পরিষ্কার আর ফ্রেশ পরিবেশ বজায় রাখতে সাহায্য করে।

আরও পড়ুন- আপনি কী আপনার বাড়ির এই জায়গাগুলোতে মাইক্রোওয়েভ রেখেছেন? এখুনি সরান, নাহলে....

কীভাবে ব্যবহার করবেন:

  • একটি খোলা পাত্রে ৩-৪ চামচ বেকিং সোডা রেখে দিন

  • প্রতিমাসে একবার বদলান

নিয়মিত যত্নে বাড়বে ফ্রিজের আয়ু

আরও পড়ুন- ভারতে আত্মপ্রকাশ টেসলা ইভি!সবচেয়ে সস্তায় প্রিমিয়াম এই ইলেকট্রিক গাড়ি মিলবে কোন শহরে?

  • প্রতিসপ্তাহে ফ্রিজের শেলফ ও ট্রে পরিষ্কার করুন

  • রান্না করা খাবার ভালোভাবে ঢাকা দিয়ে রাখুন

  • পেঁয়াজ-রসুন জাতীয় পণ্য আলাদা কন্টেনারে রেখে দিন

  • ডেয়ারি প্রোডাক্ট ও কাঁচা শাকসবজি আলাদা জায়গায় রাখুন

বর্ষায় ফ্রিজ থেকে দুর্গন্ধ বের হওয়া একদম সাধারণ সমস্যা। এই সমস্যা কিন্তু সহজেই সমাধানযোগ্য। একবাটি নুন বা বেকিং সোডা দিয়ে আপনি রাখতে পারেন আপনার রেফ্রিজারেটরকে ফ্রেশ এবং স্বাস্থ্যকর। ঘরোয়া এই টোটকাই আপনার ফ্রিজের দুর্গন্ধ ও আর্দ্রতার সমস্যার সহজ সমাধান হয়ে উঠতে পারে।

solution smell Fridge