/indian-express-bangla/media/media_files/2025/08/13/tiger-urine-2025-08-13-15-53-25.jpg)
Tiger Urine: বাঘের প্রস্রাবের জন্য চিন ফের শিরোনামে।
Tiger Urine: চীন বিশ্বের কাছে শুধু তার অর্থনীতি, প্রযুক্তি ও প্রাচীন সংস্কৃতির জন্যই নয়, বরং অদ্ভুত খাদ্যাভ্যাস এবং ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির জন্যও প্রায়ই আলোচনায় থাকে। একসময় গাধার মাংসের জন্য শিরোনামে থাকা দেশটি এবার নতুন এক কারণে সংবাদ শিরোনামে। সেটা হল, সাইবেরিয়ান বাঘের প্রস্রাব বিক্রি।
দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ইয়া'আন বিফেংজিয়া বন্যপ্রাণী চিড়িয়াখানা বর্তমানে বোতলে ভরে বাঘের প্রস্রাব বিক্রি করছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি—এই প্রস্রাবের রয়েছে বিশেষ ঔষধি গুণ। ২৫০ গ্রামের একটি বোতলের দাম ৫০ ইউয়ান (প্রায় ৬০০ টাকা)। ক্রেতাদের বলা হচ্ছে, বাঘের প্রস্রাব সাদা ওয়াইনের সঙ্গে মিশিয়ে ব্যথাযুক্ত স্থানে রসুনের টুকরো দিয়ে লাগাতে। এমনকী, পান করতেও পরামর্শ দিচ্ছে তারা। তবে যদি অ্যালার্জি দেখা দেয়, তখন ব্যবহার বন্ধ করার কথা বলা হচ্ছে।
আরও পড়ুন- জেনে নিন স্বাধীনতা দিবসের রেসিপি, ঘরেই বানান ৪টি ত্রিবর্ণ খাবার
কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার
চিড়িয়াখানার দাবি অনুসারে, বাঘের প্রস্রাব নাকি নিম্নলিখিত সমস্যার চিকিৎসায় সহায়ক হতে পারে— রিউম্যাটয়েড আর্থ্রাইটিস (Rheumatoid Arthritis), মচকে যাওয়া (Sprains), পেশী ব্যথা (Muscle Pain)। এছাড়াও, চীনা ঐতিহ্যবাহী চিকিৎসায় বাঘকে সাহসিকতা ও শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। কিছু প্রাচীন গ্রন্থে বাঘের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের চিকিৎসাগত ব্যবহারের উল্লেখ রয়েছে।
আরও পড়ুন- এবার কততম স্বাধীনতা দিবস? ধন্দ কাটাতে সরকারি মত জেনে নিন এখানে
যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ দাবি করছে, বাঘের প্রস্রাবের স্বাস্থ্য উপকারিতা রয়েছে, চিকিৎসা বিজ্ঞান এখনও এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ দেয়নি। বরং বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, প্রাণীর মূত্র পান করা বা শরীরে লাগানো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর পদার্থ থাকতে পারে, যা সংক্রমণ ঘটাতে পারে।
আরও পড়ুন- পাঙ্গাস মাছ, আলু-পটল দিয়ে ঘরোয়া রান্না, খাবেন আর হাত চাটবেন!
চীন এর আগে গাধার মাংস খাওয়ার জন্য আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছিল। চীনের কিছু অঞ্চলে গাধার মাংসকে সুস্বাদু (delicacy) মনে করা হয় এবং এর জন্য আলাদা বাজারও আছে। এই নতুন ঘটনা প্রমাণ করে যে চীনের কিছু খাবার এবং চিকিৎসা সংস্কৃতি বিশ্ববাসীর কাছে বিস্ময়কর রয়ে গেছে।
আরও পড়ুন- বর্ষায় জল জমে, যাত্রীদের জন্য অভিনব সমাধান টোটোচালকের! ভিডিও ভাইরাল
চীনা ঐতিহ্যবাহী চিকিৎসা (Traditional Chinese Medicine—TCM) হাজার বছরের পুরোনো। এখানে ভেষজের পাশাপাশি প্রাণীজ উপাদান ব্যবহারের দীর্ঘ ইতিহাস আছে—যেমন হরিণের শিং, ভালুকের পিত্ত, সমুদ্র ঘোড়া ইত্যাদি। বাঘের প্রস্রাব বিক্রি সেই ধারাবাহিকতার নতুন একটি উদাহরণ, যা আবারও নতুন বিতর্ক তৈরি করল।