/indian-express-bangla/media/media_files/2025/08/24/electric-scooter-2025-08-24-21-43-57.jpg)
Electric Scooter: ওলার ইলেকট্রিক স্কুটার।
Ola Electric Scooter: Ola Electric আবারও বাজারে ঝড় তুলতে হাজির। সংস্থাটি আনল তাদের একেবারে নতুন ইলেকট্রিক স্পোর্টস স্কুটার—S1 Pro Sport। চমকপ্রদ লুক, উন্নত প্রযুক্তি এবং 320 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এই স্কুটারটিকে ভারতের ইলেকট্রিক টু-হুইলার মার্কেটে এক নতুন মানদণ্ডে পৌঁছে দিয়েছে।
বাজারে নতুন স্কুটার
S1 Pro Sport দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে—5.2kWh এবং 4kWh। এটি চালিত হবে নতুন প্রজন্মের 4680 Bharat Cell দ্বারা। Ola-র দাবি অনুযায়ী, বড় ব্যাটারি ভ্যারিয়েন্ট 320 কিলোমিটার পর্যন্ত IDC রেঞ্জ দিতে সক্ষম। ফলে লং-রাইডার ও সিটি ইউজার—দু’জনের জন্যই এটি ভরসাযোগ্য অপশন।
আরও পড়ুন- হাত বাড়ালেই আইফোন! ১৭-র সিরিজ ভারতে, ক্রেতাদের মধ্যে তুমুল উন্মাদনা
এই স্কুটারের মূল আকর্ষণ হল ইন-হাউজ ডেভেলপ করা 16kW ফেরাইট মোটর। এর সাহায্যে স্কুটারটি ঘণ্টায় ০-৪০ কিমি গতি তুলতে মাত্র ২ সেকেন্ড সময় নেয়। সর্বোচ্চ গতিও নজরকাড়া, ঘণ্টায় ১৫২ কিমি। অর্থাৎ, পারফরম্যান্সের দিক থেকে এটি স্পোর্টস বাইকের মত অভিজ্ঞতা দিতে পারে গ্রাহকদের।
আরও পড়ুন- গগনযান মিশনের প্যারাসুট পরীক্ষায় সফল, ইসরোর সাফল্যে গর্বে বুক ভরে উঠবে
S1 Pro Sport শুধুই দ্রুতগতির স্কুটারই নয়, এটি পুরোপুরি স্পোর্টস-ওরিয়েন্টেড ডিজাইনের সঙ্গে বাজারে এসেছে। এর মধ্যে রয়েছে— কার্বন ফাইবার ফ্রন্ট মাডগার্ড ও গ্র্যাব রেলস, অ্যারো উইঙ্গস ও স্কাল্পটেড উইন্ডস্ক্রিন এবং স্কুপড রাইডার সিট ও রেইজড পিলিয়ন সেকশন। এই সমস্ত বৈশিষ্ট্য স্কুটারটিকে আরও এয়ারোডায়নামিক করে তুলবে এবং রাইডিং স্টেবিলিটি বৃদ্ধি করবে।
আরও পড়ুন- অর্ধেক দামে এসি কেনার বিরাট সুযোগ, বাম্পার অফার, দাম দেখে চমকে উঠবেন
ওলা তাদের নতুন স্কুটারে দিয়েছে ১৪ ইঞ্চি অ্যালয় হুইল, প্রশস্ত টায়ার এবং রিটিউনড টেলিস্কোপিক ফর্ক। পিছনে রয়েছে গ্যাস-চার্জড সাসপেনশন। এর ফলে রাইডিং হবে আরও মসৃণ, নিরাপদ এবং কনফিডেন্ট। S1 Pro Sport শুধু পাওয়ারেই নয়, টেকনোলজিতেও অনন্য। এখানে রয়েছে রেইন, আরবান ও ট্র্যাক মোড, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ADAS ফিচার যেমন – অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, ফ্রন্ট কলিশন ওয়ার্নিং, লেন ডিপারচার ওয়ার্নিং। এছাড়াও রয়েছে ফ্রন্ট ক্যামেরা, যার মাধ্যমে রাইড রেকর্ডিং ও লাইভ ব্লগিং সম্ভব হবে।
ভারতে S1 Pro Sport-এর প্রাথমিক দাম রাখা হয়েছে ১,৪৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। ইতিমধ্যেই অনলাইনে প্রি-বুকিং শুরু হয়েছে। গ্রাহকদের হাতে স্কুটার পৌঁছতে শুরু করবে ২০২৬ সালের জানুয়ারি থেকে। Ola Electric তাদের এই নতুন স্কুটারের মাধ্যমে সরাসরি স্পোর্টস স্কুটার ক্যাটাগরিতে প্রবেশ করেছে। শক্তিশালী মোটর, দুর্দান্ত ডিজাইন, হাই-টেক ফিচার এবং লম্বা রেঞ্জের কারণে এই স্কুটার ভারতের তরুণ প্রজন্ম ও স্পিড-লাভার রাইডারদের কাছে এখন বড় আকর্ষণ।