Advertisment

ওয়ানপ্লাস সিক্স: লঞ্চের সঙ্গে সঙ্গেই জল্পনার অবসান

বিশ্ব জুড়ে মে মাসের ২২ তারিখের পর থেকে বিক্রি শুরু হবে ফোনটির, তবে ভারতে অ্যামাজন ইন্ডিয়া ওয়েবসাইটে ২১ তারিখ শুধুমাত্র ভারতের আটটি শহরে পাওয়া যাবে ওয়ানপ্লাস সিক্স

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আজ, ১৭ মে, মুম্বই শহরে এক অনুষ্ঠানে মুক্তি পেল বহু প্রতীক্ষিত স্মার্টফোন ওয়ানপ্লাস সিক্স। গতকালই পৃথিবীর নানা জায়গায় মুক্তি পেয়েছে ফোনটি, কিন্তু ভারতকে অপেক্ষা করতে হলো আরো একদিন। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সামনে এসেছে ওয়ান প্লাস সিক্স সম্পর্কে কিছু তথ্য, যাতে তিলে তিলে বৃদ্ধি পেয়েছে ফোনটি ঘিরে জল্পনা। যেমন, লঞ্চের আগে অবধি গুজব ছিল ফোনটিতে থাকছে ওয়ারলেস চার্জার। কিন্তু লঞ্চের সঙ্গেই তা ভুয়ো প্রমাণিত হয়েছে। একই সঙ্গে অবশেষে ফোনটির আউটলুক সহ প্রকাশ্যে এসেছে সমস্ত তথ্য।

Advertisment

ভারতের বাজারে ফোনটির দাম ৩৪,৯৯৯ টাকা থেকে শুরু। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ৩৯,৯৯৯ টাকা। এছাড়া নো কস্ট EMI সহ ১২ মাসের ইনস্যুরেনসের সুবিধা পাওয়া যাবে। অন্যান্য ফিচারের মত ফোনটির দাম নিয়েও মোবাইল দুনিয়ায় আলোচনা হয়েছে অনেক। গতকাল আমেরিকায় লঞ্চের সময় জানা যায় ওখানকার মার্কেটে ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের ফোনটির দাম হবে ৫২৯ ডলার।

publive-image

বিশ্ব জুড়ে চলতি মাসের ২২ তারিখের পর থেকে বিক্রি শুরু হবে ফোনটির, তবে ভারতে অ্যামাজন ইন্ডিয়া ওয়েবসাইটে ২১ তারিখ শুধুমাত্র ভারতের আটটি শহরে পাওয়া যাবে ওয়ানপ্লাস সিক্স। প্রথম সপ্তাহে অ্যামাজনে চলবে সেল, যেখানে স্টেট্ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে ২০০০ টাকা অবধি ছাড় পাওয়া যাবে বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। অ্যামাজন প্রাইম সদস্যদের জন্য ওয়ানপ্লাস নিয়ে এসেছে আরও বেশ কিছু অফার, যেমন কিন্ডলে ৫০০ টাকা ছাড় ও ২৫০ টাকার অ্যামাজন প্রাইম ভিডিও গিফট কার্ড পাবেন ইচ্ছুক গ্রাহকরা।

ওয়ানপ্লাস সিক্স কোম্পানির ইতিহাসে প্রথম ওয়াটার রেসিসটেন্ট ফোন। যদিও ভারতের বাজারে মিড নাইট ব্ল্যাক, মিরর ব্ল্যাক, এবং সাদা রঙে পাওয়া যাওয়ার কথা ফোনটি, কোম্পানি সুত্রে জানা গেছে এই মুহুর্তে পাওয়া যাবে না সাদা রঙের ওয়ানপ্লাস সিক্স। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ওয়ানপ্লাস ফাইভের মেটাল ইউনি বডি ডিজাইনের ভোল পাল্টেছে ওয়ানপ্লাস সিক্সে, ফলে ফোনটির বাইরের লুকে রয়েছে গ্লাস ডিজাইন। ওয়ানপ্লাস সিক্স চলবে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে ফোনটির ডিজাইন যদিও সম্পূর্ণ সেরামিক, ব্যবহারের ক্ষেত্রে এটি বেশ হালকা হবে। স্ক্রিন রক্ষা করতে ব্যবহার করা হয়েছে ক্রনিক গোরিলা গ্লাস।

আরও পড়ুন : RealMe 1 ; বাজারে এল ওপোর নতুন পকেট-ফ্রেন্ডলি ফোন, সঙ্গে ৪৮৫০ টাকা অবধি ক্যাশব্যাক অফার

publive-image

অ্যাপেলের আইফোন টেনের মত হুবহু একই নচ্ ডিজাইনে তৈরি ওয়ানপ্লাস সিক্স, যাতে উন্নত মানের ক্যামেরা সহ পাওয়া যাবে ওয়ারলেস হেডফোন, যার পোশাকি নাম ওয়ানপ্লাস বুলেট ওয়ারলেস হেডফোন। গুগল অ্যাসিসটেন্টও পাওয়া যাবে এই হেডফোনের মাধ্যমে, এবং ৫ জুনের পর থেকে এই হেডফোন কিনতে পারবেন অ্যামাজন প্রাইমের গ্রাহকরাও।

গতকাল লঞ্চ হওয়ার আগে অবধি  ডিসপ্লে নিয়ে নানা মুনির নানা মত ছিল। ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও সহ, ৬.২৮ ইঞ্চির AMOLED  ডিসপ্লেতে পাওয়া যাবে নচ ডিজাইন, বর্তমানে নিশ্চিত করে দিয়েছে কোম্পানি। ওয়ানপ্লাস ফাইভের মত ফর্ম ফ্যাক্টর একই থাকলেও বদলে গেছে স্ক্রিন টু বডি রেশিও। গুগল প্লে স্টোরে ১০ হাজারের মত অ্যাপ চালাতে সক্ষম ওয়ানপ্লাস সিক্সের নচ, ফলত মাল্টিটাস্কিং অনায়াসে সম্ভব এই ফোনে, এবং সম্ভব যে কোনো ভারী গেম খেলা।

আরও পড়ুন : বাজারে আসছে নোকিয়া X6, জেনে নিন স্পেসিফিকেশন

নতুন ফোনটিতে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা। থাকছে f/১.৭ অ্যাপারচারের, OIS, EIS সহ ১৬ মেগাপিক্সেলের সোনি IMX ৫১৯ প্রাইমারি সেন্সরের ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেলের IMX ৩৭৬K সেকেন্ডারি লেল্স। ক্যামেরার সঙ্গে রয়েছে দুটি LED ফ্ল্যাশ। ১০৮০ পিক্সেল রেজলিউশন ২৪০ এফপিএসে শ্লো-মোশন সমেত ১০৮০ পিক্সেলে ফোর কে ভিডিও শ্যুট করতে সক্ষম এই ক্যামেরা। সেলফির জনপ্রিয়তা মাথায় রেখে ১৬ মেগাপিক্সেলের সোনি IMX ৩৭১ সেন্সর সহ f/ ২.০ অ্যাপারচারের ক্যামেরা থাকবে সামনে। পোর্ট্রেট মোড সহ AI ফিচার ব্যবহার করা যাবে সেলফি ক্যামেরায়।

publive-image

অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরে চলা ফোনটিতে থাকবে ২.৮ গিগাহার্টজের আদরেনো ৬৩০ GPU। ৬ অথবা ৮ জিবি র‌্যাম ভার্সনের সঙ্গে বরাদ্দ আছে ৬৪ জিবি/১২৮ জিবি/২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। তবে কোনো এক্সটারনাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না ফোনটিতে। ওয়ানপ্লাস সিক্সফোনে ৩,৩০০ এমএইচের ব্যটারিকে ফুল চার্জ করার জন্য কোম্পানি ড্যাশ চার্জ প্রযুক্তি ব্যবহার করেছে। অক্সিজেন অপারেটিং সিস্টেম থাকবে ফোনটিতে, যা অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও OS এর ওপর তৈরি বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

আরও পড়ুন : এবার নোকিয়া ও বাজারে আনছে অবিকল আইফোন টেনের মত দেখতে ফোন

oneplus smartphone
Advertisment