/indian-express-bangla/media/media_files/2025/09/23/oppo-a6-pro-5g-specs-2025-09-23-16-23-56.jpg)
Oppo a6 pro 5g specs: জল-ধুলো প্রতিরোধী স্মার্টফোন।
Oppo smartphone: স্মার্টফোন ব্যবহারকারীদের সবচেয়ে বড় চাহিদা হল দীর্ঘ ব্যাটারি লাইফ, দ্রুত চার্জিং এবং টেকসই পারফরম্যান্স। সেই লক্ষ্যেই OPPO বাজারে নিয়ে এসেছে তাদের নতুন মডেল OPPO A6 Pro 5G, যেখানে একসাথে পাওয়া যাবে বিশাল 7000mAh ব্যাটারি, 80W SUPERVOOC ফাস্ট চার্জিং এবং সর্বোচ্চ মানের IP69 ডিউরেবিলিটি।
এই ফোনটি শুধু দৈনন্দিন ব্যবহারের জন্যই নয়, বরং গেমিং, আউটডোর ব্যবহার এবং হেভি মাল্টিটাস্কিং-এর জন্যও তৈরি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুন- জিএসটি ২.০-র পর নিনজা ৩০০-সহ একাধিক বাইকের দাম হাতের নাগালে, জানেন কত?
বিরাট 7000mAh ব্যাটারি ও দ্রুত চার্জিং
আজকের দিনে বড় ব্যাটারি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। OPPO A6 Pro 5G তে রয়েছে 7000mAh লং-লাইফ ব্যাটারি, যা এক চার্জে পুরো দিন প্রচণ্ড ব্যবহারেও সহজে চলতে পারে। OPPO দাবি করেছে, মাত্র ২৬ মিনিটে ৫০% চার্জ এবং ৬০ মিনিটে ফুল চার্জ করা যাবে এর 80W SUPERVOOC চার্জারের মাধ্যমে। শুধু তাই নয়, এতে রয়েছে রিভার্স চার্জিং সাপোর্ট, অর্থাৎ অন্য ফোন বা ডিভাইসও চার্জ করা যাবে।
আরও পড়ুন- ChatGPT-তে ভুলেও এই সাত কাজ করবেন না, ভয়ঙ্কর বিপদ আসতে পারে আপনার জীবনে
ফোনটি চালিত হচ্ছে MediaTek Dimensity 6300 চিপসেট দিয়ে, সঙ্গে রয়েছে RAM Expansion টেকনোলজি। এর ফলে মাল্টিটাস্কিং আরও স্মুথ হবে। গেমারদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। AI GameBoost 2.0– PUBG Mobile, Mobile Legends-এর মত গেমে সর্বোচ্চ 90FPS পর্যন্ত পারফরম্যান্স পাবেন। SuperCool VC সিস্টেম (4300mm² ভেপার চেম্বার) – গেম খেলার সময় ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা কমাবে।
এটি এমন একটি ফোন, যা কেবল ফিচারে নয়, টেকসই ডিজাইনেও আলাদা। এতে রয়েছে IP69 সার্টিফিকেশন। অর্থাৎ, উচ্চ চাপের জল ও ধুলো প্রতিরোধী। পাশাপাশি রয়েছে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স। হঠাৎ পড়ে গেলেও সহজে ক্ষতিগ্রস্ত হবে না। এজন্য যাঁরা আউটডোর কাজ করেন বা ভ্রমণপ্রেমী, তাঁদের জন্য এটিই হচ্ছে পারফেক্ট একটি স্মার্টফোন।
আরও পড়ুন- নবরাত্রিতে এই শুভেচ্ছাবার্তা, উক্তি, স্ট্যাটাস ও ছবি বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন
OPPO A6 Pro 5G এর সামনে রয়েছে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। অর্থাৎ, স্ক্রলিং ও গেমিং হবে আরও মসৃণ। রয়েছে 1400 nits ব্রাইটনেস। যার ফলে, রোদেও ডিসপ্লে স্পষ্ট দেখা যাবে। এছাড়াও রয়েছে 93% স্ক্রিন-টু-বডি রেশিও। যার অর্থ হল, পাবেন আল্ট্রা-স্লিম বেজেল-সহ প্রিমিয়াম লুক।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য রয়েছে একাধিক ফিচার। যেমন, 50MP প্রাইমারি ক্যামেরায় পাবেন আল্ট্রা-ক্লিয়ার শট। থাকবে AI নাইট মোড ও পোর্ট্রেট এনহান্সমেন্ট। আন্ডারওয়াটার ফটোগ্রাফি সাপোর্ট। AI Editing Tools: AI Eraser 2.0, AI Reflection Remover, AI Unblur ইত্যাদি ফিচারও রয়েছে। OPPO A6 Pro 5G মূলত মিড-রেঞ্জ মার্কেটকে লক্ষ্য করে তৈরি হয়েছে। এমনিতে শক্তিশালী ব্যাটারি, গেমিং পারফরম্যান্স ও IP69 সার্টিফিকেশন একসঙ্গে খুব কম স্মার্টফোনে পাওয়া যায়। এটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Samsung, Xiaomi ও Realme-র সঙ্গে। এছাড়াও OPPO প্রতিশ্রুতি দিয়েছে, ফোনটি অন্তত ৬০ মাস পর্যন্ত স্মুথ পারফরম্যান্স বজায় রাখবে।
OPPO A6 Pro 5G শুধুমাত্র একটি সাধারণ স্মার্টফোন নয়, এটি হল একসঙ্গে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, ফাস্ট চার্জিং, গেমিং পারফরম্যান্স আর টেকসই ডিজাইন-এর এক অনন্য সংমিশ্রণ। যাঁরা প্রতিদিনের ব্যবহার থেকে শুরু করে গেমিং কিংবা আউটডোর কন্ডিশনে একটি নির্ভরযোগ্য ফোন চান, তাঁদের জন্য এটি ২০২৫ সালের অন্যতম সেরা বাছাই হতে চলেছে।