হুড়মুড়িয়ে কমবে ইলেকট্রিক বিল, ছোট্ট এই ট্রিকসে অবিশ্বাস্য সাশ্রয়

Electric Bill: একটা ছোট পরিবর্তনেই অর্ধেক হয়ে যেতে পারে বিদ্যুৎ বিল। জানুন ঘরে বসে ইলেকট্রিক বিল কমানোর সহজ ও কার্যকর উপায়। যাতে আপনার বা আপনার পরিবারের অনেকটাই সুরাহা হবে।

Electric Bill: একটা ছোট পরিবর্তনেই অর্ধেক হয়ে যেতে পারে বিদ্যুৎ বিল। জানুন ঘরে বসে ইলেকট্রিক বিল কমানোর সহজ ও কার্যকর উপায়। যাতে আপনার বা আপনার পরিবারের অনেকটাই সুরাহা হবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Electric Bill reduction tips

Electric Bill reduction tips: জানুন, বিদ্যুতের বিল কমানোর টিপস।

Electric Bill Tips: বিদ্যুৎ বিল কমানো আজকের দিনে সবারই চাওয়া। মাস শেষে বিদ্যুৎ বিলের বাড়তি চাপ অনেক পরিবারকেই সমস্যায় ফেলে। অনেকেই ভাবেন ফ্যান বা টিভি কম ব্যবহার করলে বিল কমে যাবে। আংশিক সত্যি হলেও, আসল রহস্য লুকিয়ে আছে কিছু ছোট্ট জিনিসে।

যে সব ব্যাপারে নজর রাখবেন

Advertisment

প্রায় প্রতিটি বাড়িতেই সুইচবোর্ডে একটি লাল বা সবুজ ইন্ডিকেটর লাইট থাকে। এর কাজ হচ্ছে বিদ্যুৎ আসা বা না আসার সংকেত দেওয়া। কিন্তু জানেন কি, এই ছোট্ট লাইটটাই দিনের ২৪ ঘণ্টা জ্বলে থেকে আপনাকে অতিরিক্ত খরচ করাচ্ছে? একটি সাধারণ ইন্ডিকেটর লাইট বছরে প্রায় ১০০ থেকে ১৫০ ইউনিট বিদ্যুৎ খরচ করে ফেলে। হিসেব করলে দেখা যাবে, কেবলমাত্র এই ছোট্ট সূচকের কারণে আপনার বার্ষিক বিল কয়েকশো টাকা বাড়ছে। 

আরও পড়ুন- দুর্গাপুজোর শেষ লগ্নের কাউন্টডাউন শুরু, বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়িয়ে বোঝাল বাঙালি!

কীভাবে সমাধান সম্ভব?

Advertisment

আরও পড়ুন- ট্রাম্পের শুভেচ্ছা, মেসির উপহার! ৭৫তম জন্মদিনে 'বিশ্বগুরু' মোদী

এলইডি ইন্ডিকেটর ব্যবহার করুন। পুরোনো ইনক্যান্ডেসেন্ট বা নিওন লাইট বাদ দিয়ে কম পাওয়ারের এলইডি ইন্ডিকেটর লাগান। অপ্রয়োজনীয় ইন্ডিকেটর বন্ধ রাখুন। অনেক সময় একটি সুইচবোর্ডে একাধিক ইন্ডিকেটর থাকে। সব সময় সবগুলিকে জ্বালিয়ে রাখার দরকার নেই। ইনভার্টার সংযোগ পরীক্ষা করুন। অনেক বাড়িতে ইনভার্টারের কারণে ইন্ডিকেটর সারাক্ষণ জ্বলে থাকে। এই সংযোগগুলো আলাদা করলে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব। 

আরও পড়ুন-  ইন্দিরা একাদশীতে এই ব্রতকথা পালন বাধ্যতামূলক, মেলে তর্পণের ফল

এছাড়াও এলইডি বাল্ব ব্যবহার করুন। কারণ, এই বাল্ব সাধারণ বাল্ব বা CFL এর তুলনায় ৮০% বিদ্যুৎ সাশ্রয় করে। স্ট্যান্ডবাই মোডে যন্ত্রপাতি বন্ধ রাখুন। টিভি, কম্পিউটার, চার্জার ইত্যাদি প্লাগ ইন করে রাখলে বিদ্যুৎ খরচ হয়। এনার্জি-এফিশিয়েন্ট ফ্যান ও ফ্রিজ ব্যবহার করুন। স্টার রেটিং বেশি মানেই কম বিদ্যুৎ খরচ। সোলার পাওয়ার ব্যবহার করুন। ছোট সোলার লাইট বা ওয়াটার হিটার ব্যবহার করলে বিল অনেকটাই কমবে।    

আরও পড়ুন- পাশে গুগল, ইচ্ছেমতো ছবি বানিয়ে চমকে দিন!

ধরুন আপনার বাড়িতে ৫টি সুইচবোর্ডে ইন্ডিকেটর লাইট আছে। এগুলো যদি এলইডি দিয়ে বদলান বা অপ্রয়োজনীয়টা সরিয়ে দেন, তাহলে মাসে অন্তত ৫০–৬০ ইউনিট বিদ্যুৎ বাঁচাতে পারবেন। এর মানে, আপনার মাসিক বিল কমে যাবে ৩০০–৫০০ টাকা পর্যন্ত। বছরে সাশ্রয় হবে কয়েক হাজার টাকা। আর, এর মাধ্যমে একটি ছোট্ট পরিবর্তনই হতে পারে আপনার বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণের গোপন অস্ত্র। অনেক সময় আমরা বড় খরচ কমানোর চেষ্টা করি, অথচ ছোট ছোট খরচ আমাদের চোখ এড়িয়ে যায়। ইন্ডিকেটর লাইটের মত ছোট বিষয়েও যদি আমরা নজর দিই, তাহলে ইলেকট্রিক বিল অর্ধেক কমানো সম্ভব।

tips Bill Electric