/indian-express-bangla/media/media_files/2025/08/31/iphone-17-2025-08-31-13-32-30.jpg)
পুজোর আগে বিরাট চমক!
Upcoming Smartphone:পুজোর আগে বিরাট চমক! সেপ্টেম্বর মাসেই লঞ্চ হতে চলেছে একের পর প্রিমিয়াম স্মার্টফোন। ইতিমধ্যেই আগস্ট মাসে বাজারে এসেছে একাধিক হাই-প্রোফাইল ডিভাইস—যেমন Pixel 10 সিরিজ, Vivo V60, Oppo K13 Turbo এবং Infinix GT 30। তবে আসল 'বিস্ফোরণ' হতে চলেছে সেপ্টেম্বরে, যখন একাধিক বড় ব্র্যান্ড তাদের নতুন ফ্ল্যাগশিপ ও জনপ্রিয় সিরিজ লঞ্চ করবে।
প্রথমেই থাকছে অ্যাপলের আইফোন ১৭ সিরিজ। প্রতিবছরের মতো এ বছরও সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নতুন iPhone লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই সিরিজের অধীনে এবার বাজারে আসতে পারে চারটি নতুন মডেল—iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। বিশেষ পরিবর্তন দেখা যেতে পারে প্রো মডেলগুলিতে, যেখানে ক্যামেরা লেআউট Horizontal ভাবে সাজানো হতে পারে। টাইটানিয়াম ফ্রেমের পরিবর্তে কোম্পানি এবার অর্ধেক অ্যালুমিনিয়াম এবং অর্ধেক গ্লাস বডি ব্যবহার করতে পারে। iPhone 17 Air মডেলটি আসতে পারে iPhone 16 Plus-এর জায়গায়, যেটি হবে সবচেয়ে হালকা ও পাতলা iPhone। অন্যদিকে, বেস মডেল iPhone 17 থাকবে গত বছরের ডিজাইনেই, তবে এতে যোগ হবে নতুন প্রসেসর, 24MP ফ্রন্ট ক্যামেরা এবং 120Hz ProMotion LTPO AMOLED ডিসপ্লে।
এরপর আসছে স্যামসাং-এর Galaxy S25 FE। দক্ষিণ কোরিয়ান কোম্পানি সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তাদের Fan Edition সিরিজ বাজারে আনে। সেই ধারা বজায় রেখে এইবারও Galaxy S25 FE লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটিতে থাকতে পারে Exynos 2400 প্রসেসর, 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP টেলিফটো লেন্স (৩x জুম ও OIS সাপোর্ট সহ) এবং 12MP আল্ট্রা-ওয়াইড সেন্সর। 6.7-ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। ব্যাটারিও আগের তুলনায় বড় হতে চলেছে—4,900mAh, যেখানে পূর্ববর্তী মডেলে ছিল 4,700mAh।
ভারতীয় ব্র্যান্ড লাভা-ও পিছিয়ে নেই। সেপ্টেম্বরে সংস্থা আনতে পারে তাদের নতুন Lava Fire 4 সিরিজ। সাম্প্রতিক লিক অনুসারে, এবার আর থাকছে না আগের সেকেন্ডারি ডিসপ্লে। এর পরিবর্তে থাকছে নতুন Horizontal ক্যামেরা মডিউল। ফোনটিতে থাকবে AMOLED ডিসপ্লে, শক্তিশালী MediaTek 8350 প্রসেসর এবং বিশাল 7,000mAh ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করবে।
সব মিলিয়ে, সেপ্টেম্বর ২০২৫ হতে চলেছে স্মার্টফোন বাজারের জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ একটি মাস। iPhone 17 সিরিজ থেকে শুরু করে Galaxy S25 FE ও Lava Fire 4—সব ব্র্যান্ডই প্রতিযোগিতায় নামছে নিজেদের সেরা ডিভাইস নিয়ে।